নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবধর্ম

অ‌প্রিয় সত্য

ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।

অ‌প্রিয় সত্য › বিস্তারিত পোস্টঃ

--------------------বিয়ে

০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৪২



আইনের ভাষায় চুক্তি। সামজিকভাবে বলা হয় বিয়ে। একটি ছেলের সাথে একটি মেয়ের দৈহিক সম্পর্কের বৈধকরণের নাম হলো বিয়ে। আইনীভাবে বিয়ে মানেই একজনের সাথে অন্যজনের চুক্তি। আমি ঠিক বিয়ের বিপক্ষে নয়, বিয়ে নামের চুক্তিকে ভালোবাসায় পরিণত করার চেষ্টা করছি শুধু। এখনো পর্যন্ত পৃথিবীজুড়ে প্রেম-ভালোবাসা অত:পর বিয়ে প্রচলিত। প্রেম কি?? ভালোবাসা কি?? প্রেম নিশ্চয় একজনের প্রতি আরেকজনের প্রবল অনুভূতির গম্ভীর ঘর্ষণ। একজন আরেকজনের সাথে প্রেম-ভালোবাসা করে পরবর্তী বিয়ে পর্যন্ত অনেকে যেতে পারে আবার অনেকে পারেও না। প্রেম করার সময় দুজন-দুজনায় প্রতিশ্রুতিবদ্ধ থাকে ভালোবেসে ঘর বাঁধার, ভালোবাসার ডেফিনেশন আগেই দিয়েছি। সেখানে লিখিত চুক্তি থাকে না, মনের অর্ন্তমিলন থাকে। বিয়ে হলো একটি ছেলের সাথে একটি মেয়ের সারাজীবন কাটানোর অফুরন্ত অলিখিত গল্প, সেই গল্পে কেন লিখিত থাকবে?? তাহলে কি বিয়ে মানেই সেক্স সেক্স খেলা?? যেই অমনি দেহের চাহিদা শেষ হলো, তখনি আলাদা হয়ে গেলো যে কোন একজন!! আর অপর পক্ষ দেহের সাথে সাথে জীবনের গল্প শেষ না হওয়ার আশায় কোর্ট-আদালত ঘুরবে?? ঠিক বুঝিয়ে উঠতে পারি নি এখনো!! সারাজীবন কাটানোর গল্পে যদি মনের মিল না থাকে লিখিত চুক্তি দিয়ে দুজন-দুজনায় কতটুকু সুখী হতে পারবে? সুতরাং আমি মনে করি না, ঘটা করে ঢাক-ঢোল বাজিয়ে লিখিত চুক্তি করতে হবে। যদি একজন অপরজনকে ভালোবেসে কয়েক বছর বা কয়েক যুগ একসাথে সন্তান উৎপাদন বা অন্যান্য কারণে একঘরে বসবাস করতে চায় তাহলে থাকুক, সেখানে সামাজিকতা বা লিখালিখির কোন প্রয়োজন নেই। মাথায় গোলপাতার মত কথাগুলো গোলভাবে সাজালে কথাগুলো নিতান্তপক্ষে ভালো না লাগতে পারে। বিয়ে এখনো করা হয় নি, ইচ্ছে আশাগুলো আহত শুধু, নিহত হওয়ারও তেমন একটা চান্স নেই। সুতরাং বিয়ে করুন, ভালোবাসার বাঁধনে, কোন লিখিত বা মিথ্যের প্রতিশ্রুতিতে নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.