![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী তাহমিনা ভালোবাসেন পড়তে, পড়াতে, ঘুরতে, খেতে ও আড্ডা দিতে। জন্ম সিলেটে, বেড়ে ওঠা বাবার বদলির চাকরির সুবাদে বিভিন্ন জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি সাহিত্যের এককালের ছাত্রী; এখন পড়াচ্ছেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।
আমার উচ্চকিত হাসির শব্দে
সচকিত, কেউ কোনদিন বলেনি,
‘বাহ! বেশ তো !
রিনরিনে ঝর্ণার মত,
তোমার হঠাৎ হেসে ফেলা।”
বরং জনাকয়েক বলেছিল,
“ এই কিম্ভূত পিলে চমকানো
হাসির শব্দে সম্ভব দু’একটি দুর্ঘটনা !”
কাউকে হয়নি বলা
হয়তোবা হবেওনা,
চোখ ধাঁধানো প্লাস্টিক হাসির এই দৌরাত্ব্যে,
মেপে মেপে হাসি, মাপা মাপা কথা,
পোষা পাখির মত শেখানো সহবত
দু-প্রস্থ পোষাকে পরিপাটি পোষাকি হাসি
পোষাবে না আমার মোটেই...
আমি বরং
উচ্চকিত হাসির শব্দে
হবো উত্তাল, দিন শেষে
ভালবেসে ; অথবা ঘৃণায়
উদ্দাম ঝগড়া শেষে,
তুমুল আশ্লেষে, অভিমানে
আকুল কেঁদে কেটে,
উত্তাল কাটাবো জীবন...
একদিন বাঁচি , দুইদিন বাঁচি
সফল বাঁচি , অসফল বাঁচি,
ভরপুর বেঁচে থাকা
তুমুল বেঁচে থাকাই
আমার একমাত্র সুখ!!!
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।