নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অলস মানুষ; ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আর কবিতা লিখতে।পেশায় চিকিৎসক, তবে স্বপ্ন দেখি সাহিত্যের সাথে নিবিড় সখ্য গড়বার।ছাত্রজীবনে জড়িত ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনে, ভবিষ্যতে কাজ করতে চাই কন্যাশিশু নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে।

তাহমিদ রহমান

প্রবাসী চিকিৎসক ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...

তাহমিদ রহমান › বিস্তারিত পোস্টঃ

অণু ভালোবাসার বিক্ষিপ্ত কাব্য

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০০

ম আমাকে বলেছিল, 'তুমিও কি বোকা নাকি?'
শুনে অবাক হই,
বিরক্তও লাগে বেশ।
কিন্তু নিজেকে নিজে বুদ্ধিমান বলা যায়না,
যতো ইচ্ছাই থাকুক মনে।

উ একদিন ইশারায়
বলেছিল ভালোবাসার কথা।
বুঝেও না বুঝার ভান করে এড়িয়েছিলাম সেদিন।
আজ দেখি চারপাশে, ভালবাসার খোজে,
মরিয়া হয়ে আছে কিছু মানুষ।
তবু পায়না।

'আজ বাতাসের আর্দ্রতা বেশি'
স'র কথায়
হেসে গড়াগড়ি খাই,
আমরা তিনজন।

অতঃপর একদিন
সবাই আলাদা হয়ে যাই।
আর,
ভালবাসা ছাই হয়ে
উড়ে যায় দূরে।

(২০১০)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: ভালোবাসা কিচ্ছু না। আজাইরা কথা বার্তা।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৪

তাহমিদ রহমান বলেছেন: হাহা, ভালবাসার ব্যপারে এতো ক্ষোভ কেন আপনার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.