নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী চিকিৎসক ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...
টাপুর টুপুর বৃষ্টি পরে
গ্রীলের ফাঁকে হাত বাড়িয়ে
আমি বৃষ্টি ছুঁই
মনের ভেতর কথার বুলি।
হঠাৎ বলি -
আমার ত আর কেউ নেই
বৃষ্টি, আমার হবি কি তুই?
ঝম ঝম ঝম বৃষ্টি পরে
বাতাসও বইছে বেশ
ভেজা বাতাস ঝাপটা দিচ্ছে
আমাতে হাসির লেশ
মনটা হঠাৎ আনমনা হয়
খুশি আর অখুশির দোলাচাল
বৃষ্টির ঝাঁজ আরও বেড়েছে
এখন বাতাস উন্মাতাল।
দেড়টা কিংবা দুইটা বেজেছে
তবু দুপুর হারিয়ে গেছে
এমনো সময়ে আমার মনে
কপাট খুলে গেছে
হু হু করে হাওয়া বইছে
আর্দ্র, বৃষ্টির ভালোবাসায়
শীতশীত ভাবে ঘুম এসে যায়,
ঘুমাইনা আমি -
স্বপ্ন বোনার আশায়
তবে স্বপ্ন দেখে কি হবে?
বড় থেকে বড়োতর স্বপ্নগুলো আমার থাকেনি আর।
বৃষ্টি এখন ধরে এসেছে,
আমার মনটা ভার।
(২০০৯/২০১০)
ছবি - সংগৃহীত
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০২
তাহমিদ রহমান বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই। কিশোরকালে লেখা, আজকের আবহাওয়া দেখে ব্লগে তুলে দিতে ইচ্ছে হলো।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।