![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী তাহমিনা ভালোবাসেন পড়তে, পড়াতে, ঘুরতে, খেতে ও আড্ডা দিতে। জন্ম সিলেটে, বেড়ে ওঠা বাবার বদলির চাকরির সুবাদে বিভিন্ন জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি সাহিত্যের এককালের ছাত্রী; এখন পড়াচ্ছেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।
আমাদের সকলেই
কখনো বা কোনকালে, বোধ করি
‘কেউ’ অথবা ‘কেউকেটা’ হতে চেয়েছিলাম!
আর এখন
অর্ধেকটা জীবন
পার হয়ে
স্বপ্নেরা খানিকটা ডানা ছেঁটে
নেমে এসেছে মর্ত্য্ লোকে।
আর তাই
আরো অসংখ্য
‘না- মানুষের’ মত
আমার হিসাব এখন
প্রাত্যহিকতার;
'হ্যা-মানুষ' হওয়ার
প্রাত্যহিক ব্যর্থতায়
হিসাব মেলেনা
নিরন্তর...
-কাজী তাহমিনা
২| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:০২
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর লিখলেন তাহমিনা। ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৪ রাত ১:১২
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ভাল্লাগসে