নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী চিকিৎসক ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...
ভালোবাসো? ভুলবাসো!
হৃদয়ের অসুখে ভুল ভাবো
ফুল ভেবে কাঁটা ছুয়ে যাও।
ভালোবাসা মায়ায় জড়ায়, তারপর জখম রেখে ধায়।
মাঝরাতে তোমায় কাদাঁয়,
যাকে ভাবো ভালোবাসা তাকেও তাড়িয়ে বেড়ায়।
আসলে ত সব কিছু ধোঁয়া ধোঁয়া,
ভালবাসা আবছায়া,
ভালোবাসা স্রেফ কুহেলিকাময়।
#ছবি- সংগৃহীত
২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১০
তাহমিদ রহমান বলেছেন: ধন্যবাদ :- )
২| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: সহজস সরল সুন্দর কবিতা।
২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৩
তাহমিদ রহমান বলেছেন: অজস্র ধন্যবাদ আপনাকে :- )
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:২৭
আফসানা মিমি বলেছেন: বাহ!!