![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী তাহমিনা ভালোবাসেন পড়তে, পড়াতে, ঘুরতে, খেতে ও আড্ডা দিতে। জন্ম সিলেটে, বেড়ে ওঠা বাবার বদলির চাকরির সুবাদে বিভিন্ন জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি সাহিত্যের এককালের ছাত্রী; এখন পড়াচ্ছেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।
এইসব তুমুল বৃষ্টি দিনে
যখন তুমি, আমি ঘুমঘুম চোখে
নকশীকাঁথার ওম আর আদরে
ডুবে ডুবে স্বপ্ন বুনছি, সাথে আছেন
লতাজী কিন্নরী কন্ঠ নিয়ে, আর
মাথার উপর নিশ্চিত ছাদ
সকাল বেলার গরম চা আর
ফ্রেঞ্চ টোস্টের পর ভুনা খিচুরি আর
তিন ব্যঞ্জনের বাহারি আয়োজন...
বৃষ্টি তুমি ঝরে যাও ,
ঝরে যাও অক্লান্ত
ভুলিয়ে দাও প্রিয় সব হারিয়ে যাওয়া দিন
হারিয়ে যাওয়া মুখ আর মুখের স্মৃতি...
হারিয়ে যাক , যাক ডুবে
আমার শৈশব , আমার কৈশোর
অনন্ত কৈশোর, কৈশোরের সাথি
যে আজ ছবি হয়ে গেছে...
শৈশবে যে মানুষটাকে
মনে হত বয়সী বটের বিশাল ছায়া
সেই বাবা যে আজ ধূসর স্মৃতি...
অসংখ্য পাওয়ার ভিড়ে
তবু প্রিয় সব না পাওয়া
প্রিয় সব হারিয়ে যাওয়া
যে পারো ভুলিয়ে দাও!
- -কাজী তাহমিনা
২| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৮
একজন আরমান বলেছেন:
মাঝখানটা বেশ ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ++++++
ভালো থাকবেন সবসময়