নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অলস মানুষ; ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আর কবিতা লিখতে।পেশায় চিকিৎসক, তবে স্বপ্ন দেখি সাহিত্যের সাথে নিবিড় সখ্য গড়বার।ছাত্রজীবনে জড়িত ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনে, ভবিষ্যতে কাজ করতে চাই কন্যাশিশু নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে।

তাহমিদ রহমান

প্রবাসী চিকিৎসক ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...

তাহমিদ রহমান › বিস্তারিত পোস্টঃ

সময়ের সমীপে

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৮





সময়।
সেলুকাস!
কত বদলে দাও তুমি!
সমুদ্রের জলের মতোন,
কোথা থেকে কোথায় নিয়ে যাও তারে।

আকাশচারী শুভ্র হৃদয়ে বাস্তবতার কাদা মাখিয়ে দাও,
বিপ্লবের স্বপ্ন দেখা বালককে প্রতিস্থাপিত করো সমঝে চলা এক তরুণ দিয়ে।
ঋজু আত্মাকে করে দাও পক্ষাঘাতগ্রস্ত,
অন্যায়ের ছোঁয়াচে বা নষ্ট হাওয়া বইয়ে।

'বদলে দিবো' নিজেই বদলে যায় 'মানিয়ে চলতে হবে'র স্রোতে।
সময়,
তোমার বদৌলতে।

সময়
তাকে ফিরিয়ে দাও
হৃদয়ের বিশুদ্ধতার সেই দুর্লভ দিন।
একটা দমকা হাওয়াও বইয়ে দাও সেই সাথে,
অপরিশোধ্য যারা বা যাকিছু, উড়ে যাক দূরে....


ছবি - সংগৃহীত

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৩৩

হাসান জামাল গোলাপ বলেছেন: সময় চলে যায়।

০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:১৯

তাহমিদ রহমান বলেছেন: যথার্থ বলেছেন।

২| ০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৭

তাহমিদ রহমান বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.