নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ থাকুক নিরাপদে, দেশের মানুষ থাকুক সুখে , এগিয়ে চল বাংলাদেশ, এগিয়ে চল বিশ্ব ।

তাহমিদ তাজ ওয়ার

আমি বাংলাদেশ এর নাগরিক

তাহমিদ তাজ ওয়ার › বিস্তারিত পোস্টঃ

খোলা মতামত -১

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

দেশ আজ উন্নয়নের জোয়ারে এগিয়ে যাচ্ছে । দেশের মানুষ স্বপ্ন দেখছে ২০৪১ সালের মধ্যে দেশ হবে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ । আমরা কয়েকবছরে ব্যাপক সাফল্য অর্জন করেছি । পেয়েছি নিজস্ব স্যাটেলাইট , ইন্টারনেট এখন ৪জি , বিদ্যুৎ ব্যাবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে , আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি । পারমানবিক সক্ষমতা অর্জন করা দেশটির একটি এখন বাংলাদেশ । এতো সব সাফল্যের মাঝে ও আমাদের দেশ অনেক দিক দিয়ে আজও পিছিয়ে । আমরা আজ ও গড়ে তুলতে পারিনি সফল যোগাযোগ ব্যবস্থা , একটু বৃষ্টি হলেই রাজধানী নদী হয়ে যায় , ট্রাফিক ব্যাবস্থার কারণে রাস্তায় সময়ের সাথে সাথে মিলিয়ন বিলিয়ন ডলার চলে যাচ্ছে । জ্যামের ফলে জনজীবন অতিষ্ট করে তুলছে । শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাচ্ছে । নিরাপত্তা ব্যবস্থা দিনে দিনে কমে যাচ্ছে । এসব কি উদ্বিগ্ন করে না ? আমরা বেশি না ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাব্লিক বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষার ফলাফল দেখি । এসব ফলাফলে পাশের হার সন্তোষজনক নয় । তবে আমাদের শিক্ষার্থীরা কিভাবে জিপি এ ফাইভ পেয়ে পাশ করছে ? এর সঠিক জবাব আমাদের শিক্ষা মন্ত্রনালয় কিংবা অন্যান্য সংশ্লিষ্ট ব্যাক্তিরা দিতে পারবেন না । যার কারনে তারা আজগুবি স্টাইলে পাশের হার বাড়িয়ে কমিয়ে শিক্ষা ব্যবস্থ্যায় হজবরল অবস্থার সৃষ্টি করেছেন । এতে করে অনেক মেধাবি শিক্ষার্থীর জীবন ও থেমে যাচ্ছে । যেটি কখন ও ক্ষতি ছাড়া লাভ দিবে না । কারন কোনো জিনিষের গোড়া থেকে কিছু না করে আগা সাফ করে ক্ষতি ছাড়া আর কি । তাই শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ থাকবে শিক্ষার্থীদের শুরু থেকে সঠিক পথে পরিচালিত করে তাদের সুন্দর ভবিশ্যত গড়ে তুলতে সাহায্য করুন । সবার প্রতি শুভকামনা । চলবে.।.।.।।।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের দোয়ায়, আপনি ২০৪১ সাল অবধি বেঁচে থাকুন; ২০৪১ সালে, খেয়েদেয়, পড়ালেখা করে, চাকুরী করে, পরিবার চালিয়ে আপনি সুখী হোন। কোন সন্দেহ, বা প্রশ্ন থাকলে, শেখ হাসিনাকে ফোন করবেন।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

কোয়েজার বলেছেন: আমি একটি খুবই দুঃসাহসী এবং অভদ্র কিন্তু চন্দ্র-সুর্যের ন্যায় সত্য মন্তব্য করতে চাই।

আমি যখন ছোট ছিলাম, ছাত্র ছিলাম তখন শিক্ষক হিসাবে পেয়েছিলাম কিছু নির্বোধ গাধাকে। স্কুলে (ক্লাস টেন পর্যন্ত) গিয়ে তেমন কিছু শিখতে পারি নাই। আমার বাবা-মা'ই আমার সকল জ্ঞান পিপাসা মেটাতেন। আর স্কুলে গিয়ে দেখতাম ক্লাস ফাকি দেয়া শিক্ষক এবং শিক্ষিকাদের । যারা কমনরূমে খোস গল্পে মেতে থাকতো। বেইজ নলেজ বলতে একটা কথা আছে। এটা সেই নলেজ যা একটি ছাত্র ছোটবেলায় শেখে এবং সারাজীবন এর উপর ভিত্তি করে অন্যান্য জ্ঞান আহরন করে। আমার বেইজ নলেজ এতই দুর্বল ছিল যে কলেজ লাইফে এসেও আমাকে এক পাতা ইংলিশ পড়তে হিমশিম খেতে হয়েছে। তারা ক্লাসে এসে বই বের করে নিজে নিজে পড়ে চলে যেতো। আর আমরা কিছুই বুঝতে পারতাম না। খাতায় রোল টেনে চুর-পুলিশ খেলতাম। এখন চিন্তা করি যদি তারা একটু আগ্রহ নিয়ে পড়াতো, বুঝিয়ে দিতো তাহলে কত কিছুই না হতে পারতাম। শিক্ষকের একটি কাজ ছাত্রদের মধ্যে কৌতুহল তৈরি করা। আমাদের শিক্ষক সমাজের আমূল পরিবর্তন দরকার। ( এই মন্তব্যে আমার সকল ভাল শিক্ষকরা ইনিউনড)

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

কোয়েজার বলেছেন: ইমিউনড**** (তাদের উপর মন্তব্য কার্যকর নয় )

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


কোয়েজার বলেছেন, " আমি যখন ছোট ছিলাম, ছাত্র ছিলাম তখন শিক্ষক হিসাবে পেয়েছিলাম কিছু নির্বোধ গাধাকে। স্কুলে (ক্লাস টেন পর্যন্ত) গিয়ে তেমন কিছু শিখতে পারি নাই। আমার বাবা-মা'ই আমার সকল জ্ঞান পিপাসা মেটাতেন। ... আমার বেইজ নলেজ এতই দুর্বল ছিল যে কলেজ লাইফে এসেও আমাকে এক পাতা ইংলিশ পড়তে হিমশিম খেতে হয়েছে। "

-বাবা-মা ইংরেজী জানতেন না?

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

সাইন বোর্ড বলেছেন: এতো দেখছি উন্নয়নের জোয়ারে ভেসে যাবার জোগাড় !

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

কোয়েজার বলেছেন: @চাঁদ্গাজী, জানতেন সেই কারণেই এতদূর আসা। তাদের কারণেই ইংরেজী বই হাতে নেয়ার সাহস পেতাম। কিন্তু কথায় আছে মালির কাজ বাগান করা ... । আমার বাবা-মায়ের কাজ ছিল আমাকে স্কুল পর্জন্ত পৌঁছে দেয়া । সেটা তারা ভালভাবেই করেছেন। ইংরেজীতে দক্ষ বানানোর কাজ ছিলো শিক্ষকদের, তাদের নয়। আমার বাবা-মায়ের দোষ নেই।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: ঃ কি করে ওরা?
ঃ ট্রেনের চাক্কায় পাম দেয়।
ঃ যাক কিছু একটা তো করে।একদম কিছু না করলে তো নষ্ট হয়ে যাইত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.