নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী চিকিৎসক ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...
একদিন সত্যি তোমাকে ভুলে যাবো,
কারণে অকারণে মনে পড়বেনা তোমার কথা।
এক মনে ক্লাস করে যাবো, মনোযোগ দিয়ে শুনবো স্যারের প্রতিটি কথা।
একবারও তাকাবোনা তোমার দিকে।
তোমার ক্ষণিকের চাহনিতে মিথ্যে ভালোবাসা খুজে নিবোনা,
তোমার চোখের গভীরতায় ভুল করেও হারাবোনা।
অঝোর বৃষ্টিতে যখন কৃষ্ণচূড়া ফুল ঝরে পড়বে,
আর কখনো স্বপ্ন দেখবনা সেই ফুল তোমার খোপায় বেঁধে দেয়ার।
শুক্লপক্ষের রাতে, যখন আলোর বন্যায় ভেসে যাবে সবকিছু,
মিথ্যে আবেগে উদ্বেলিত হবোনা তখন,
স্বপ্ন দেখবনা তোমার হাতে হাত রেখে পথ পাড়ি দেয়ার।
একটিবার, শুধুমাত্র একটিবার,
তোমাকে দেখার জন্য অন্তরের সমস্ত ব্যাকুলতা নিয়ে অপেক্ষা করবোনা,
তোমার সাথে কথা বলার জন্য কোন অজুহাত বের করবোনা,
তোমার খোঁজে দুচোখ চঞ্চল হয়ে উঠবেনা।
মন খারাপ করবোনা - তোমার সাথে দেখা না হলে।
তুমি বহুদুরে বলে কাতর হবোনা, যখন তুমি থাকবেনা কাছে।
তোমায় দেখে আর কখনো আমার পৃথিবী থমকে যাবেনা,
নিশ্চল হয়ে যাবোনা তোমার সপ্রতিভ উপস্থিতিতে।
হয়তো সহজে নয়, অনেক অশ্রু জল বিসর্জন দিয়ে,
অনেক যন্ত্রণা আর হতাশা বুকে নিয়ে, শূন্যতা আঁকড়ে ধরে,
অপমান আর গ্লানিতে জর্জরিত হয়ে- ভুলে যেতে হবে তোমায়
তবুও একটাই দুঃখ!
ভালোবেসেও ভুলে যাবো তোমায়,
আমার ভালোবাসা সমাধিস্থ করে।
মে,২০১১
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০১
তাহমিদ রহমান বলেছেন: সেই একদিন কি আসলেই আমরা চাই?
২| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
হাবিব বলেছেন: এফিটাপ মানে কি?
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
তাহমিদ রহমান বলেছেন: এপিটাফ-ই তো লিখেছি ভাই, বানান বিভ্রাট হয়নি আমার জানামতে
৩| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২২
রাজীব নুর বলেছেন: ভুলে যান। ক্ষমা করে দেন। আর তার জন্য দোয়া করেন।
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪০
তাহমিদ রহমান বলেছেন: ভালো বলেছেন, সব প্রেমিকেরা এমন হলে তো পৃথিবীর ইতিহাসে অনেক ট্র্যাজেডির জন্মই হতো না।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২
ঋণাত্মক শূণ্য বলেছেন: একদিন...... সেটা কবে?