নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী চিকিৎসক ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...
পেলিক্যান যখন উড়ে তখন এর বিশাল পাখা যেন পুরো গগন(আকাশ)কে বেড় দিয়ে ফেলে। এজন্য পেলিক্যান এর বাংলা নাম হয়েছে গগনবেড়।
অথচ পৌষের মিষ্টি সকালে বাংলার নীল-সাদা গগণকে বেড় দিয়ে উড়বার বদলে ৩০ বছর ধরে নিঃসঙ্গ বন্দী জীবন কাটাচ্ছে ছবির এই হতভাগ্য শুভ্র পাখিটি! নিজের চারপাশেই বরঞ্চ জড়িয়ে নিয়েছে খাঁচার বেড়।
কারণ, ১৯৯১ সালে পরিযায়ী হয়ে আসা এই পেলিক্যানের সঙ্গিনীকে বীর বাঙালি শিকার করে খেয়ে ফেলেছে আর এটিকে করেছে জখম। এরপর থেকেই একাকী বন্দী সে রাজশাহীর এক চিড়িয়াখানার খাঁচায়। গত ত্রিশ বছর ধরে একজন সঙ্গীও নেই তার।
দেশে ত পোলট্রি'র অভাব নেই - হাস মুরগী কোয়েল টার্কি'র বাণিজ্যিক উৎপাদন হচ্ছে। তারপরও কতোটা বর্বর, অসভ্য আর দানব হলে স্রেফ আনন্দলাভের জন্য এমন বৃহদাকার পরিযায়ী, মুক্ত একটি পাখি হত্যা করতে পারে মানুষ? কিভাবে পারে কোন কারণ ছাড়াই বোবা প্রাণীগুলোর জোড় ভাঙ্গতে?
ছোটবেলায় মুখে মুখে একটা ছড়া শুনেছিলাম, যতোটুকু মনে আছে এরকম-
"পেলিক্যান পেলিক্যান/এইদেশে এলি ক্যান/মরবি ত মরবি/না খেয়ে মরবি"
আসলেই হতভাগা পেলিক্যান কেনো যে এই দেশে আসলো!
ছবি ও সংবাদ সূত্র - প্রথম আলো
০৫ ই মে, ২০২২ বিকাল ৪:৫৭
তাহমিদ রহমান বলেছেন: নিঃসন্দেহে!
০৫ ই মে, ২০২২ বিকাল ৫:০০
তাহমিদ রহমান বলেছেন: নাহলে দেখুন, পাখি তো অবলা প্রাণী, মানুষের মাঝেও এখন দেশান্তরী হওয়ার প্রবণতা কতো বেড়েছে!
সদ্য গ্রাজুয়েট বা গত ৪-৫ বছরেও গ্রাজুয়েশন করেছে এমন যারা আছে, জিজ্ঞাসা করলে বেশিরভাগই বলে যে বিদেশ যাওয়ার চেষ্টা করছি।
২| ০৫ ই মে, ২০২২ রাত ১২:২৮
সোনাগাজী বলেছেন:
দু:খজনক।
০৫ ই মে, ২০২২ বিকাল ৫:০১
তাহমিদ রহমান বলেছেন: সত্যি-ই। হৃদয়বিদারক। বোবা প্রাণী, নিজের কষ্ট তো আর বলতে পারেনা।
৩| ০৫ ই মে, ২০২২ রাত ৩:০৯
সোনাগাজী বলেছেন:
এরা কোন দেশ থেকে আসে?
০৫ ই মে, ২০২২ বিকাল ৫:০৬
তাহমিদ রহমান বলেছেন: মূলত শীতপ্রধান দেশগুলো থেকে-ই বাংলাদেশে আসে। তবে এদের ৮টি প্রজাতি আছে, প্রজাতিভেদে বিশ্বের বিভিন্ন অঞ্চলেই পাওয়া যায়। বাংলাদেশে স্থায়ী বসতি আছে বলে আমার জানা নেই।
৪| ০৫ ই মে, ২০২২ সকাল ১০:৪৭
ভার্চুয়াল তাসনিম বলেছেন: নির্মম।
৫| ০৫ ই মে, ২০২২ দুপুর ২:১৯
বিজন রয় বলেছেন: হৃদয় বিদারক। কিভাবে মুক্তি দেওয়া যায়!!
৬| ০৫ ই মে, ২০২২ দুপুর ২:২৬
জ্যাকেল বলেছেন: অবলা প্রাণি'র প্রতি অবিচার করে যেই সকল মানুষ তাদের উপর নির্যাতন করা সাপোর্ট করা যায়। মানুষই একমাত্র প্রাণি যাকে বিবেক, বুদ্ধি দেওয়া হয়েছে এখন সে এই বিবেক' অবরুদ্ধ করে রাখলে তাকে পশু বিবেচনা করে পশু স্টাইলে বিচার করাই উচিত।
৭| ০৫ ই মে, ২০২২ বিকাল ৪:০২
শামছুল ইসলাম বলেছেন: নির্মম।
৮| ০৫ ই মে, ২০২২ বিকাল ৪:৩৯
সোনাগাজী বলেছেন:
যেসব দেশের চিড়িয়াখানায় পেলিক্যান আছে, তাদেরকে দিয়ে দেয়ার দরকার ছিলো।
৯| ০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫২
শেরজা তপন বলেছেন: দীর্ঘজীবি এই পাখিটার নিঃসঙ্গতা নিঃসন্দেহে কষ্টের। মানুষের নির্মমতার পাশাপাশি এমন সহমর্মীতা ভালবাসা আবেগ ও কাজ করে।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০২২ রাত ১২:২৪
কালো যাদুকর বলেছেন: এর কপাল খারাপ এই দেশে এসেছে ৷