নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অলস মানুষ; ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আর কবিতা লিখতে।পেশায় চিকিৎসক, তবে স্বপ্ন দেখি সাহিত্যের সাথে নিবিড় সখ্য গড়বার।ছাত্রজীবনে জড়িত ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনে, ভবিষ্যতে কাজ করতে চাই কন্যাশিশু নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে।

তাহমিদ রহমান

প্রবাসী চিকিৎসক ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...

তাহমিদ রহমান › বিস্তারিত পোস্টঃ

মাতাল হাওয়াকে বলছি

১২ ই অক্টোবর, ২০২৩ ভোর ৫:২২



মাতাল হাওয়া,
তুমি বারবার এসে আমায়
ছিন্ন-ভিন্ন করো।

তুমি আমায় ভাসাও
আমায় ওড়াও
জড়াও তাবৎ টানে
মাতাল হাওয়া
তোমায় বয়ে,
আমি যাইনি কোন খানে?

আমি হিজল বনের ফুল হয়েছি
বাগান বিলাস ঝুল হয়েছি
ঝুমকো লতার দুল হয়েছি
নতুন প্রাণের খুন হয়েছি
সব হয়েছি!
মাতাল হাওয়ায় তাল হারিয়ে!

মোমের মানুষ হাওয়ায় বয়ে
দুকূল প্লাবী বান দেখেছি,
আর্দ্র মনে।

মাতাল হাওয়া,
বইয়ে আনো, সেই সে মেঘের দল
যারা শান্তি ঝড়ায়, কান্না সরায়
নেভায় দুখ-অনল

(ছবি সংগৃহীত)

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: মাতাল হাওয়ার ঝাপটা নয়, কিছুটা পরশ যেন আমিও পেলাম। সুন্দর লিখেছেন, ছবিটাও সুন্দর দিয়েছেন। + +

২| ১২ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবি ! আপনার লেখনীটা অসাধারণ হয়েছে। মাতাল হাওয়ার প্রতিটি প্যারা অনন্য অসাধারণ।
আন্তরিক ধন্যবাদ কবি।

৩| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.