নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

আসেন নিউজিল্যান্ড ঘুরতে যায়

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৮




আমি কাজের ফাকে একটু সময় পেলেই ছুটে চলি এইদেশ সেইদেশে, অন্য দেশে যেতে যেহেতু ভিসার জটিলতা থাকে তাই আগে থেকেই ভিসা ম্যানেজ করে রাখতে হয়। নিজে ভিসা করতে না পারলে এজেন্টকে দিতে হয় অনেগুলি টাকা, যদিও সব দেশের ভিসাই নিজে নিজে করা যায়। শুধু একটু সময় আর ধৈর্য্য লাগে, আপনি যে কাজটা করতেন এজেন্টও কিন্তু সেই কাজটাই করে। যারা ঘুরতে গিয়ে আর ফিরে আসতে চাচ্ছেন না তাদের বিষয়টা ভিন্ন, তারা সাধারনত এজেন্টের সাথে মোটা অংকের টাকায় চুক্তি করে ভিসার জন্য।
আমি এখন পর্যন্ত ইউরোপ আমেরিকা কানাডা অষ্ট্রেলিয়া সব দেশের ভিসাই নিজে নিজে করেছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোন দেশের ভিসাই রিজেক্ট আসেনি।
.
গত মাসে খামখেয়ালি করেই নিউজিল্যান্ড এর ভিসা করলাম, শুরুতে অনেক কঠিন মনে হলেও শেষ পর্যন্ত ২০ দিনের মধ্যেই ভিসা পেয়ে গেছি ১ বছরের মাল্ট্রি এন্ট্রি। আমাদের দেশের অনেকেই নিউজিল্যান্ডে ঘুরতে যেতে ইচ্ছুক তাই ভাবলাম ভিসার প্রসিডিউরটা একটু শেয়ার করি, যদি কারো কোন কাজে লাগে।
.
শুরুতে আপনাকে এই লিংকে একটা একাউন্ট করতে হবে, সাধারনত আপনার ইমেইল মোবাইল নাম্বার দিয়েই একাউন্ট করতে পারবেন।
একাউন্ট করা হয়ে গেলে এপ্লিকেশনের ষ্টেপগুলি ফলো করতে হবে
১. ভিসার ক্লাস (আমি টেম্পোরারি এন্ট্রি দিয়েছিলাম)
২. জানতে চাওয়া হবে আপনি নিউজিল্যান্ডে আছেন নাকি বাহির থেকে এপ্লিকেশন করছেন (আমি যেহেতু সিঙ্গাপুর থেকে এপ্লাই করেছি তাই আউটসাইড অফ নিউজিল্যান্ড দিয়েছেি)।
৩. আপনার কি ধরনের ভিসা লাগবে ( আমি ভিজিটর দিয়েছিলাম)
৪. আপনি অষ্ট্রেলিয়ার সিটিজেন বা পার্মান্যান্ট রেসিডেন্ট কিনা জানতে চাইবে (আমি না দিয়েছি)
৫. পারপাস অফ ভিজিট জানতে চাইবে (আমি টুরিজম এবং হলিডে দিয়েছিলাম)
৬. আপনি নিউজিল্যান্ডে কেন আসবেন জানতে চাইবে (আমি হলিডে এবং ভ্যাকেশন দিয়েছিলাম)
এখন ভিসা এপ্লিকেশনের মেইন পেইজে যাবেন - (স্টার্ট মাই ভিসা এপ্লিকেশনে ক্লিক করলেই শুরু) আপনার এপ্লিকেশন ড্রাফট দেখাবে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে।
এই পেইজে আপনাকে কিছু ছোট ছোট প্রশ্ন করা হবে, আপনার জন্য যেটা প্রজোয্য সেটাতে টিক দেবেন এবং পাসপোর্ট ডিটেইলস চাওয়া হবে, সবকিছু আপনার পাসপোর্ট দেখে দেখে ফিল-আপ করলেই চলবে। যেহেতু ই-ভিসা ইস্যু করবে সুতরাং সকল তথ্য নির্ভুল ভাবে দেয়ার চেষ্টা করবেন।
পরের পেইজে আপনার ভ্রমণের ডিটেইলস চাইবে, নিজে নিজে একটা ট্রাভেল প্লান তৈরী করে নিতে পারেন অথবা কারো কাছ থেকে কপি করে একটু কাটছাট করতে পারেন (আমি ১৪ দিনের প্লান দিয়েছিলাম অনলাইনে খুজে খুজে)
এখানে একটা বিষয়, এরা জানতে চাইবে আপনি কি সিঙ্গেল এন্ট্রি ভিসা চাচ্ছেন নাকি মাল্টি এন্ট্রি। আমি সিঙ্গেল এন্ট্রি লিখেছিলাম যদিও আমাকে মাল্টি এন্ট্রি ভিসা ইস্যু করা হয়েছে। মাল্টি এন্ট্রি সিলেক্ট করলে এডিশনাল অনেক ডকুমেন্ট দিতে হয়, আমার কাছে এটা একটা প্যারা মনে হয়েছে।
যা যা ডকুমেন্ট আপনার হাতে লাগবে -
১. আপনার পাসপোর্ট সাইজের ছবি
২. আপনার পাসপোর্ট কপি
৩. ন্যাশনাল আইডি কার্ডের কপি
৪. আপনি বাংলাদেশের বাহিরে থাকলে ঐ দেশের রেসিডেন্ট কপি (বাংলাদেশ থেকে এপ্লিকেশন করলে এই পার্ট বাধ)
৫. ছুটির অনুমতি পত্র (বিজনেসম্যানদের জন্য কি ডকুমেন্ট লাগে আমার জানা নাই)
৬. আপনি জব হোল্ডার হলে কোম্পানির লেটার গত ৬ মাসের সেলেরি ম্যানশন করলে ভাল হয়।
৭. ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট
৮. হোটেল রিজার্ভেশন (বুকিং ডটকম থেকে ক্যান্সেল অপশন আছে এমন হোটেল বুকিং করতে পারেন, যাতে ভিসা হওয়ার পর হোটেল ক্যান্সেল করতে পারেন। এপ্লিকেশনের সময় ভাল মানের হোটেল দেখাতে পারলে ভাল হয়)
৯. এয়ার টিকেট বুকিং কপি (এটা অনলাইনেও নিতে পারেন অথবা পরিচিত ট্রাভেল্স থেকেও নিতে পারেন)
সবডকুমেন্টস দিয়ে ভাল করে একবার চেক করে নিয়ে পেমেন্ট অপশনে গিয়ে ২৪০ ডলার ফি দিতে হবে।
.
আপাতত আপনার কাজ শেষ, সেইম ডে অথবা একদিন পর আপনার এপ্লিকেশন রিসিপ হয়েছে এমন কনফার্মেশন মেইল পাবেন। ২০ দিনের মধ্যেই ই-ভিসা এপ্রুভ মেইল চলে আসবে, তবে আমার ক্ষেত্রে এক্সট্রা কিছু ডকুমেন্ট চেয়েছিল যা দেয়ার ২দিন পরই ভিসা হয়ে গেছে।
আমার ভিসা সাপোর্ট হিসাবে এড করে আমার উয়াইফের জন্য এপ্লাই করার ৭ দিনের মধ্যেই এপ্রুভ হয়ে গেছে।
.
আপনার হাতে এখন নিউজিল্যান্ড এর ১ বছরের মাল্ট্রি এন্ট্রি ভিসা আছে, সময় সুযোগ করে ঘুরে আসতেই পারেন কিছু দিনের জন্য। ঘুরাফেরা শেষে সুন্দর করে একটা ছবি ব্লগ দিতে ভুল করবেন না।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮

নয়ন বড়ুয়া বলেছেন: নেপাল সম্পর্কে একটু ডিটেইলস বলবেন দাদা? আমি নেপাল যেতে চাচ্ছি...
এম্বাসি কোথায়, কেমন খরচ পড়বে, তার একটু ধারণা দিতে পারবেন?

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ভাইয়া নেপাল যখন ঘুরতে গিয়েছিলাম তখন নেপালের একটে ওয়েবসাইটে পার্মিশনের জন্য এপ্লাই করেছিলাম সাথে সাথেই এপ্রোভাল লেটার দিয়ে দিছে কোন ফি ছাড়া, এখন যদি নিয়ম চেইন্জ করে থাকে তাহলে জানিনা

২| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬

বিজন রয় বলেছেন: বাহ! অনেক কাজের তথ্য দিলেন।

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ভিসা করে ফেলেন, ছবি ব্লগ কিন্তু দিবেন ঘুরা শেষে

৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৯

মিরোরডডল বলেছেন:




শিরোনাম আসেন নিউজিল্যান্ড ঘুরতে যায়

ঘুরতে যাই হবে।

থ্যাংকস।

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ কারেকশনের জন্য, আমার বানানে প্রচুর ভুল থাকে। এইজন্যই ব্লগে তেমন লেখতে পারিনা

৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৯

নাহল তরকারি বলেছেন: আমি সৌদি আর মিশর ঘুরবো। আর সময় পেলে বাগদাদ ঘুরে আসবো।

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: মিশর আর বাগদাদ ঘুরা হইনি এখনো, আল্লাহ মেহেরবানি করে কয়েকবার সৌদী আরবে নিয়েছেন

৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


টাকাপয়সা কত লেগেছে?

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ২৪০ সিঙ্গাপুর ডলার

৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

শায়মা বলেছেন: বাহ!!

তুমি তো পুরাই ভ্রম্যচারী ভাইয়া।


ওয়ার্ল্ড ট্যুর করেই ফেলেছো প্রায়! :)

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: চেষ্টা করি আপু, টাকা জামাইলেও খরচ হয়ে যায় তারচেয়ে ঘুরে ফিরে খরচ করলেই ভাল।
এখন ঘুরতে যাওয়ার জন্য নিশিরে পাইছি, একা একা বোরিং ঘুরাফেরা করতে হয়না

৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১

শেরজা তপন বলেছেন: ভাল লাগল আপনার ভ্রমনের গল্প শুনে। ডিটেইলস এর জন্য ধন্যবাদ।
এভাবে আপনার জানা আরো কিছু শেয়ার করুন যা ব্লগারদের কাজে লাগবে।

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ ভাই, চেষ্টা করি মাঝে মাঝে লিখতে কিন্তু ঐযে সময়ের অভাবে ডিটেইলস লেখতে পারিনা। ইউরোপ আর কানাডার ভিসার বিষয়ে ড্রাফট করা আছে, বিস্তারিত লিখে একদিন পোষ্ট করবো

৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্ট । ঘুরাঘুরিতে +

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: চেষ্টা করছি নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য, অনেকে ঘুরতে যাওয়ার ভিসার জন্যও অনেক টাকা এজেন্টকে দিতে হচ্ছে তাই ভাবলাম একটু লেখাটা শেয়ার করলে যদি কারো কোন উপকারে আসে

৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: আমি একা থাকলে হটঠাট ভ্রমনে বের হতাম। কিন্তু বিয়ের পর একা একা ভ্রমনে যাওয়া হয় না। বউ বাচ্চা রেখে যাবো কি করে? আবার বউ বাচ্চা নিয়ে গেলেও অনেক দিকদারি।

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমি একা থাকার সময় ব্যাগ কাধে নিয়ে রাখতাম তবে খুব কাছের দেশ ছাড়া শুধু ইউরোপ অষ্ট্রেলিয়া গিয়েছি, বিয়ের পর বউকে সাথে নিয়ে ছুটাছুটি শুরু করলাম দেখি কতটা দেশ ঘুরতে পারি।
বউ পাশে থাকলে একটা রোমান্টিক ভাব থাকে সাথে ক্যামেরাম্যানের কাজও চলে

১০| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের সুন্দর উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ২:১৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: প্রয়োজনীয় পোস্ট।

যাই হোক বউ বহুদিন ধরে বলছে, চলো পাসপোর্ট করে ফেলি৷ পাসপোর্টটাই করা হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.