নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অলস মানুষ; ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আর কবিতা লিখতে।পেশায় চিকিৎসক, তবে স্বপ্ন দেখি সাহিত্যের সাথে নিবিড় সখ্য গড়বার।ছাত্রজীবনে জড়িত ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনে, ভবিষ্যতে কাজ করতে চাই কন্যাশিশু নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে।

তাহমিদ রহমান

প্রবাসী চিকিৎসক ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...

তাহমিদ রহমান › বিস্তারিত পোস্টঃ

তুমি পাশে নেই, তাই

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৯


‌এভাবে প্রতিটা দিন একটু একটু করে
দূরে সরে যাচ্ছি আমরা,
নক্ষত্ররাজির মতো।

তারপর একদিন, অনেকদিন পর
ঢাকা-শাহবাগ কিংবা কোনো সেমিনারে,
মধ্যহ্নের বিরতিতে হঠাৎ দেখা হবে,
'কেমন আছো? কতোদিন পর!'
তুই থেকে সম্বোধন নেমে আসবে তুমিতে।

উত্তর দিবো,
তারপর পাশে ফিরে পরিচয়পর্ব,
'আমার স্ত্রী, রেডিয়েশন ওনকোলজীতে কোর্সে আছে, ওর সাথেই এখানে আসা'

খোজ নেয়া হবে, বিনিময় হবে কুশলের,
হয়তো নিমন্ত্রণও হবে,
'বনানীতে আমার বাসা, ন নম্বর রোডে।
এসো একবার আবার এলে'

যেই নিমন্ত্রণের অলীক স্বপ্নে আমার সমস্ত দিন, সমস্ত রাতগুলো অশান্ত কেটেছে,
খুব কাছাকাছি থেকেও আমার নিষ্প্রভ চোখ জোড়া যেই নিমন্ত্রণের ইশারা করতে অজস্রবার ব্যর্থ হয়েছে,
কি অবলীলায় তুমি সে নিমন্ত্রণ দিলে,
অবেলায়।

জেনে রেখো, আমার প্রতিটি দিন দুঃসময়
তুমি পাশে নেই, তাই।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৪

মুহ্‌তাসিম তকী বলেছেন: সুন্দর।

২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৭

তাহমিদ রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ :-)

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেনো রেখো, আমার প্রতিটি দিন দুঃসময়
তুমি পাশে নেই, তাই।

................................................... আমার প্রতিটি দিন সুসময়
ভালবাসা আমার আছে বলে

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৯

তাহমিদ রহমান বলেছেন: আপনি তবে সৌভাগ্যবান। শুভকামনা রইলো।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩১

মাহমুদ আল ইমরোজ বলেছেন: সুন্দর কবিতার জন্যে কবিকে ধন্যবাদ...

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২১

তাহমিদ রহমান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাদের সুন্দর মন্তব্য-ই আমাকে প্রেরণা দেয়।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮

তাহমিদ রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :-)

৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২২

বিজন রয় বলেছেন: ভাল লেগেছে।

কিন্তু ৮ বছরে মাত্র ৫টি পোস্ট করেছেন????

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

তাহমিদ রহমান বলেছেন: আসলে পড়াশুনা, পেশাগত ব্যস্ততা, আলস্য - সবমিলিয়ে লেখা হয়না। অনেক কন্টেন্ট মাথায় আসে, কিন্তু সময়মত লেখা হয়নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.