নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

সিঙ্গাপুরে বাংলাদেশিদের জন্য এক সম্মুখ বিপদ

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

গতকাল ৮ই ডিসেম্বর রবিবার সিঙ্গাপুরের ইতিহাসে ঘটে গেল এক কলংক জনক ঘটনা, ফেয়ার পার্ক এবং লিটল ইন্ডিয়া এমআটির পাশে পুরানো হল ২টি পুলিশের গাড়ি একটি এম্বুলেন্স এবং একটি পাবলিক বাস।



রবিবার সাধারনত বাংলাদেশি এবং ইন্ডিয়ান শ্রমিকরা সবাই এই এলাকাতে পরিচিতদের সাথে আড্ডা দেই, এই এলাকায় সাধারনত বাংলাদেশি এবং ইন্ডিয়ান মালিকদের দখলে সকল ব্যাবসা।

এক কথায় বলতে গেলে ফেয়ার পার্ক এলাকাকে ছোট্ট একটা বাংলাদেশ এবং লিটল ইন্ডিয়ার পাশের এলাকাকে ছোট্ট ইন্ডিয়া বলা যায়।

রাত আনুমানিক ৯টা কোন একজন যাত্রী বাসের হেল্পারের সাথে তর্কের একপর্যায়ে হেল্পার যাত্রীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেই, অথবা চলতি বাসের সাথে কোন একজন পথ যাত্রী ধাক্কা লাগে। জামেলার শুরু এখান থেকেই।

কিছু ইন্ডিয়ান এসে বিয়ার এর বোতল ডেলে আগুন লাগিয়ে দেই বাসে, পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের গাড়িতেও আগুন লাগানো হয় এমন কি এম্বুলেন্স পর্যন্ত রক্ষা পাইনি এই ঘটনা থেকে।

আমরা বাঙ্গালিরা হুজুগে পাগল, ইন্ডিয়ারা জামেলা করছে উরাও মহা আনন্দে এই জামেলাই জড়িয়ে পরে শেষপর্যন্ত পুলিশের ব্লাক লিষ্টে নাম উঠে বাংদেশিদের পর্যন্ত।

ঘটনা এতই মারাত্বক আকার ধারন করে যে পুলিশ পর্যন্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, ৩০০ দাঙ্গা পুলিশ পর্যন্ত এই রয়াট নিয়ন্ত্রন করতে অনেক কষ্ট হয়।

দেশের সর্বোচ্চ ব্যাক্তি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত এই ঘটনা নিয়ে উদ্ধিগ্ন, প্রতি মূহুর্তে প্রেসের সাথে কথা বলছেন।



যারা দেশের বাহিরে থাকেন অনুরোধ করব এই দরনের কাজে নিজেকে জড়াবেন না, এতে আপনার এবং দেশের দুয়েরই ক্ষতি হয়। মনে রাখবেন আমদের দেশে প্রায় প্রতিদিন জ্বালাও পোড়াও হচ্ছে, কারো যদি এই কাজ ভাল লাগে বিদেশ ছেড়ে বাংলাদেশ গিয়ে যে কোন দলের সাথে যোগ দিন আপনি সফল হবেন।

শুধু শুধু এই ধরনের ঝামেলা করে অন্যের ক্ষতি করবেন না।



এই মূহুর্তে সরকার যদি আন্তরিকতার সাথে সিঙ্গাপুরের সরকারের সাথে এই বিষয় নিয়ে কথা বলে ঝামেলা শেষ না করে তাখলে নিশ্চিত করেই বলতে পারি খুব শিগ্রী সিঙ্গাপুর বাংলাদেশথেকে লোক নেয়া বন্ধ করে দেবে, এবং যারা বর্তমানে আছে তাদের ভাগ্যেও কঠিন এক বিপদ অপেক্ষা করছে।



আপনাদের সুবিধার জন্য কিছু লিংক।



Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link



ইয়াহুর নিউজ গুলি দেখলে আরো অনেক বিস্তারিত পাবেন।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আমরা হলাম হারামীর জাত, যেখানে যাবো সেখানেই এগুলা করবো। ঐ এলাকায় দেখেছি, রবিবার বাংলাদেশীরা জড়ো হলে পুরো মাঠটা ময়লা কাগজ দিয়ে ভরায় ফেলে, ঐ এলাকার দোকানদাররা বাংলাদেশী-ইন্ডিয়ান একেবারে দুই চোখে দেখতে পারেনা, সবই স্বভাব দোষ আমাদের।

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ময়লা কাগজের অভ্যাস অনেকটা পরিবর্তন হয়েছে বলা যায়, একটা কাগজ ফেল্লে ১৫০ ডলার জরিমানা। যাকে বলে ঠেলার নাম বাবাজি।
আসলে কিছু মানুষ আছে যারা অন্যের দেখা দেখি সব করে, এর মধ্যে আমরা বাংলাদেশিরা ই বেশিভাগ আছি

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

পেইচিং বলেছেন: নকশী কাঁথার মাঠ-এর সাথে একমত।
আমরা বিদেশে গিয়ে আমাদের বদ স্বভাবটা দেখিয়ে মজা পাই। বিদেশিদের মনে বাংলাদেশ সম্পর্কে বাজে ধারণা দিতে হেন কাজ নেই যা করি না।

আমরা জাতির দুর্ভাগা সন্তান। একজন ভালো করার চেষ্টা করলে পঞ্চাশ জনের খারাপের সাথে পেরে উঠা যায় না।

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

দুঃখ হীন পৃথিবী বলেছেন: এইটা আমদের জন্মগত পাপ, সুতরাং এই পাপ থেকে মুক্তি পাওয়ার কোন উপাই নেই।
এই দরনের ঘটনা আমাদের জন্য যে কি সমস্যা করে বিদেশর মাটিতে না থাকলে অনুমান করা খুব কষ্ট কর।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

সুমন কর বলেছেন: আমরা বাঙ্গালী জাতি......... X( X(

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: এই জাতির অনেক নাম আছে,

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

উদাসী স্বপ্ন বলেছেন: I like ganjams

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: উদাসী স্বপ্ন ভাই শুধু আপনি না, রক্ত গত ভাবে আমরা এইটা পছন্দ করি।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

রায়হান চৌঃ বলেছেন:
ভালো তো....
নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আমরা হলাম হারামীর জাত...।
আমার কথা হলো:
না রে ভাই-
আমরা হলাম বি এন পি আর আওয়ামিলীগের জাত... তার আরো একটা প্রমাণ দিলাম।

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমরা আওয়ামী আর বিএনপির সাথে থেকে থেকে কিছু অমানুষ হয়ে যাচ্ছি।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

বাঁশ আর বাঁশ বলেছেন: আমার মামা ও তো ওখানে থাকেন।।।

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আসলে হাতেগনা ২০/২৫ অশৃংহল ছাড়া বাংলাদেশিদের কোন দোষ নেই, তবে আশার কথা হচ্ছে ইন্ডিয়ানদের রোলের ঢলা দিয়ে বাংলাদেশিদের ছেড়ে দেওয়া হয়েছে।
মনে হচ্ছে এবারের মত আমরা একটা চান্স পাচ্ছি

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

পুলক ঢালী বলেছেন: কয়লা যেখানেই যাকনা কালিমা নিয়েই যাবে ।

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আর বাঙ্গালী যেখানেই যাবে গেন্জাম নিয়েই যাবে।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

ম্যাংগো পিপল বলেছেন: মনে রাখবেন আমদের দেশে প্রায় প্রতিদিন জ্বালাও পোড়াও হচ্ছে, কারো যদি এই কাজ ভাল লাগে বিদেশ ছেড়ে বাংলাদেশ গিয়ে যে কোন দলের সাথে যোগ দিন আপনি সফল হবেন।
শুধু শুধু এই ধরনের ঝামেলা করে অন্যের ক্ষতি করবেন না।

আমরা নিজের পায়ে নিজে আর কত কুরাল মারবো ??

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমরা নিজেদের পায়ে কুরাল মেরে মেরে অনেক সুখ পাচ্ছি, এতে দেশের যে কত ক্ষতি করে ফেলেছি তা একবারও চিন্তা করছিনা।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

sumit বলেছেন: এই পর্যন্ত অফিস এর কাজে সিংগাপুর ১০ বার গেছি কিন্তু কোন বাসে হেলপার আছে সেটা ত দেখি নাই কোনদিন।

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

দুঃখ হীন পৃথিবী বলেছেন: হেল্পার থাকেনা কোন বাসে কিংবা রেলে কিন্তু রবিবারের এই বাসগুলি অন্যরকম, প্রতিটা বাসেই একজন হেল্পার থাকে টাকা উঠানোর জন্য।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

ক্যাচালবাজ বলেছেন: শরবত, এটা কি বললেন?

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ভাই শরবতের মন্ত্যবটা মুছে দিতে হল

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

sumit বলেছেন: দুখিত ভাই, আপনার সাথে একমত হতে পারলাম না, শনি বা রবি কোন বার ই হেলপার থাকে না। কারন সিংগাপুরে সব বাস বা রেলে ক্যাশ কার্ড ব্যবহার করা হয়। যদি কারও কাছে কার্ড না থাকে তাহলে রেল ষ্টেশন থেকে কার্ড কেনা যায়। আর বাস এর ক্ষেত্রে দুরত্ত্ব ভেদে ড্রাইভার এর কাছে কয়েন দিয়ে দিলে ই হয়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ভাইয়া আমি আপনার সাথে কোন প্রকার তর্ক করছিনা আমার ছয় বছরের বাস্তব দেখা থেকে বলছি। ঐ সব বাসে কোন ইজেড কার্ড রিডার থাকেনা কারন বাস গুলি সাধারনত প্রাইভেট সেক্টরে ব্যাবহার করা হয়।
আপনি যদি কোন দিন সিঙ্গাপুর আসেন আমাকে একটা কল দিয়েন আমি নিজে আপনাকে ঐ এলাকায় নিয়ে যাব এবং দেখাব।
অথবা বাংলাদেশ থেকে স্কাইপ এ কল দিলে আমি আপনাকে ভিডিও দেখতে পারব।
কোনটায় আপনি আগ্রহী আমাকে জানাবেন।

ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.