নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী চিকিৎসক ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...
যদি ভালোবাসো, কিংবা নাই বাসো
যদি অশ্রুর মূল্য বুঝো, কিংবা নাই বুঝো
হৃৎকম্প বেড়ে যাবার কারণ জানো, কিংবা নাই জানো,
তবু কাছে এসো।
তবু একবার হাত ধরো, চোখে চোখ রাখো।
নাহয় মিথ্যাই বলো, বলো অনুভব করি।
বলো হারিয়ে যাইনি আমি, আমি আছি সেখানে,
যেখানে থাকবার কথা ছিলো আমার।
প্রদীপ জ্বালাও আমার, প্রদীপ জ্বালাও।
সলতে আগুন দাও, ভালোবাসা টিকে থাক।
ভালোবাসা সত্য হলে, একথা সত্য সে বেঁচে থাকে অনন্তকাল।
তবু ভালোবাসা খুন করা যায়, বেশিরভাগ ভালোবাসা খুন হয়ে যায়।
তুমি খুনী হয়োনা, তুমি প্রেমিকা হও।
প্রদীপ জ্বালাও আমার, তুমি প্রদীপ জ্বালাও।
সলতে আগুন দাও।
আমার ভালোবাসা টিকে থাক তোমার বাস্তব প্রেমে, উষ্ণ স্পর্শে, তোমার ভালোবাসায়।
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
তাহমিদ রহমান বলেছেন: অজস্র ধন্যবাদ আপনাকে
২| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
তাহমিদ রহমান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই ❤
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২
নার্গিস জামান বলেছেন: সুন্দর