নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অলস মানুষ; ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আর কবিতা লিখতে।পেশায় চিকিৎসক, তবে স্বপ্ন দেখি সাহিত্যের সাথে নিবিড় সখ্য গড়বার।ছাত্রজীবনে জড়িত ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনে, ভবিষ্যতে কাজ করতে চাই কন্যাশিশু নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে।

তাহমিদ রহমান

প্রবাসী চিকিৎসক ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...

তাহমিদ রহমান › বিস্তারিত পোস্টঃ

পরাজিত যুদ্ধের মাঠ থেকে

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৪


অস্পৃশ্য সময়ের হাত ধরে,
সিঁড়ি বেয়ে উঠতে থাকি-
গন্তব্য অনিশ্চিত।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিংবা ক্ষুদ্র অভিব্যক্তি,
গেঁথে থাকে মনে,
দুঃখ আর সন্দেহের স্ট্যাপলারে।
দলা পাকিয়া উঠা খাবার অথবা
শ্বাসকষ্টের মতোন
অস্বস্তিকর অনুভূতির জন্ম দেয়।
থেমে থাকা মিথ্যা কাব্য
আর অর্থহীন বক্তৃতা,
গৌণ হয়ে ওঠে।

এখন রাত কি দিন - দুটোই সমান,
আমার আয়নায়।
বলো, লাল না সফেদ,
কোনটি তোমার প্রিয়?
রাঙ্গাবো তাতেই।

মনের অদৃশ্য কোণের অনুভূতি,
প্রকট, অদ্ভুত!

কি খুঁজি আমি - নিজেই জানিনা।
সহস্র ঘ্রাণের মাঝে
নিত্য হারাই।

১২/০১/১০

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৯

দৃষ্টিসীমানা বলেছেন: হু , কবিটা ভাল লাগল ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৯

তাহমিদ রহমান বলেছেন: অজস্র ধন্যবাদ।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: চমৎকার।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৯

তাহমিদ রহমান বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.