নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী তাহমিনা

ব্রতচারী মেয়ে

কাজী তাহমিনা ভালোবাসেন পড়তে, পড়াতে, ঘুরতে, খেতে ও আড্ডা দিতে। জন্ম সিলেটে, বেড়ে ওঠা বাবার বদলির চাকরির সুবাদে বিভিন্ন জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি সাহিত্যের এককালের ছাত্রী; এখন পড়াচ্ছেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।

ব্রতচারী মেয়ে › বিস্তারিত পোস্টঃ

দেশান্তর

০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

যেইখানে দিয়েছি মেলে জীবনের সতেজ শরীর

প্রিয় ছিল একদিন যে দেশের সকালের রোদ,

ডাল মাখা ভা্‌ত, সর ভাসা চা,মুচমুচে চানাচুর,

রিকশার গান, নিউমার্কেটে উজ্জ্বল কিশোরীর দল...



প্রিয় ছিল একদিন যে দেশের নগরের কাক,

উড়াল চড়ুই,জোড়া শালিক, রাস্তার কলরব

প্রিয় ক্যাম্পাসে কৃষ্ণচূড়ার সারি, নির্জন ঘাস,

সোনালু, জারুল আর লাল পাড় শাড়ি

এমনকি আকাশ আটকে রাখা সারি সারি বাড়ি,

এমনকি শহরের দমবন্ধ দুপুরের তপ্ত নিশ্বাস,

বৈকালিক যানজট পেরিয়ে সংগ্রামী ঘরে ফেরা,

ব্যক্তিগত বারান্দায় সন্ধ্যার কামিনীর মৃদু সুঘ্রাণ...



সেই সব প্রিয়জন ছেড়ে, স্বজনের ব্যথিত মুখ,

জন্মানো, না জন্মানো সব শিশুদের শব বুকে নিয়ে,

স্বপ্ন- দুঃখিত শহরে বিশ্বাসঘাতকের ছুরি বুকে নিয়ে,

ব্যক্তিগত ও সামষ্টিক ব্যর্থতা্র গ্লানি বুকে নিয়ে,

পুত্র এবং পিতৃহত্যার বিচার না চেয়ে আমি চলে যাবো ,

এই ঘুনে-কাটা রাজনীতি, এই ধর্ষিত জনপদ ছেড়ে,

উন্মুল বৃক্ষের মত, অভিমান বুকে নিয়ে,

বিষণ্ণ বাংলাদেশ বুকে নিয়ে আমি দেশান্তর হব



-কাজী তাহমিনা

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

রক্তিম দিগন্ত বলেছেন: ভালো ছিলো। ভাল লাগলো।

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

আহমেদ জী এস বলেছেন: ব্রতচারী মেয়ে ,



সুন্দর চিত্রকল্প ।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১১

কিরমানী লিটন বলেছেন: চমৎকার স্বদেশপ্রেমের কাব্য, শুভকামনা কবিকে ...

৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

হাসান মাহবুব বলেছেন: এত সব ছেড়ে চলে যেতে হয় কেন যে! লেখাটা খুব ভালো লাগলো।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮

বিজন রয় বলেছেন: এটি ভাল লেখা।

আরো নতুন পোস্ট দিন।

৬| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪১

অনিচ্ছুক নাম প্রকাশে বলেছেন: ভাল হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.