নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ থাকুক নিরাপদে, দেশের মানুষ থাকুক সুখে , এগিয়ে চল বাংলাদেশ, এগিয়ে চল বিশ্ব ।

তাহমিদ তাজ ওয়ার

আমি বাংলাদেশ এর নাগরিক

তাহমিদ তাজ ওয়ার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা পার্ট -১ - কর্মকর্তা কর্মচারীদের অবস্থা

৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

বাংলাদেশের ব্যাংকগুলো আর আগেরমতো নেই তা আমরা জানি । কোন কোন ব্যাংক দেওলিয়া হয়ে গেছে , কেউ বা দেওলিয়া হবার পথে । নামে বেনামে ব্যাংকিং খাতে যে হরিলুট চলছে তা বলার অপেক্ষা রাখে না । আর তার ভুক্তভোগী হচ্ছে সাধারন মানুষজন এবং ব্যাংকের সফল এবং সরল কর্মকর্তা কর্মচারীরা । বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে প্রধান ভুমিকা রাখে দেশের আর্থিক প্রতিষ্ঠান । বিশেষ করে ব্যাংক । কিন্তু সেই ব্যাংক যদি আক্রান্ত হয় দেশি বিদেশি মাফিয়া দ্বারা , তবে দেশ চলবে কি করে ? এত গভীরে আজ যাবো না । ব্যাংক গুলো সফল্ভাবে পরিচালনা করেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা । হ্যা এটা সত্য ব্যাঙ্কিং সেক্টরে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী রয়েছে । তার পাশাপাশি আছে সৎ , কর্মঠ কিছু কর্মকর্তা কর্মচারী । যাদের কারনে ব্যাংকগুলো আজ ও টিকে আছে এতো ঝড়ঝাপ্টা সামলে । কিন্তু তাদের কে ই ব্যাংকগুলো করছে না কোনো কদর । অনেক ব্যাংক আছে যারা তাদের এই সৎ কর্মকর্তা কর্মচারীদের চাকরীচ্যুত করেছে বিনাদোষে । শুধুমাত্র বেতন বাড়াতে হবে , প্রমোশন দিতে হবে এই কারনে । আবার অনেক এর চাকরি থাকলে ও তাদের প্রমোশন আটকে রেখেছে বছরের পর বছর । অথচ মানুষগুলো এখন ও আগের মতো ব্যাঙ্কের জন্য খেটে যাচ্ছে রাতদিন । অথচ এই ব্যাংকগুলো ই তোষামোদি করবার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর এ টাকা দান করে তা ও মোটা অঙ্কের । ব্যাংকিং সেক্টর যদি এখন ই ঠিক না হয় অদূর ভবিষ্যতে বাংলাদেশ ভয়াবহ আর্থিক সঙ্কটে পড়বে না এর কোন গ্যারান্টি নেই ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশের ব্যাঙ্কিং সেক্টর ও শেয়ার মার্কেট হলো লুটপাটের অনুমোদিত খাত। এসব যায়গায় যারা টাকা রাখে/বিনিয়োগ করে, তারা বেকুব কিসিমের মানুষ। নিজের টাকা অন্যকে খাইয়ে তারা মফিজের মতো তৃপ্তি পায়।

০১ লা মে, ২০১৯ রাত ৮:৩৭

তাহমিদ তাজ ওয়ার বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

২| ০১ লা মে, ২০১৯ রাত ১:০২

মাহমুদুর রহমান বলেছেন: আমি আশংকা করছি এদেশ কবে পকেট শূন্য হয়ে যায়।

০১ লা মে, ২০১৯ রাত ৮:৩৭

তাহমিদ তাজ ওয়ার বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৩| ০১ লা মে, ২০১৯ রাত ৮:৩৬

তাহমিদ তাজ ওয়ার বলেছেন: সঠিক নিয়ন্ত্রক না এলে সব কিছুতে ই সঙ্কট দেখা দেবার আশঙ্কা রয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.