![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিধাতার রঙে আঁকা এক স্পষ্ট ছবি,আমি তাঁরই কবিতা।
স্কেচঃ তাহ্ফীর সাকিন
আমি নাকি তোমাকে নগ্ন করেছি?
তোমাকে কাগজে এঁকে শালীনতা ধুয়েছি!
ব্লটিংপেপার শুষে আনা লাল রঙ দিয়ে,
তোমার ঐ লাল শাড়ির ছবি আঁকাই ছিল অপরাধ?
একেই কি নগ্নতা বলে?
তোমার ছবি কাগজে আঁটাকেই কি নগ্নতা বলে?
তোমার সৌন্দর্য্য জড় করাকেই কি নগ্নতা বলে?
উত্তর দাও,উত্তর দাও!
যদি উত্তর খুঁজে না পাও,
তাহলে একদিন আমার আস্তানায় এসো।
আমাকে নগ্ন করে শেখাব,নগ্নতা কাকে বলে!
আমার গায়ে যতবার ব্যাথার পিঁপড়ে কামড়েছে,
ততবার আমি নগ্ন হয়েছি।
ক্ষুদার তাড়নায় ডাস্টবিনগুলোর কুকুরের খাবার কেড়েছি।
ফুটপাতের ইট বালিশ বানিয়ে দেহটাকে ঘুম পাড়িয়েছি।
আকাশের ঐ তারাদের আলো দিয়ে কতরাত ডিনার সেরেছি!
নগ্ন হয়েই আজীবন কাটিয়েছি আমি,
ব্যাথাই আমাকে অংকন শিখিয়েছে,
কাগজের মাঝে ব্যাথাকে পুঁতে ফেলতে শিখিয়েছে এই নগ্নতা।
তাই আমি ব্যাথাকে পুঁতে ফেলতেই পেন্সিল হাতে নিয়েছি,
নগ্ন কাগজে তোমাদের ছবি এঁকে নির্জনতা খুন করছি।
এতো নগ্ন নয়,নান্দনিকতা!
এতো কুৎসিত নয়,ছন্দ!
আমার অভিব্যাক্তি।
কিন্ত মন সে এক ধারালো অস্ত্র,
তোমায় খুন করার জন্যই কাগজে শুধুই স্ক্রেচ আঁকছে।
সাবধানে থেকো প্রিয়তমা...
আমি নগ্নতা নয়,নান্দনিকতা শেখাচ্ছি তোমায়।
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১
তাহ্ফীর সাকিন বলেছেন: ধন্যবাদ
৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: অসাধারণ
৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২
তাহ্ফীর সাকিন বলেছেন: ধন্যবাদ..
৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২
আমিই মিসির আলী বলেছেন: এতো নগ্ন নয়,নান্দনিকতা!
এতো কুৎসিত নয়,ছন্দ!
আমার অভিব্যাক্তি।
কিন্ত মন সে এক ধারালো অস্ত্র,
তোমায় খুন করার জন্যই কাগজে শুধুই স্ক্রেচ আঁকছে।
সাবধানে থেকো প্রিয়তমা...
আমি নগ্নতা নয়,নান্দনিকতা শেখাচ্ছি তোমায়।
পুরাই হিটলার কবিতা।
+
৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০
তাহ্ফীর সাকিন বলেছেন: হিটলার?
৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫
কালনী নদী বলেছেন: সুন্দর++
৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭
বাহবু বলেছেন: অসাধারন...
৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১
তাহ্ফীর সাকিন বলেছেন: ধন্যবাদ.
১০| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চমৎকার কবিতায় প্লাস।
১১| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: তবে ছবিটা খুব একটা ভাল লাগেনি।
সামনে এর চেয়ে ভাল স্কেচ পাবো নিশ্চয়ই।
১২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ২:৩৩
তাহ্ফীর সাকিন বলেছেন: ছবিটা একবারেই শেষ করা হয়েছে।বেশি যত্ন নেওয়া হয়নি.. .
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৪
চিত্রনাট্য বলেছেন: ছবিখান ফাইন হইছে! বিশেষ করে হাসিটা ভালো ফুটছে।
আমার আস্তানায় এসো পর্যন্ত ভালো লেগেছে। কোবতে আমি একটুও বুঝি না।