![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিঞ্চিত কাব্য রচনা করি
VAT= Value Added Tax বাংলায় মূল্য সংযোজন কর । বিদ্যার্জন বিষয়টায় সম্প্রতি আমাদের সরকার মূসক বসিয়ে দিয়েছে । কিন্তু আমাদের বিচক্ষণ সরকারের এমন দূরদর্শী চিন্তাটা আমাদের দেশের ছাত্র সমাজ ঠিক মেনে নিতে পারছে না । যাই হোক কিছূ কারণ দেখে নিই প্রথমেই এই মূসক বসানোর পেছনে...
১. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উড়নচণ্ডী ছেলেগুলো যাতে টাকার জন্যে হলেও পড়ে।
২. প্রিয়তমার পেছনে টই টই করে ঘুরে পকেট যেন না খালি করে ।
৩. বিদ্যা অমূল্য ধন ... এটা যে কোন রাবিশ দিয়েছিল সেটা মাল মশাই না জানলেও তা ভুল প্রমাণের জন্যেই মূল্য বাড়িয়ে দেয়া ।
৪. শ্রদ্ধেয় জাতির পিতার কোন দু:স্বপ্নও অপূর্ণ না রাখার পণ করেছিল বোধহয় মাল মশাই ! অথবা দুঃস্বপ্নকে স্বপ্ন মনে করার “মিসআন্ডারস্টান্ডিং”!
৫. ৪০০০কোটি টাকার ভর্তুকি চামে-চিকনে এদিক দিয়ে নিয়ে ফেলার একটা প্রবণতাও থাকতে পারে!
এবং ব্লা ব্লা ব্লা...
যাই হোক উনি হাজার টাকার কারবার করেন । বহুদিন হয় উনি অর্থ মন্ত্রণালয়ে । যতদূর মনে পড়ে সরকারি দলের যে গুটি কয়েক মন্ত্রী একই মন্ত্রণালয়ে আছে তাদের মধ্যে ইনি অন্যতম । সুতরাং প্রায় ৭ বছর ধরে যার হাজার টাকার কারবার সে তো ৭.৫শতাংশ কে কোন টাকাই মনে করবে না স্বাভাবিক ।
ডিজিটাল বাংলাদেশ... গড়ার স্বপ্নে বিভোর হয়ে সরকার বোধহয় নিকট ভবিষ্যতে রোবট দিয়ে অফিস আদালত চালনা করবে! সাড়ে-সাত শতাংশ মূসকের জন্যে পড়া বন্ধ হয়ে যাবে না হয়ত কেবল পড়াশুনার মান কমবে । মূল্যবোধের অবক্ষয় ঘটবে । আর টাকার জন্যে না পড়তে পারলে সেসব শিক্ষার্থীদের ঘৃণা-হতাশাগুলো কবে যে প্রচণ্ড ক্ষোভ আর আক্রোষে পরিণত হবে তা তারা টেরই পাবে না!
সব দীর্ঘমেয়াদী সরকারেরই কোন একটা গুরুতর ভুল সিদ্ধান্ত বা নব্য আইনের কারণে তাদের আধিপত্য শেষ হয়... বলা যায় না এ সরকারের জন্যে এটাও এমন কোন সিদ্ধান্ত!
এ সরকার স্বাধীনতার পক্ষের শক্তি বলে নিজেদের দাবি করলেও স্বাধীনতার সময় কি বঙ্গবন্ধু এ স্বপ্নই দেখেছিলেন যে মিক্ষা একটি বিলাসী বস্তুতে পরিণত হবে?
বেশিক্ষণ লিখতে আলসেমি লাগে শর্টকাটে যা বলার ইচ্ছে ছিল বলে দিলাম ।
যাই হোক অবশেষে ... জনৈক মাল মশাইয়ের ভাবমূর্তি কিঞ্চিত ক্ষুণ্ন করার অপরাধে শহীদ পরিবারে সন্তান “প্রবীণ সাংবাদিক প্রবীর সিকদার” এর মত আমাকেও কি হাতকড়া পড়ানো হবে?
দূর চাই আমিও না যা তা.. শহীদ পরিবারের হয়েও উনি রেহিই পেল না আর আমি তো কোন ছাড়!
“ মূসক নিবি বিদ্যে দিবি,
বিদ্যে কি তোর টাকশাল?
আমার বাবা টাকার ঢাবা!
এমনি ভাবলে তুই টাল !” [তাহমিদ উল্লাস,১৯,০৮।১৫ইং]
©somewhere in net ltd.