![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী তাহমিনা ভালোবাসেন পড়তে, পড়াতে, ঘুরতে, খেতে ও আড্ডা দিতে। জন্ম সিলেটে, বেড়ে ওঠা বাবার বদলির চাকরির সুবাদে বিভিন্ন জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি সাহিত্যের এককালের ছাত্রী; এখন পড়াচ্ছেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।
মধ্যদুপুর খুন হয়ে যায়
খুন হয়ে যায় একশো নদী
খুন হয়ে যায় একশো পাহাড়
হঠাৎ পাওয়া এক বুনোফুল
খুন হয়ে যায় পাখির পালক
মায়ের আঁচল, শিশুর আদর
খুন হয়ে যায় তুমুল সবুজ
কোমল হরিণ, মিষ্টি সকাল
জাহাজ ভাসে চোখের জলে
নাই মানুষের দেশের খোঁজে
প্রাসাদ ভেঙ্গে গরীব মরে
গরীব পোড়ে, গরীব ডোবে
রাত্রি দুপুর এক হয়ে যায়
অস্থিরতায় অস্থিরতায়
খুন হয়ে যায় নির্জনতা
অস্থিরতায় অস্থিরতায়...
-কাজী তাহমিনা
২| ১৮ ই মে, ২০১৫ দুপুর ২:৪৩
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই দেশে থেকেই সেই দেশ খুজে বেড়ান!
খুন হয়ে যায় গণতন্ত্র
খুন হয়ে যায় ভোটাধিকার
গুম হয়ে যায় ভিন্নমতে
কন্ঠ চেপে ধরে সবার!
খুন হয়ে যায় সত্য ভাষন
খুন হয়ে যায় বিবেক
বর্ষবরণ ধর্ষ কামে হয় মলিন
সোনার ছেলে- বলেই থাকে মুক্ত স্বাধীন!!!!