নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী চিকিৎসক ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...
অস্পৃশ্য সময়ের হাত ধরে,
সিঁড়ি বেয়ে উঠতে থাকি-
গন্তব্য অনিশ্চিত।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিংবা ক্ষুদ্র অভিব্যক্তি,
গেঁথে থাকে মনে,
দুঃখ আর সন্দেহের স্ট্যাপলারে।
দলা পাকিয়া উঠা খাবার অথবা
শ্বাসকষ্টের মতোন
অস্বস্তিকর অনুভূতির জন্ম দেয়।
থেমে থাকা মিথ্যা কাব্য
আর অর্থহীন বক্তৃতা,
গৌণ হয়ে ওঠে।
এখন রাত কি দিন - দুটোই সমান,
আমার আয়নায়।
বলো, লাল না সফেদ,
কোনটি তোমার প্রিয়?
রাঙ্গাবো তাতেই।
মনের অদৃশ্য কোণের অনুভূতি,
প্রকট, অদ্ভুত!
কি খুঁজি আমি - নিজেই জানিনা।
সহস্র ঘ্রাণের মাঝে
নিত্য হারাই।
১২/০১/১০
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৯
তাহমিদ রহমান বলেছেন: অজস্র ধন্যবাদ।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: চমৎকার।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৯
তাহমিদ রহমান বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৯
দৃষ্টিসীমানা বলেছেন: হু , কবিটা ভাল লাগল ।