নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

টুকিটাকি কিছু চলমান লেখা, শুধুই আমার নিজের জন্য।

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৯

আমার ছোট সময় থেকেই ব্যবসার দিকে একটু দূর্বলতা ছিল,

যখন প্রাইমারী স্কুলে পড়ি তখন প্যান্ট এর পকেটে করে চকলেট বিক্রী করতাম, বাজার থেকে ১ প্যাকেট কিনে স্কুলে বিক্রী করলে ১ থেকে ২ টাকা লাভ হত।

লাভ কত হল তা আমার কাছে খুব বেশি একটা বড় ব্যাপার ছিলনা, আমি ব্যবসা করছি এটাই আমার সবচেয়ে ভাললাগার করন ছিল।

বাবার ফার্মেসী থেকে হজমলা সিভিট এই গুলি পকেটে করে নিয়ে যেতাম স্কুলের বন্ধুদের কাছে বিক্রী করতাম, লাভ করছি নাকি লস করছি তাতেও মাথা ব্যাথা ছিলনা

এই বিষয় গুলি আমার পরিবার পরিজন অপছন্দ করলেও একমাত্র ছোট কাক্কু কঠিন ভাবে সমর্থন দিত, কাক্কু সবাইকে বলত ছোট সময় থেকে ব্যবসায়ী মানষিকতা তৈরী করতে পারলে বড় হয়ে চাকরির পিছনে না দৌড়িয়ে নিজের পায়ে দাড়ানোর জন্য ব্যবসাকে বেছে নিবে।

প্রইমারী শেষ করে যখন হাইস্কুলে পা রাখি তখনই বাবার সাথে টুকটাক ব্যবসার সাথে জড়িত থাকতাম, সকালে ভিড়ে মাঝে বাবর টাকা গুলি গুছিয়ে রাখতাম। দুই একটা ঔষধ এগিয়ে দিতাম, মাঝে মাঝে পাইকারি দোকান থেকে বাবার ঔষধ এনে দিতাম।

সময়ের এক সময় বাবার সাথে প্রায় ৮০ ভাগ ব্যবসায় জড়িত হয়ে গেলাম, বড় কোন অপারেশনে বাবার সাথে থেকে টুকটাক সহযোগিতা করতাম।

এসএসসি পরিক্ষা শেষ করে বাড়ির রাস্তার মোড়ে একটা মোবাইল নিয়ে ব্যবসায় বসে পরলাম। তখনকার মোবাইলের ইনকামিং ব্যবসার কথা সবারি মনে আছে নিশ্চয়, প্রতিদিন ১০০ টাকা পকেটে আসার আগ পর্যন্ত নাস্তা করতে যেতাম না। এইভাবেই চলছিল আমার দিন।

কিছুদিন পর লালনীল বাতি দেখতে ঢাকায় চলে আসলাম, তখন ছোট কাক্কুর একটা প্রিন্ট গার্মেন্টস এর ব্যবসা ছিল যেখানে আমি আমার সর্বোচ্চ সময় দিতাম। কোথা হতে কাপড় আনে কিভাবে কি করে সকল নিয়ম কানুন আমি নিজের মত করে লিখে রাখতাম।

সকল বায়ার, গর্মেন্টস মালিক, প্রিন্ট গার্মেন্টস মালিক, প্রিন্ট গার্মেন্টস ব্যবসার রিলেটিভ সকল ব্যবসার মালিকদের নেইম কার্ড সংগ্রহ করে রেখেছিলাম। আমি এমন ভাবে নোট তৈরী করেছিলাম খুব সহজেই যে কেউ এই ব্যবসায় আসতে পারত শুধু ছোট্ট এই কয়েকটা পৃষ্টা পড়ে।

নাহ! কাগজ গুলি আর রাহতে পারিনি কোন এক অজানার টানে সবকিছু হারিয়ে গেছে। এই রকম কষ্ট আর কখনো পাইনি, এই নোট হারানোর জন্য মনে যে কষ্ট পেয়ে ছিলাম।

এই থেকেই শুরু আমার, যে কোন ব্যবসা নিয়ে নোট তৈরী করা। আজো করে যাচ্ছি হয়ত অনেক গুলি করতে হবে।

আমার নিজের ৮ থেকে ১০ ব্যবসার সাথে জড়িত থাকার চিন্তা আছে সেই অনুযায়ি আমি এগিয়ে যাচ্ছি।

আজ বসলাম একটা পরিপূর্ণ ফার্মেসী ব্যবসার জন্য নোট তৈরী করতে, বিস্তারিত একটা ব্যবসার প্লান...............................

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

লেখোয়াড় বলেছেন:
তার মানে এখনো ব্যবসায়ী হননি?
এখনো ব্যবসা শুরু করেননি?

তো আর কবে?

০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: শুরু করেছি, সফল হয়েছে। সবছেড়ে আবার দেশের বাহিরে সিঙ্গাপুরে এসেছি, সব কিছু লিখব আস্তে আস্তে।
জীবনে অনেক গুলি ব্যবসার সাথে জড়িত ছিলাম, সফলতা আর ব্যর্থতা সব কিছু লিখা আছে ডাইরিতে আজ হটাৎ মনে হল তাই ফার্মেসী নিয়ে শুরু করলাম।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২| ০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

লেখোয়াড় বলেছেন:
আমিও ব্যবসায়ী হতে চাই, কিন্ত আমার কোন পূঁজি নাই।
আমাকে হেলপ করেন।

ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৮

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ভাইরে আমার যদি পর্যাপ্ত পূঁজি থাকত তাখলে কি আর আমি কামলা দিবার সিঙ্গাপুর আসি, তবে ছোট থেকে শুরু করেন আশা করি একদিন লক্ষ্যে পৌছে যাবেন।
আপনার জন্য শুভ কামনা রইল

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৮

রাবার বলেছেন: বাহ +++্

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.