![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিধাতার রঙে আঁকা এক স্পষ্ট ছবি,আমি তাঁরই কবিতা।
স্কেচ- তাহফীর সাকিন
হিরণবালা
- হেলাল হাফিজ
হিরণবালা তোমার কাছে দারুন ঋণী সারা জীবন
যেমন ঋণী আব্বা এবং মায়ের কাছে।
ফুলের কাছে মৌমাছিরা
বায়ুর কাছে নদীর বুকে জলের খেলা যেমন ঋণী
খোদার কসম হিরণবালা
তোমার কাছে আমিও ঠিক তেমনি ঋণী।
তোমার বুকে বুক রেখেছি বলেই আমি পবিত্র আজ
তোমার জলে স্নান করেছি বলেই আমি বিশুদ্ধ আজ
যৌবনে এই তৃষ্ণা কাতর লকলকে জিভ
এক নিশীথে কুসুম গরম তোমার মুখে
কিছু সময় ছিলো বলেই সভ্য হলো
মোহান্ধ মন এবং জীবন মুক্তি পেলো।
আঙুল দিয়ে তোমার আঙুল ছুঁয়েছিলাম বলেই আমার
আঙুলে আজ সুর এসেছে,
নারী-খেলার অভিজ্ঞতার প্রথম এবং পবিত্র ঋণ
তোমাকে নিয়ে কবিতা লিখে সত্যি কি আর শোধ হয়েছে?
বি.দ্র- আমার অংকিত ছবিটির সাথে সামঞ্জস্যতার কথা চিন্তা করে 'হেলাল হাফিজ' - এর কবিতাটি সংযোজন করেছি। এখানে, তাঁর কবিতার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই আমার স্কেচ করা ছবিটার সাথে তাঁর অসম্ভব সুন্দর কবিতাটি আটকে দিয়েছি।
২| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৪২
তাহ্ফীর সাকিন বলেছেন: ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:১৩
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর ছবির সাথে সুন্দর কবিতা