![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Les Misérables মুভিটি ফ্রেঞ্চ ভিক্টর হুগোর নভেল Les Misérables থেকে তৈরি করা । মুভিটির পটভূমি উনবিংশ শতাব্দীর শুরুতে । Les Misérables এর ইংলিশ অর্থ The Miserables/ The Poor Ones/ The victims.
মূল বইটি মূলত ৫টি ভলিউমে বিভক্ত ।
volume 1 - Fantine
এই চরিত্রে মুভিতে অভিনয় করছেন ডার্ক নাইট রাইজেস এর ক্যাট ওমেন " Anne Hathaway".
volume 2 - Cosette
মূল কাহিনি যাকে নিয়ে কেন্দ্র করে গড়ে উঠেসে । পরিনত বয়সে এই চরিত্রে অভিনয় করেছেন Amanda Seyfried
volume 3 - Marius
cosette এর হিরো। মুভিতে এই চরিত্রে অভিনয় করেছেন Eddie Redmayne
Volume 4 – The Idyll in the Rue Plumet and the Epic in the Rue St. Denis
এই পার্টে ফরাসি বিপ্লবের ঘটনা দেখানো হয়েছে।
Volume 5 – Jean Valjean
মুভির কেন্দ্রীয় চরিত্র । মুভিতে এই চরিত্রে অভিনয় করেছেন উল্ভারিন খ্যাত "Hugh Jackman"
মুভিতে আরও দুইটা চরিত্রের কথা না বললেই নয়।
পুলিশ অফিসার Javert চরিত্রে Russell Crowe
এবং পিচ্চি Gavroche চরিত্রটি ।
কাহিনিঃ
মুভিটি মূলত একটি Musical Drama. পুরো মুভিই মিউজিকে ভরা আর কথা সব গানের সুরে সুরে । প্রথমে ভেবেসিলাম দেখে তেমন মজা পাব না। কিন্তু মুভির শুরু দৃশ্য, গান আর মিউজিকই মাথা নষ্ট করে দিল !! দাসদের জীবন যাত্রা মুভির শুরুতেই দারুন ভাবে ফুটে উঠে । মুভি দেখার আগে গান শুনে নিজেকে রেডি রাখতে পারেন। :p Click This Link
মুভির শুরুতে দেখা যায় Jean Valjean(জ্যাকম্যান) বোনের সন্তানের জন্য রুটি চুরির অপরাধে ১৯ বছর ধরে জেল খাটসে । পুলিশ অফিসার Javert তাকে প্যারল এর আদেশ দিলে সে সেখান থেকে পালিয়ে যায় । উপস্থিত হয় এক গির্জা তে । সেখানে পাদ্রির আচরনে তার আমুল পরিবর্তন ঘটে । পরের ৯ বছর পরের কাহিনিতে তাকে দেখা যায় শহরের মেয়র হিসেবে যেখানে তিনি অনেক দরিদ্র মহিলাদের চাকরি দিয়েছেন । তাদের মধ্যে এক কর্মী
Fantine যার ছোট মেয়ে দূরে অন্য জায়গা থাকে এবং তাকে ১০ ফ্রাঞ্চ পাঠাতে হবে । অন্য কর্মীরা এখবর জেনে গেলে তাকে ছাটাই করা হয় । ঘটনা ক্রমে সে প্রস্টিটিউট হয়ে যায় এবং তাকে এক পর্যায়ে মুমূর্ষু অবস্থায় Valjean উদ্ধার করে । ইতোমধ্যে Javert Valjean এর কাছে খবর নিয়ে আসে যে অনেক বছর আগে পালিয়ে যাওয়া Valjean কে আটক করা হয়েছে। ( অবশ্যই Valjean কে এত বছর পর দেখে Javert চিনতে পারেনা) । Valjean তখন আত্মদন্দে পরে যায় যে নিজে ধরা দিবে নাকি নিরপরাধ লোককে সাজা পেতে দেখবে !! অবশেষে সে নিজেকে ধরা দেয় । পুলিশ আসার আগেই সে হাস্পাতালে মুমূর্ষু Fantine কে দেখতে যায় । সেখানে Fantine তাকে ওয়াদা করায় Valjean তার মেয়ে cosette কে দেখে রাখবে । Valjean অতঃপর Javert এর কাছে থেকে পালিয়ে cosette কে উদ্ধার করে পলিয়ে জীবন শুরু করে । ৮ বছর পর গরিবদের নিয়ে ফরাসি বিপ্লব শুরু হয় । বিপ্লবের এক নেতা Marius এবং cosette দুইজন ই দুইজনের প্রথম দেখা তেই প্রেমে পরে !! বিপ্লবের এক মাত্র পরিনতি মৃত্যু !! Marius এবং cosette কি সবকিছু পিছনে ফেলে নতুন জীবন শুরু করতে পারবে? এই দিকে javert ও valjean কে সেই থেকেই খুজে যাচ্ছে । বাপের আসল পরিচয় ও casette কিছু জানে না । valjean আর javert এর ই বা কি পরিনতি হল?
এইসব আর বলে দিলাম না। তাহলে সব মজাই নষ্ট হয়ে যাবে দেখার !!
মুভির খুবই অল্প সময়ের একটি চরিত্র Gavroche । কিন্তু এই চরিত্র ই আপনার চোখে জল আনতে বাধ্য !!
সাফল্য ঃ
মুভিটি ৩টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেসে । Best Musical Drama হিসেবে ছাড়াও নিজ নিজ বিভাগে জিতেসেন Hugh Jackman এবং Anne Hathaway । অস্কারেও ৮ টিবিভাগে নমিনেশন পেয়েছে।
Imdb Rating- 8.1
বিঃদ্রঃ মুভিটি বের হয়েছে ২৫ ডিসেম্বর । এখনো ব্লুরে আসার কোন সম্ভবনাই নেই । অ্যাওয়ার্ড এর জন্য একটা কপি পাওয়া যাচ্ছে । আপনারা নেট এ খুজলে পাবেন আশাকরি । আমি অন্য একজন বন্ধুর কাছে থেকে এনেছি বলে সঠিক লিঙ্কটি দিতে পারলাম না বলে দুঃখিত।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
দ্যা ডার্ক নাইট বলেছেন: অনেক ধন্নবাদ । যেই প্রিন্ট বের হইসে ওইটাও খুব একটা খারাপ না । ব্লুরে না হইলেও ডিভিডি রিপের চেয়ে ভালো।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: রিভিউ ভালো লাগলো তবে ব্লুরে ছাড়া দেখবো না।+
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
দ্যা ডার্ক নাইট বলেছেন: পিলাচ এর জন্নি ধইন্না । এই প্রিন্ট ও যে খারাপ তা কিন্তু না। 300movies.com এ আছে। ডিভিডি রিপের চেয়ে ভালো প্রিন্ট।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
ওবায়েদুল আকবর বলেছেন: আমার সবচেয়ে প্রিয় বইগুলার একটা এই লা মিজারেবল। জা ভালজার মৃত্যুদৃশ্য পড়ে এতটা খারাপ লাগছিল যে কি বলব। ভিক্টর হুগো বস। আমি শিউর বইয়ের ধারে কাছেও যাওয়া সম্ভব হবেনা এই সিনেমার। এমনিতেই হ্যারি পটার, ডা ভিন্চি কোড, দি লস্ট ওয়ার্ল্ড, মিস্টিরিয়াস আইল্যান্ড মত সিনেমা দেখে কস্ট পেয়েছি মূল বইকে ফুটিয়ে তুলতে ব্যার্থ হওয়ার জন্য। লা মিজারেবল দেখব কিনা দ্বিধায় আছি। বই পড়ার কারণে যদি দেখি সিনেমা সেটা ফুটিয়ে তুলতে পারতেছেনা তাহলে খুব কস্ট লাগে।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
দ্যা ডার্ক নাইট বলেছেন: আমি বইটি পরি নাই । তবে ভিঞ্চি কোড, অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স এইসব মুভি মূল বইএর ধারে কাছেও না । গডফাদার অবশ্য হুবহু বই দিয়ে ই করা হইসে । লা মিজারেবল মিউজিক ড্রামা বলে দেখতে পারেন । অন্য রকম টেস্ট
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
লিন্কিন পার্ক বলেছেন:
ভাই প্রিন্ট এখনও আসে নাই
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
দ্যা ডার্ক নাইট বলেছেন: যেইটা আইসে ওইটাও খারাপ না । ডিভিডি রিপের চেয়ে ভালো ।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
ইমরাজ কবির মুন বলেছেন:
রিভিউ ভালো হৈসে। আমিও নীলরশ্মির জন্য অপেক্ষা করবো ||
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
দ্যা ডার্ক নাইট বলেছেন: থাঙ্কু !!! আমিও নীল রশ্মি পাইলে আর একবার দেখুম।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
চুক্কা বাঙ্গী বলেছেন: ভালো প্রিন্টের অপেক্ষা করতেসি। অনেক ধন্যবাদ। চমৎকার রিভিউ।