নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী চিকিৎসক ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...
হয়তো কোথাও,
কোনো এক নিঃস্তব্ধ সৌন্দর্যের মাঝে,
তুমি-আমি দাঁড়িয়ে।
হু হু বাতাসে, ভেজা পাড় শাড়িতে,
শিউরে উঠে তুমি
আরো কাছে এসে দাঁড়াও, আমার
সমুদ্রের ঢেউগুলো বারবার পা ছুঁয়ে যায়,
হেসে উঠো তুমি,
আমার হাতে তোমার হাত।
গাঙচিলেরা উড়তে থাকে,
দূরের পাহাড় ছাড়িয়ে চলে যায় আরও দূরে।
সূর্যের ঠিকরে পড়া আলোয়,
কাঁচের চুড়িগুলো মুক্তো হয়ে উঠে।
চোখ বুঁজে রাখি আমি,
অনুভব করি অনির্বচনীয় প্রশান্তি।
আজ এই বিশালতার মাঝে,
তুমি-আমি এতো কাছাকাছি।
স্বপ্ন এই বেলাভুমিতে আজ সত্য হয়ে নেমে এসেছে।
০৮/২০১১
৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৯
তাহমিদ রহমান বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই।
তখন সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, মনের গভীরের সত্য আবেগ থেকে এই কবিতার জন্ম।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।