নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অলস মানুষ; ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আর কবিতা লিখতে।পেশায় চিকিৎসক, তবে স্বপ্ন দেখি সাহিত্যের সাথে নিবিড় সখ্য গড়বার।ছাত্রজীবনে জড়িত ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনে, ভবিষ্যতে কাজ করতে চাই কন্যাশিশু নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে।

তাহমিদ রহমান

প্রবাসী চিকিৎসক ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...

তাহমিদ রহমান › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ও মনের গান

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৯







টাপুর টুপুর বৃষ্টি পরে
গ্রীলের ফাঁকে হাত বাড়িয়ে
আমি বৃষ্টি ছুঁই

মনের ভেতর কথার বুলি।
হঠাৎ বলি -
আমার ত আর কেউ নেই
বৃষ্টি, আমার হবি কি তুই?

ঝম ঝম ঝম বৃষ্টি পরে
বাতাসও বইছে বেশ
ভেজা বাতাস ঝাপটা দিচ্ছে
আমাতে হাসির লেশ

মনটা হঠাৎ আনমনা হয়
খুশি আর অখুশির দোলাচাল
বৃষ্টির ঝাঁজ আরও বেড়েছে
এখন বাতাস উন্মাতাল।


দেড়টা কিংবা দুইটা বেজেছে
তবু দুপুর হারিয়ে গেছে
এমনো সময়ে আমার মনে
কপাট খুলে গেছে

হু হু করে হাওয়া বইছে
আর্দ্র, বৃষ্টির ভালোবাসায়
শীতশীত ভাবে ঘুম এসে যায়,
ঘুমাইনা আমি -
স্বপ্ন বোনার আশায়

তবে স্বপ্ন দেখে কি হবে?
বড় থেকে বড়োতর স্বপ্নগুলো আমার থাকেনি আর।
বৃষ্টি এখন ধরে এসেছে,
আমার মনটা ভার।

(২০০৯/২০১০)

ছবি - সংগৃহীত

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০২

তাহমিদ রহমান বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই। কিশোরকালে লেখা, আজকের আবহাওয়া দেখে ব্লগে তুলে দিতে ইচ্ছে হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.