নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী তাহমিনা

ব্রতচারী মেয়ে

কাজী তাহমিনা ভালোবাসেন পড়তে, পড়াতে, ঘুরতে, খেতে ও আড্ডা দিতে। জন্ম সিলেটে, বেড়ে ওঠা বাবার বদলির চাকরির সুবাদে বিভিন্ন জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি সাহিত্যের এককালের ছাত্রী; এখন পড়াচ্ছেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।

ব্রতচারী মেয়ে › বিস্তারিত পোস্টঃ

ঘুমপাগলের দেশে

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

ক'দিনের মেজাজ গরম দিন আর 'ঘুম নাই' রাত পার করে কাল রাতে বহুকাল পরে একটা ট্রিপটিন টুয়েন্টি ফাইভ মিলিগ্রাম খেয়ে নিলাম টুপ করে। প্রায় ম্যাজিকের মত ধেয়ে এলো ভোজবাজী ঘুম। মশার কামড় আর পিনপিনে গান, পাশের ঘর থেকে আসা টিভির শব্দ, ফ্যানের ঘরঘর, মেয়ের চিৎকার কিছুই মনে নেই-এমন বেঘোর ঘুমে ছিলাম গোসসাঘরে।

আমাদের বাড়িতে উত্তরমুখী বড় জানালা দেয়া, হু হু মিছরির মত হাওয়া বয়ে যাওয়া একটি গোসসাঘর আছে। রাগ হলে যে ঘরে ঘুমাই, তার নাম 'গোসসাঘর'।

তো এক ঘুমে রাত কাবার করে, রাগ যখন একটু একটু পড়ে এসেছে, তখন ঘুম ঘুম চোখে দেখি মাখনগলা আদর নিয়ে মেয়ে হাজির মায়ের কাছে।
তাকে খাইয়ে দাইয়ে শান্ত করে টিভির কাছে দিয়ে, ফিরে আসলাম আবার হাওয়াঘরে। আধো ঘুম আধো জাগরণে যেন স্বপ্নের মধ্যে সারাদিন রাঁধলাম, বাড়লাম, খেলাম, মেঝেতে চিৎপাত বই পড়লাম, বই পড়তে পড়তে ঘুমিয়ে কোথায় যেন চলেও গেলাম। ঘুম ভেঙে স্নান শেষে মেয়েকে বানিয়ে বানিয়ে বানরের গল্প বলতে বলতে ঘুম পাড়িয়ে আবার তলিয়ে গেলাম ঘুমপাগলের দেশে।

রাগ, ক্রোধ, ঈর্ষা, অভিমান,অতীতমুখিতা- এগুলোকেও যদি পাঠিয়ে দিতে পারতাম আচ্ছন্ন ঘুমের বাড়ি, চিরঘুমে!

আহ! কি এক দিন গেল টলোমলো ঘুমপাগলের দেশে!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: আহা ঘুম, জয়তু ঘুম । :)

২| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৮

হাসান মাহবুব বলেছেন: আমি কাল সারারাত ঘুমাই নাই। আমি আজ ঘুমাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.