নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ লেখা বিষয়টায় আমি নিয়মিত নই । ব্লগারদের নিয়ে ঝামেলা হয় । আমি ঝামেলা থেকে দূরে থাকা মানুষ । তাই বলে সঠিক কথা বলতে পিছপা হই না অবশ্য হতে চাইও না ।

তাহমিদুর রহমান

কিঞ্চিত কাব্য রচনা করি

তাহমিদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ত্রিমা

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৫

একদৃষ্টিতে ত্রিমার দিকে তাকিয়ে আছে মিসান । ত্রিমার চোখের পলক পড়ছে কিন্তু মিসান নিষ্পলক তাকিয়ে । নিরবতা ভেঙ্গে মিসান বলে উঠল, “ তুমি এখনো আগের মতই আছো কিছুই বদলায়নি । ঠোঁটের কোণে সবসময়কার হাসিটা এখনো আছে ।”
ত্রিমার হাসিটা আরো একটু প্রশস্ত হল ,“তুমিও এখনো আমার দিকে সেই আগের মতই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকো ।”
মিসানের ঠোটে কিঞ্চিত শ্লেষাত্মক হাসি, “ হ্যা তোমার চোখগুলোও আগের মতই বিড়ালাক্ষি হয়ে আছে!”
বিড়ালাক্ষি বিষয়টা ভালো হলেও ত্রিমা কেন যেন এই উপমাটা পচ্ছন্দ করত না । ত্রিমার উঠে এসে এতক্ষণে মিসানের ওপর ঝাপিয়ে পড়ে টুকটাক মারধর করার কথা কিন্তু ত্রিমা উঠে আসল না । “তুমি যে কি বল ...” বলে হাসতে থাকল । ত্রিমার চুলে হাত বুলাতে মিসানের ভাল লাগে । মিসান এক হাত এগিয়ে ত্রিমার চুলে হাত বুলাতে চেষ্টা করল কিন্তু ত্রিমার চুলের ভেতর দিয়ে হাত চলে গেলেও চুল নড়ল না ।
হলোগ্রাফিক আলো মিসানের হাতে । মিসানের ঠোঁটে বিষাদময় নিঃসহায় মেনে নেয়ার হাসি । মহাকাশযানের পরিচিত কেবিনটাতে মিসান আবার ফিরে আসল ।
স্টিমুলেটরটা বন্ধ করে দিল মিসান । কৃত্রিম বুদ্ধিমত্তার কম্পিউটারের মেমোরীতে সংরক্ষিত ত্রিমার তথ্য আর হরোগ্রাফিক আলোর মিশেলে ত্রিমার অবাস্তব অস্তিত্বের সাথে আর সময় কাটানোর স্পিৃহা পেল না মিসান । উঠে এসে স্ফটিকের জানালার পাশে এস দাঁড়াল। স্ফটিক কাচের মধ্য দিয়ে আঁধার আকাশের এক কোণে এখনো সূর্যের আলো চোখে পড়ে । ওই নক্ষত্রেরই পৃথিবী গ্রহে দু’শ বছর পূর্বে এক সময় ত্রিমা ছিল । মিসানও জানে তবু জানা সত্যটা অস্বীকার করে গত একমাস ধরে প্রতিদিনই একবার করে স্টিমুলেটরটা চালু করে ত্রিমার সাথে কথা বলে । শীতল ঘর থেকে বের হবার একমাস ধরে এটাই মিসানের রুটিন । মিসান ভাবে...দু’শ বছর পূর্বে “ছলনা” একটা শব্দ ছিল । নারীদের সাথে ছলনাময়ী শব্দটা ব্যবহার করা হত । ত্রিমাও নাহয় মিসানের সাথে ছলনাই করল এই রোবটবেষ্টিত মহাকাশযানের একাকীত্বে!

-“ত্রিমা”
-তাহমিদ উল্লাস
-০৫.০৪.১৫ইং

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৫

বটের ফল বলেছেন: এত ছোট করাটা ঠিক হয়নি ভাই। সায়েন্স ফিকশন এত ছোট ভালো লাগেনা ।

২| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১:২৮

তাহমিদুর রহমান বলেছেন: আলসেমি লাগছিল ভাই..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.