![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিধাতার রঙে আঁকা এক স্পষ্ট ছবি,আমি তাঁরই কবিতা।
সম্ভাব্যতার সূত্রে অযৌক্তিক সমাধানগুলো যেমন অংকের খাতায় চলে আসে,ঠিক তেমনি সেগুলো হয়তবা আমাদের জীবনেও আসে।
পৃথিবীতে একমাত্র এডিকশন হচ্ছে মানুষের অনুভূতি। এই এডিকশনের কারনেই আমরা হয়তবা এক আরেকজনের কাছে আসি। এক আরেকজনকে মিস করি এবং একজন আরেকজন নিয়ে বেঁচে থাকি। কালো রুমাল চোখে বেঁধে কাছের মানুষগুলোকে পেছনের পথে ফেলে আসি আর আমরা এগিয়ে যাই বহুদূর।
আসলে 'উই আর অল এডিক্টেড'। শুধু নেশাই যে পারে তা নয়,মানুষ মনে হয় জন্মসূত্রেই 'এডিক্টেড'। জীবনের সাথে কানামাছি খেলায় ক'জনই বা জয়ী হতে পারে? কেউ নয়। আমরা শুধু অনুভূতির রুপান্তর ঘটাই। সবসময় 'এডিক্ট' হয়ে প্রশ্বাসের ধোঁয়া ছাড়ি শুধু শুধুই...
২| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৮
তাহ্ফীর সাকিন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++