![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসতি আবার উঠবে গড়ে আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।
“আমরা প্রাইমারি স্কুলের শিক্ষক। বড়লোকের কুকুরের এক ঠ্যাংয়ের চেয়েও আমাদের মূল্য কম। আমাদের কথা ভাবার মত সময় কারো নেই।” হাস্যচ্ছলে এই নির্মম সত্য কথাগুলো সহকর্মীদের আর আমার মুখের উপর ছুঁড়ে দেয়া মানুষটার দিকে তাকালাম। পিএইচডি গবেষণার কাজে রাজশাহীর এই প্রাথমিক বিদ্যালয়ে এসে সাব্বিরের কথা শুনলাম। বাংলাদেশের পতাকাসমত একটা হালকা সবুজ টিশার্ট গায়ে। মুখে সাদাকালোর মিশেলে খোঁচাখোঁচা দাড়ি। ঠোঁটজোড়া সাদা হয়ে আছে। মুখের কথা জড়িয়ে যাচ্ছে। কিন্তু ঘোলাটে চোখের আড়ালে জীবনের যে স্ফুলিঙ্গ উঁকি দিচ্ছে তা আমাকে শিহরিত করলো। আগের দিন এই মানুষটার কথা অন্য শিক্ষকদের কাছে শুনেছি। দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। প্রতিস্থাপন ছাড়া বাঁচার উপায় নেই। মৃত্যুর সাথে প্রতি মুহূর্তে যুঝে চলেছেন যিনি, তাঁর সামনাসামনি হয়ে সুস্থ থাকার লজ্জায় আমার মাথা নুয়ে এলো। আকর্ণবিস্তৃত নিষ্পাপ হাসি আর চোখের ঔজ্জ্বল্য বলে দিলো, প্রায় মধ্য তিরিশের এ মানুষটা পর্বতসম বাঁচার স্বপ্ন নিয়ে মৃত্যুকে আলিঙ্গনের জন্য প্রস্তুত হচ্ছে।
মোহাম্মদ সাব্বির রহমান। রাজশাহী জেলার বোয়ালিয়া থানার মন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দু’বছরের কন্যাসন্তান মৃদুলার কথা একবুক দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে এলো, “মেয়েটা আমার এত সুন্দর। ওর জন্য বড় বাঁচতে ইচ্ছা করে। মিছেমিছি রান্না করে আমাকে বলে, আব্বু গোসতো নান্না করেছি, সুড়ুত করে খেয়ে ফেলো। হায়রে মেয়ে, এতিম হয়ে বড় হতে হবে। মাথার উপর কোন ছায়া থাকলোনা, বাবার আদর এই সুন্দর মেয়েটার কপালে নেই।“ সহকর্মীরা মিথ্যে সান্ত্বনা দিলেন, সর্বশক্তিমানের উপর আস্থা রাখতে বললেন। সাব্বিরের অসহায় হাসিই বলে দিলো তাঁর সব মনোবল শূণ্যের কোঠায় ঠেকতে বসেছে।
চারমাস আগে রাজশাহীতে করা টেস্ট রিপোর্ট অনুযায়ী সাব্বিরের ক্রনিক কিডনি রোগ ধরা পড়ে যা সর্বোচ্চ পঞ্চম ধাপে পৌঁছে গেছে। মার্চে ডাক্তার জানান অতিসত্বর হাসাপাতালে ভর্তি হওয়া জরুরি। সিরাম ক্রিয়েটিনিন এর মাত্রা ১৫৪৫, যার স্বাভাবিক মাত্রা হওয়া উচিত ৬৬-১২৪। রক্তের ইউরিয়া ২৮.৪ (স্বাভাবিক ৩.৫-৪)। এছাড়াও অন্য অনেক ক্ষতিকর উপাদানের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশী। ভারতের ভেলোরে যান উন্নত চিকিৎসার জন্য। সেখানেও ডাক্তাররা বলে দেন সাব্বিরের বাঁচানোর উপায় দুটো, কিডনি প্রতিস্থাপন অথবা আজীবন ডায়ালাইসিস এর আশ্রয় নেয়া। ডায়ালাইসিসের খরচ সাধ্যাতীত হওয়ায় প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন সাব্বির। সাব্বিরকে কিডনি দান করার জন্য তাঁর আপন বোন এবং ফুফাতো বোন রাজি হয়েছিলেন। কিন্তু এই মার্চে বারডেম এ ক্রস ম্যাচিং করে দেখা যায় তাঁদের কারো সাথেই কিডনি ম্যাচ হয়নি।
সাব্বিরের জন্য সাহায্য চেয়ে দৈনিক আমার দেশ, কালের কন্ঠ, সানশাইন এসব পত্রিকা ছাড়াও রাজশাহীর স্থানীয় একটি ভিসিডি চ্যানেলে সংবাদ প্রচারিত হয়। “শিক্ষকরা আমার কষ্ট বোঝেন। এ পর্যন্ত যতটুকু অর্থ সংগৃহীত হয়েছে তার বেশিরভাগ পেয়েছি এঁদের কাছ থেকে। হাত বাড়িয়েছেন স্থানীয় কিছু বড়মনের মানুষ। ছাত্র, অভিভাবক যে যা পারে আমাকে ভালোবেসে তা-ই দিয়েছে”, জানালেন সাব্বির। কিডনি ম্যাচিং এর জন্য দু’বার টেস্ট এ চলে গেছে বেশ কিছু অর্থ। প্রতিদিন সাব্বিরকে অনেক টাকার ওষুধ খেতে হচ্ছে। নিয়মিত চেক-আপের জন্য ভারতে যেতে হচ্ছে। কিডনি বিক্রয়ের জন্য আগ্রহীরা যে মূল্য চাচ্ছেন তা সাব্বিরের সাধ্যের বাইরে। ভারত এবং বাংলাদেশের ডাক্তাররা জরুরি ভিত্তিতে প্রতিস্থাপনের জন্য তাগাদা দিলেও কিডনি সংগ্রহেই ব্যর্থ হচ্ছেন সাব্বির। কিডনি প্রতিস্থাপনের জন্য অপারেশন, আনুষঙ্গিক ব্যয় ছাড়াও অপারেশনের পরে একটা দীর্ঘ সময় ধরে উচ্চমূল্যের ওষুধ সেবন করে যেতে হবে। সব মিলিয়ে প্রায় বিশ লক্ষাধিক টাকার প্রয়োজন। সাহায্যের অর্থ হাতে যা আছে তা দিয়ে কোনভাবেই কিডনি ক্রয় এবং পরবর্তী চিকিতসার সিদ্ধান্ত নিতে পারছেননা সাব্বির। আর এজন্যে দিনে দিনে স্বাস্থ্য আরো ভেঙ্গে পড়ছে। আস্তে আস্তে শরীরের সব প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে আসছে। এখন হাঁটার মত শক্তি পাননা। একটু কথা বললেই হাঁপিয়ে পড়েন। সারারাত কাটে নির্ঘুম। ফুসফুসে পানি জমতে শুরু করেছে। সহকর্মীকে উদ্দেশ্য করে বললেন, “ঘন্টা বেজে গেছে গো চাচী। ক্ষয়ে পড়ছে সবকিছু। সব শক্তি ফুরিয়ে যাবার সময় হয়ে এলো।” নিজে নিজে পড়াশোনা করে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া ধরেছেন সাব্বির। প্রতিস্থাপনের আগ পর্যন্ত শরীরকে তো টিকিয়ে রাখতে হবে, এজন্যেই এই বিকল্প ব্যবস্থা।
“আট নয় হাজার টাকার বেতনের চাকুরি করে ব্যয়বহুল এই চিকিতসা গরীবের ঘোড়ারোগ ছাড়া আর কী?” সাব্বিরের অট্টহাসি আবার আমার অন্তর নাড়িয়ে দিলো। সবার অলক্ষ্যে অশ্রু মুছলাম। চোখের সামনে যার মৃত্যুর ছায়া ঝুলছে তাঁর সামনে কোন দুর্বলতা দেখানো মানে মানুষটার অদম্য প্রাণশক্তিকে হেয় করা। এত অসুস্থতা সত্ত্বেও সাব্বির নিয়মিত স্কুলে আসার চেষ্টা করছেন। যতটুকু পারছেন সহকর্মীদের কাজে সাহায্য করছেন। নির্ঘুম রাতের সঙ্গী এখন সাহিত্যের বই। নিজের সংগ্রহ থেকে বই এনে সহকর্মীদের সাথে বিনিময় করছেন সাব্বির। কেউ না জানলে বুঝবেনা কী ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে তাঁর শারীরিক অবস্থা। সহকর্মীদের সাথে স্বাভাবিক কৌতুক করছেন, প্রাণখোলা হাসি হাসছেন। নিজের অসহায়ত্ব আর শারীরিক অক্ষমতা নিয়ে হালকা রসিকতা করতেও কুন্ঠাবোধ করছেননা সাব্বির। প্রাথমিক শিক্ষার অবস্থা কীভাবে পরিবর্তন করা যায়, কোন বিষয়গুলোতে প্রাধান্য দেয়া উচিত এসব বিষয়ে সুচিন্তিত মতামত ব্যক্ত করছেন। “শিক্ষকদের ভালোমন্দের দিকে নজর না দিলে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বৃক্ষের নীচে যতই পানি ঢালা হোক, কোন ফল আসবেনা”, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা কী অবলীলায় বলে ফেললেন সাব্বির। সুস্থ হয়ে উঠলে স্কুল নিয়ে, ছাত্রদের নিয়ে তাঁর কী কী পরিকল্পনা আছে তার বিবরণ জানিয়ে আমাদের সবাইকে নিজেদের কাছে আরো ছোট করে দিলেন। এ যেন সবার চোখকে ফাঁকি দিয়ে ভালো থাকার অভিনয় করে যাওয়া। কী অপূর্ব প্রাণস্পৃহা! আমার সব শিক্ষা, আত্মবিশ্বাস সাব্বিরের সামনে নুড়িসম মনে হলো। জীবনের কত ক্ষুদ্র অপ্রাপ্তি, বঞ্চনা নিয়ে আমরা হতাশায় কালক্ষেপণ করি। আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কীভাবে একটা মানুষ এত স্পৃহা নিয়ে স্বপ্ন, আশার কথা বলে যায়! শিক্ষার আলো ছড়াবার ব্রত নিয়ে যে মানুষটা কর্মজীবন শুরু করেছে, সে কি কান্নার হাসি হাসতে হাসতেই হারিয়ে যাবে?
সাব্বির যে সুন্দর দেশের সুন্দর মানুষের স্বপ্ন দেখেন প্রতিনিয়ত, আমাদের মধ্যে এখনো সেই মানুষগুলো বিরাজ করে। এজন্য বাইশ বছরের ছন্দা সাব্বিরের খবর শুনে কিডনি দেয়ার জন্য সাব্বিরকে ফোন দেন। সাব্বির তাঁকে হেসে বলেন, “তুমি এখনো ছোট। সামনে তোমার পুরোটা জীবন। আমার জন্য একটা অঙ্গহানি করবে কেনো?” এরকম অনেক ছন্দা সাব্বিরের জন্য সহমর্মিতা প্রকাশ করছেন। আমি আজ করজোড়ে সাহায্য চাইছি আপনাদের কাছে। যার যতটুকু সামর্থ্য তাই নিয়ে আমরা সাব্বিরের পাশে দাঁড়াই। অর্থ দিয়ে, মনোবল দিয়ে আমরা একজন আলোকিত শিক্ষকের সুস্থতার জন্য একতাবদ্ধ হই। পরিবার, আত্মীয়, বন্ধু, সহকর্মী সবার কাছে সাব্বিরের জন্য সাহায্য প্রার্থনা করি। সমাজে এমনও অনেক মানুষ আছেন যাঁদের দানে বিশ লক্ষ টাকা অল্প সময়েই উঠে যেতে পারে। আমরা তাঁদের কাছে সাব্বিরের খবরটুকু পৌঁছে দেই। যত দ্রুত আমরা একটা অংক সাব্বিরের হাতে তুলে দিতে পারবো তত দ্রুত তিনি কিডনি ক্রয় এবং পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। নিজের একটু সঞ্চয় আমরা একটা জীবনের জন্য আজ তুলে দেই। আমি আপনাদের উপর আশা রাখি, সাব্বিরকে দেখে আবারো মানুষের উপর আস্থা অর্জন করি। আমরা পারবো। আমরা অতি দ্রুত সাব্বিরকে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করে দিতে পারবো। এ আবেদনটা সাক্ষাতে, ফোনে, ইমেইলে, ফেসবুকে, টুইটারে আমরা পরিচিত সবার কাছে ছড়িয়ে দেই। অনেক আশা নিয়ে আজ আপনাদের শরণাপন্ন হয়েছি।
সাব্বির চাতকের মত বসে আছেন মনুষ্যত্বের গরিমা দেখার জন্য। তাঁর ব্যাংক হিসাবের বিস্তারিতঃ সাব্বির রহমান, সঞ্চয়ী হিসাব নং ১১২২১০৮০০১৪৪১৩, প্রাইম ব্যাংক, রাজশাহী। মুঠোফোনে সাব্বিরকে পাবেন ০১৭১৯৯৩৩০৯৬ এই নম্বরে।
সাব্বিরকে ভালো কিছু খবর জানাতে পারবো এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।
বি.দ্র.: একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়নি। কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রথমে প্রয়োজনীয় বিষয় হলো রক্তের গ্রুপ মিলে যাওয়া। সাব্বির ভাইয়ের বি পজেটিভ। কিডনি দাতার গ্রুপও একই হতে হবে। কিডনি পাওয়ার পরে বারডেম এ টিস্যু ম্যাচিং এবং ক্রস ম্যাচিং এর জন্য খরচ লাগে প্রায় ২০/২৫ হাজার টাকা। ম্যাচ হওয়াটাই প্রথম ধাপ। নাহলে এই খরচটা বিফলে গেলো।
২২/৪/২০১১
সাময়িক ব্যস্ততার কারণে আমি পোস্টটার নিয়মিত আপডেট করতে পারছিনা। এজন্য দুঃখিত। সাব্বির ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে নিয়মিত। উনার কাছে অনেকে রাজশাহী প্রাইম ব্যাংকের SWIFT code জানতে চেয়েছেন। ইন্টারনেট থেকে নিয়ে নীচে সেটা দিলামঃ
PRBLBDDH009
(RAJSHAHI BRANCH)
138/144, SHAHEB BAZAR,
RAJSHAHI
BANGLADESH
অস্ট্রেলিয়া থেকে কেউ যদি সরাসরি ব্যাংকে পাঠাতে চান তবে আমার নীচের এই একাউন্টে পাঠাতে পারেনঃ
Commonwealth Bank
A/C Name: Rukhsana Tarannum Tajin
BSB: 062831
A/c No: 10327883
আমি সাব্বির ভাইয়ের দেশের একাউন্টে পাঠাবার ব্যবস্থা করবো।
আপডেটঃ ২৩/৪/১১ ইং
ব্লগে প্রকাশের পর থেকে এবং আজ 'আমার দেশ' পত্রিকায় খবরটা আসার পরে আজ সারাদিন সাব্বির ভাই অসংখ্য ফোন পেয়েছেন। সবার ভালোবাসা আর সহমর্মিতা পেয়ে সাব্বির ভাই বাকরূদ্ধ। আমি আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছি। আশা করছি পরশু থেকে আপনাদের নিয়মিত তাঁর খবর জানাতে পারবো। অনেকেই তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। কেমন সাহায্য সংগৃহীত হলো, তাঁর চিকিতসার কেমন অগ্রগতি হচ্ছে এসব বিষয়ে আমি তাঁর সাথে নিয়মিত কথা বলে ব্লগে জানাবো।
আপডেটঃ ২৭/৪/১১ ইং
দেশ থেকে অস্ট্রেলিয়া ফেরা এসব নিয়ে গত ২/৩ দিন আমি একটু ব্যস্ত ছিলাম। সাব্বির ভাইয়ের সাথে প্রতিদিনই কথা হয়েছে। কাল রাতে জানলাম, প্রতিদিনই উনাকে অসংখ্য মানুষ ফোন করছেন। প্রাইম ব্যাংকের একাউন্টে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৩১০০ টাকা জমা হয়েছে। এছাড়া জাপান থেকে ১৯৫০০ টাকা সাব্বির ভাইয়ের একাউন্টে পাঠানো হয়েছে বলে ফোনে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রি সে টাকা একাউন্টে পৌঁছে যাবে। আমার অস্ট্রেলিয়াস্থ ব্যাংক একাউন্টে এ পর্যন্ত ২৭০ অস্ট্রেলিয়ান ডলার জমা হয়েছে। এছাড়াও ঢাকা থেকে ব্লগার শরীফ নজমুল এবং অন্যরা মিলে ১০,০০ টাকা সাব্বির ভাইকে পাঠিয়েছেন। ব্লগার শিস্তালি ৪,১০০ টাকা ব্যাংক একাউন্টে পাঠিয়েছেন।
সাহায্য গ্রহণের জন্য একটি পে-পাল একাউন্টের আবেদন করা হয়েছে। আশা করছি খুব শীঘ্রি সেটা এক্টিভেট হবে। সাথে সাথে আমি লিংক ব্লগে এবং ফেসবুকে দিয়ে দিবো।
ডাচ-বাংলা ব্যাংকের পক্ষ থেকে সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে কতটুকু সাহায্য পাওয়া যাবে এ ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি। ব্যাংকের পক্ষ থেকে চুড়ান্ত নিশ্চয়তা পাওয়ার পরে সেটা সবাইকে জানিয়ে দিবো আশা রাখছি।
সাব্বির ভাইয়ের স্বাস্থ্যের অবস্থা আগের মতোই আছে। কিডনি বিক্রেতাদের উনি বলে রেখেছেন, অর্থ সংস্থান হলেই প্রতিস্থাপনের ব্যবস্থা শুরু করা হবে।
এ বিষয়ে একটি ফেসবুক পেজ তৈরি করা হয়েছেঃ
Click This Link
আপডেট ২৯/৪/১১
অস্ট্রেলিয়ার একাউন্টে এ পর্যন্ত মোট জমার পরিমাণ ৫৯০ ডলার।
PayPal এর মাধ্যমে অর্থ পাঠাতে অনুগ্রহ করে নীচের লিঙ্কে PayPal বাটনটির সাহায্য নিনঃhttp://donatesabbir.wordpress.com/
২৯/৪/১১ রাত ৭.৩০
একটু আগের সাব্বির ভাইয়ের সাথে কথা বলে মনটা খারাপ হয়ে গেলো। কাল রাত থেকে অনবরত বমি হচ্ছে। শরীর একেবারেই ভেঙ্গে পড়েছে। আগামীকাল BIRDEM এ যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু শরীরের এ অবস্থায় রাজশাহী থেকে ঢাকা যেতে পারবেননা। সাব্বিরের বাবা আর একজন কিডনী দাতা কাল BIRDEM এ যাচ্ছেন সব বিষয়ে ধারণা নিতে।
ডাচ-বাংলা ব্যাংক থেকে আর কোন যোগাযোগ করা হয়নি। সাব্বির কতটুকু সাহায্য পাবেন তা কিছুই বোঝা যাচ্ছেনা। BIRDEM এর কিডনী ল্যাবে কাল উনারা গিয়ে সরাসরি কথা বলে দেখবেন কতটুকু সাহায্য পাওয়া যায়।
সাব্বির ভাইয়ের একাউন্টে এ পর্যন্ত ৮৯,০০০ টাকা জমা হয়েছে। আমার অস্ট্রেলিয়ান একাউন্টে জমার পরিমাণ মোট ৭৪০ ডলার। এক সপ্তাহে দেড় লাখের মত যোগাড় হলো। আমাদের আরো অনেক দূর যেতে হবে। বড় কোন অনুদান না পেলে সবকিছু অনিশ্চয়তার দিকে চলে যাবে।
আপডেট ১/৫/২০১১
সাব্বির ভাইয়ের সর্বশেষ অবস্থা তাঁর জবানিতেই শুনুনঃ
"আপা, খুব বেশি বমি হচ্ছে। কিছুই মুখে নিতে পারছিনা। মুখ চোখ একদম ফুলে গেছে। ডায়ালাইসিস করার কথা এতদিন ভাবিনি খরচের কথা চিন্তা করে। মাসে ৪০/৫০ হাজার খরচ আর যতদিন বেঁচে আছি এটা করে যেতে হবে। এজন্য বিকল্প ব্যবস্থা প্রতিস্থাপনের দিকে গিয়েছিলাম। কিন্তু শরীর এত খারাপ হয়েছে যে এখন মনে হচ্ছে ডায়ালাইসিস শুরু করে দেই। কিডনী ম্যাচিং কতদিনে হয় আর কতদিনে চিকিতসা শুরু হয়, কিছুতেই আশা পাচ্ছিনা। বড় অংকের টাকা পেলে হয়ত কিডনী ম্যাচ হয়ে যাবার পর খুব দ্রুত প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিতে পারতাম"।
প্রার্থনা করছি, এই সপ্তাহে যেন ম্যাচিং এর সুসংবাদ পাওয়া যায়। আর ডাচ-বাংলা যেন বড় আকারের একটা সহায়তা দেয়। আপাতত আশা করে যাওয়া ছাড়া কিছু করার নেই।
বি.দ্র. PayPal এর মাধ্যমে এ পর্যন্ত ১৯০ ডলার পাওয়া গেছে। সবমিলিয়ে এখানে সংগ্রহের পরিমাণ ৯৩০ ডলার।
আপডেট 04/05/2011:
দু'জন কিডনি দাতার সাথে ম্যাচিং এর রেজাল্ট এই শনিবার পাওয়া যাবে। অধীর আগ্রহে অপেক্ষা করছি যেন মিলে যায়।
দেশ এবং অস্ট্রেলিয়ার ফান্ড মিলিয়ে এখন পর্যন্ত পৌনে চার লাখ টাকা পাওয়া গেছে। আরো ষোল লাখের উপরে দরকার। সবাই অনুগ্রহ করে খবরটা ছড়িয়ে দেবার পাশাপাশি নিজ উদ্যোগে অর্থ সংগ্রহে অংশ নিন।
আপডেট ৮/৭/২০১১
সাব্বির ভাইকে যে ডোনারের কিডনি দেয়ার কথা ছিলো, তাঁর সাথে তেমন ম্যাচ না হওয়াতে সাব্বির ভাইয়ের মা কিডনি দিচ্ছেন। গত কয়েক সপ্তাহ দু’জনের নানারকম পরীক্ষা নিরীক্ষা করা হয়। ভালো খবর হচ্ছে, এখন পর্যন্ত সব পজিটিভ পাওয়া গেছে। শুধু একটা ব্যাপারে ডাক্তাররা কিঞ্চিত শংকিত। সাব্বির ভাইয়ের হার্ট বড় হয়ে গেছে, পরীক্ষায় এটা ধরা পড়েছে। এ সমস্যাটার ভালো সমাধান পাওয়া গেলে এ মাসের ১৮ তারিখ কিডনি প্রতিস্থাপনের একটা সম্ভাব্যতা আছে।
সবার সহযোগিতায় যে ফান্ড সংগৃহীত হয়েছে তাতে প্রতিস্থাপন পর্যন্ত অর্থের সংকুলান হবে আশা করা যায়। পরবর্তী চিকিতসা এবং ওষুধের জন্য এখন আরো কিছু সংগ্রহ করা প্রয়োজন, তাতে সাব্বির ভাই কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন। এ পর্যন্ত সবাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন তার জন্য অশেষ কৃতজ্ঞতা।
২| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:১৬
জিহাদ ৭০০৭ বলেছেন: পোস্টটি স্টিকি করা হউক। সবার সম্মিলিত প্রচেষ্টা একটা উপায় হবে। আবারো বলছি পোস্টটি স্টিকি করা হউক। কারণ সামু মানুষ এবং মানবতার পাশে চিরদিন থাকবে এই প্রত্যাশায় পোস্টটি স্টিকি করার জোরালো আবেদন করছি।
৩| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:২৭
মোঃ আনিছ বলেছেন: পোস্টটি স্টিকি করা হউক। সবার সম্মিলিত প্রচেষ্টা একটা উপায় হবে। মানুষ এবং মানবতার পাশে চিরদিন থাকার প্রত্যাশায় পোস্টটি স্টিকি করার জোরালো আবেদন করছি।
৪| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩০
নষ্ট কবি বলেছেন: আমার কাছে যদি থাকতো ২০লাখ টাকা- আমি দিয়ে দিতাম
৫| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩০
ডালটন বলেছেন: পাশে আছি। ফেসবুকে শেয়ার করলাম। রাজশাহীতেই বাসা আমার। চেষ্টা থাকবে কিছু করবার। ধন্যবাদ আপনাকে।
পোস্টটা অবশ্যই স্টিকি করা হোক।
৬| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩২
ডালটন বলেছেন: @ মদন। আপনিকি রাজশাহীতেই থাকেন? আমার আইডি সে একটা মেইল দিয়েন। [email protected]
৭| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৩
দু:খ করে বলেছেন: িজহ৭০০৭ বলেছেন: পোস্টটি স্টিকি করা হউক। সবার সম্মিলিত প্রচেষ্টা একটা উপায় হবে। আবারো বলছি পোস্টটি স্টিকি করা হউক। কারণ সামু মানুষ এবং মানবতার পাশে চিরদিন থাকবে এই প্রত্যাশায় পোস্টটি স্টিকি করার জোরালো আবেদন করছি।
৮| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৪
গোধূলী বেলায়.. বলেছেন: পোস্টটা স্টীকি করার জোরাল আবেদন জানাচ্ছি।
৯| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৭
অনিক বলেছেন: কর্তৃপক্ষের নিকট পোস্টটি স্টিকি করার আবেদন রইলো।
সাধ্যের মধ্যে কিছু করার চেষ্টা থাকবে।
১০| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৮
শুটকাভাই বলেছেন: পোস্টটি স্টিকি করা হউক
১১| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৩
অযুত বলেছেন: স্টিকি হউক।।
১২| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫১
মেহদী১০ বলেছেন: পোস্ট টা স্টিকি করা হোক
১৩| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫১
সজল শর্মা বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।
১৪| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫১
মদন বলেছেন: আপনার অনুমতি ছাড়াই লেখাটি http://www.amaderrajshahi.com/diary তে প্রকাশ করলাম।
১৫| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০১
প্রিয় বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।
http://www.priyoaustralia.com.au তে প্রকাশ হবে আজ রাতে।
ধন্যবাদ লেখাটির জন্যে। +
১৬| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০১
আহমেদ জী এস বলেছেন:
অযুত কন্ঠে যখোন আওয়াজ এসেছে , "স্টিকি হউক" তখোন ষ্টিকি না করে উপায় থাকলোনা প্রিয় মডারেটরদের ।
১৭| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০৬
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: "স্টিকি হউক" হোক।
১৮| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০৭
মেহদী১০ বলেছেন: চোখের পানি ধরে রাখতে পারলাম না । ইনকাম করি না বলে ইচ্ছা থাকা সত্ত্বেও তেমন কিছু করতে পারব কিনা জানি না ।
পোস্ট স্টিকি করা হউক
১৯| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১১
রোবট ভিশন বলেছেন: স্টিকি করা হউক
২০| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১৯
অর্ফিয়াস বলেছেন: আমি সামান্য কিছু টাকা পাঠাবো। সবাই যদি এগিয়ে আসি নিশ্চই তার ফলো পাবো।
২১| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২০
অর্ফিয়াস বলেছেন: পোস্ট স্টিকি করা হউক
২২| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২৩
বিচ্ছিন্ন মানুষ বলেছেন: স্টিকি না করা পর্যন্ত আমি থামব না ।
আমিও রাজশাহি থাকি । চোখের পানি ধরে রাখতে পারলাম না ।
২৩| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২৬
মেনন আহমেদ বলেছেন: কতো টাকা লাগবে লেখেননি, আমি একটা কিডনি দিতে চাই। আমি কোন টাকা চাইনা। ০১৭১১২৫১৫১০
২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:০৬
রুখসানা তাজীন বলেছেন: মেনন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কিডনি দিতে চেয়েছেন, তাও আবার বিনামূল্যে এই খবরটা সাব্বির ভাইকে পৌঁছে দিয়েছি। তিনি এখনও আমার পাশে আছেন। কত টাকা লাগবে বলতে মোট খরচের কথা বলছেন? আমি উল্লেখ করেছিলাম, ২০ লাখের মত লাগবে। তবে বিনামূল্যে কিডনি পেয়ে গেলে সেটা কমে আসবে। কিডনি পেয়ে গেলে অপারেশন বা অন্য খরচের জন্য এবং তাঁর ওষুধের জন্য বাকি খরচ।
প্রথমে প্রয়োজনীয় বিষয় হলো রক্তের গ্রুপ মিলে যাওয়া। সাব্বির ভাইয়ের বি পজেটিভ। কিডনি দাতার গ্রুপও একই হতে হবে। কিডনি পাওয়ার পরে বারডেম এ টিস্যু ম্যাচিং এবং ক্রস ম্যাচিং এর জন্য খরচ লাগে প্রায় ২০/২৫ হাজার টাকা। ম্যাচ হওয়াটাই প্রথম ধাপ।
সাব্বির ভাই আপনার সাথে যোগাযোগে আগ্রহী। ভালো থাকুন।
২৪| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৩২
প্রমিথিউস22 বলেছেন: পোস্ট স্টিকি করা হউক। আমাদের সবার প্রচেষ্টায় আল্লাহ অবশ্যই সাব্বিরকে ভাল করে দেবেন।
২৫| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৭
ডিজিটাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ জানিয়ে মেনন ভাইকে খাটো করব না। এখনো সমাজটা ক্ষয়ে যায়নি আপনিই তার প্রমাণ । পোস্ট স্টিকি করা হউক
২৬| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৯
রোবট ভিশন বলেছেন: @মেনন আহমেদ , আপনার প্রতি শ্রদ্ধায় মাথা নুইয়ে আসছে...
২৭| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৫০
সরলতা বলেছেন: পোষ্ট টা ষ্টিকি করা হোক।
উনি এখন কোন হাসপাতালে আছেন?
২৮| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:০১
বিচ্ছিন্ন মানুষ বলেছেন: মেনন আহমেদ বলেছেন: কতো টাকা লাগবে লেখেননি, আমি একটা কিডনি দিতে চাই। আমি কোন টাকা চাইনা। ০১৭১১২৫১৫১০
এরকম সৎসাহস ও নিজের জীবনকে দিয়ে এভাবে মানুষের উপকার করার সাহস এই মানব সমাজে এখনও আছে আজ জানলাম ।
মেনন স্যার আপনাকে হাজার সালাম ।
২৯| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৫
মাতাল হাওয়া বলেছেন: রোবট ভিশন বলেছেন: স্টিকি করা হউক পোষ্টটা আমার ব্লগেও প্রকাশ করে দিলাম+ফেসবুকে+টুইটার
৩০| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: পোষ্টটি স্টিকি করা হোক।
৩১| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৮
বিথী৭৮৯ বলেছেন: মানুষ হয়ে মানুষের এমন কষ্ট সহ্য করা যায় না। সবাই এগিয়ে আসুন... পোস্টটি স্টিকি করা হোক।
৩২| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৪
নাগরিকমন বলেছেন: পোস্টটি স্টিকি করা হউক ।
৩৩| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩২
শামীম শরীফ সুষম বলেছেন: স্টিকি করার জন্য ধন্যবাদ , মডুগণ
৩৪| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩২
রোবট ভিশন বলেছেন: ধন্যবাদ মডারেটর দের ...
৩৫| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৩
কানা ফকীর বলেছেন:
//িজহ৭০০৭ বলেছেন: পোস্টটি স্টিকি করা হউক। সবার সম্মিলিত প্রচেষ্টা একটা উপায় হবে। আবারো বলছি পোস্টটি স্টিকি করা হউক। কারণ সামু মানুষ এবং মানবতার পাশে চিরদিন থাকবে এই প্রত্যাশায় পোস্টটি স্টিকি করার জোরালো আবেদন করছি। িজহ৭০০৭ বলেছেন: পোস্টটি স্টিকি করা হউক। সবার সম্মিলিত প্রচেষ্টা একটা উপায় হবে। আবারো বলছি পোস্টটি স্টিকি করা হউক। কারণ সামু মানুষ এবং মানবতার পাশে চিরদিন থাকবে এই প্রত্যাশায় পোস্টটি স্টিকি করার জোরালো আবেদন করছি।//
ব্লগার কে ++++++++++
৩৬| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৭
নষ্ট কবি বলেছেন: সামুর মত এরকম একটা প্লাটফর্ম আছে বলে আমি বুকে সাহস পাই-একদিন আমার কিছু হলে এখানের ৬৮০০০ ব্লগার এগিয়ে আসবে- কান্না চলে আসছে---- মেনন ভাইরে সালাম। ামি কিছু টাকা দিব।
৩৭| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৯
ডিসকো বান্দর বলেছেন: কতো টাকা লাগবে? আমেরিকান বন্ধুকে বলেছি। সামান্য কিছু করতে পারি।
আমাকে ইমেইল করতে বলুন ওনাকে।
[email protected]
৩৮| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪২
অনিক বলেছেন: পোস্টটি স্টিক করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।
৩৯| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৩
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: স্টিকি করার জন্য ধন্যবাদ মডুদের।
৪০| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৪
হাসিবুর রহমান টিটু বলেছেন: আল্লাহ তার প্রতি সদয় হোন...ফেসবুকে শেয়ার দিলাম...কিছু করতে পারলে খুশি হতাম..
৪১| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৫
নিভৃত নয়ন বলেছেন: চোখের পানি ধরে রাখা কষ্টকর
সামুকে ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্য
৪২| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৫
ডালটন বলেছেন: পোস্টটি স্টিক করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।
৪৩| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৫
অনিক বলেছেন: @মেনন আহমেদ, আপনাকে স্যালুট। মানুষ মানুষের জন্য কথাটি সবাই বলি কিন্তু আপনি তা কাজেও প্রমাণ করলেন।
৪৪| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৮
কমজান্তা বলেছেন: সবাই চেষ্টা করলে হবেনা কেন। আর সবার সামনে একটা লোক মারা যাবে আমরা সবাই বসে বসে দেখবো ! আর দু:খ করবো, তাতে হয়না। আমরা এগিয়ে আসবো। সরকারেরও উচিত এগিয়ে আসা।
৪৫| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫০
Observer বলেছেন: অন্তত মানবীক কারণে হলেও পোস্টটি স্টিকি করা দরকার।
মডুদের কাছে রিকোয়েস্ট রইল।
৪৬| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫১
রহমত বলেছেন: পোস্টটি স্টিকি করা হউক। সবার সম্মিলিত প্রচেষ্টা একটা উপায় হবে। মানুষ এবং মানবতার পাশে চিরদিন থাকার প্রত্যাশায় পোস্টটি স্টিকি করার জোরালো আবেদন করছি।
৪৭| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫১
আকাশের তারাগুলি বলেছেন: মানবিকতা জেগে উঠেছে, সাব্বির বাঁচবেই।
স্টিকির জন্য ধন্যবাদ
৪৮| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৯
সরলতা বলেছেন: মেনন ভাইকে অন্তর থেকে ধন্যবাদ ও তাঁর জন্য দোয়া রইল।
সাব্বির স্যারের ব্লাড গ্রুপ এবং মেনন ভাই-এর ব্লাড গ্রুপ এক কিনা সেটা এখন শুধু জানা দরকার।
৪৯| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০১
মিলটন বলেছেন: সাব্বির বেঁচে থাকুক। আসুন আমরা সবাই এগিয়ে আসি।
৫০| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০১
মরুর পাখি বলেছেন: কি করতে পারি? কষ্ট আর একটু গরম নিঃশাস দেয়া ছাড়া।
হে মানুষ এগিয়ে আসো।
৫১| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০৬
শুটকাভাই বলেছেন: মেনন তোমাকে সালাম
৫২| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০৮
এস এইচ খান বলেছেন: স্টিকি হওয়ায় কতৃপক্ষকে ধন্যবাদ। সাথে আছি।
৫৩| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবাই এগিয়ে আসুন।
৫৪| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০৯
রেজোওয়ানা বলেছেন:
মি: মেনন কিডনী দিতে চাচ্ছেন। এই পোস্টে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন......
View this link
৫৫| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৪
জিহাদ ৭০০৭ বলেছেন: আমাদের দেশের রাজনীতিবীদরা এসে দেখে যান মানুষ কোথায় বাস করে। শিক্ষা নিন। উচু গলায় কথা বলে নেতা হওয়া যায়। মানবিক আর মানবতাবাদী হতে হলে মানষের পাশে দাড়াতে হবে। একেবারে পাশে দাড়াতে হবে। যেখান শ্বস প্রশ্বাসের শব্দ শুনা যাবে। আসুন সাব্বির সাহেবের জন্য কিছু করি। কারণ তার সাথে শুধু তার জীবন না আরো কয়েকটা জীবন জড়িয়ে আছে। মেনন আহমেদকে স্বশ্রদ্ধ স্যালুট। আর পোস্টটির আপডেট জানাতে পারলে ভাল হতো।
৫৬| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৫
ইউনুস খান বলেছেন: @মেনন আহমেদ, আপনের এই সৎসাহস আপনাকে একদিন উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। ভাইয়া আপনার রক্তের গ্রুপ কি? বি+ হতে হবে যে কিডনি দিবে।
@ডিসকো বান্দর, আপনে অনেক কিছুই আশা করি করতে পারবেন। ২০ লক্ষাধিক টাকার প্রয়োজন। আপনারা যা পারেন সাহায্য করেন।
আমরা সবাই যদি সাধ্যমতো একটু একটু করে চেষ্টা করি তাহলে সাব্বির ভাই অবশ্যই বাঁচবে।
৫৭| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৫
সেজুতি_শিপু বলেছেন: ক্ষুদ্র ক্ষুদ্র বালুকনা .. বিন্দু বিন্দু জল.........................
নিশ্চয়ই কোন অসাধ্য সাধন করবে ।
একটি বিন্দু যোগ করব সাধ্যানুযায়ী ।
জয় হোক এই মানবিকতা ও মানবতাবোধের ।
৫৮| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৮
ইউনুস খান বলেছেন: ওহো! @ডিসকো বান্দর সাব্বির সাহেব হয়তো আপনাকে ইমেইল করতে পারবেনা। যায় হোক রুখসানা তাজীন আপু খুবই পুরাতন একজন ব্লগার। আপনে নিঃসন্দেহে সাব্বির সাহেবের জন্য কিছু করতে পারেন। আপনাকে অনুরোধ থাকবে পোস্টের মোবাইল নাম্বারে একটু সাব্বির সাহেবের সাথে কথা বলার জন্য।
@রুখসানা তাজীন আপুকে ইমেইল করার জন্য অনুরোধ করছি।
৫৯| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৭
Homo_Sapiens বলেছেন: Amio kicu taka pathai dibo..Thx Menon
৬০| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৭
সাইবেরিয়ান কোকিল বলেছেন: দেশের বাইরে থেকে টাকা পাঠানোর উপায় কি?
৬১| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৮
আজাদ আল্-আমীন বলেছেন: কিডনী প্রদানে আগ্রহী একজন মেননের জন্য গর্ব হচ্ছে।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
৬২| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৯
সৈয়দ ফয়সল রেজা বলেছেন: হায়রে! আমারতো কিছু করার ক্ষমতা নাই। যাদের ক্ষমতা আছে আর সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের সবাইকে আল্লাহ ভালো করুক এই দোয়া করি।
৬৩| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৪১
আর.এইচ.সুমন বলেছেন: @মেনন আহমেদ আপনার জন্য আজ আমরা গর্বিত । আপনাকে হাজার সলাম । আপনি দেখালেন যে , মানুষ এখনও আছে এই পৃতিবীতে
শুভকামনা আপনার জন্য ।
৬৪| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৬
সাজজাদ শাহরীয়ার বলেছেন: সাব্বির ভাই এর জন্য দোয়া র দুচোখের জল ছাড়া আর কিছুই দিতে পারলাম না।...।আল্লাহ্ জানি তাকে সুস্থ করে দেন।
৬৫| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:০১
সাহাদাত উদরাজী বলেছেন: ভাষা নেই।
৬৬| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:০৩
মেনন আহমেদ বলেছেন: আমি আমার জীবন নিয়ে হতাশ কিনা জানিনা,কিছু মানুষ ফোনে আমাকে প্রশ্ন করেছেন আমি পাগল কিনা তাদের প্রতি আমার উত্তর আপনারা ভুলে গেছেন মানবিকতা কি জিনিস। আজ সৃষ্টিকর্তা যদি আমার দুইটা কিডনী নস্ট করে দিত তাহলে আমি কি সাব্বির ভাইয়ের স্থানে থাকতাম না অথবা আমার একমাত্র সন্তানের যদি আজ এমন হতো তাহলে আমি কি করতাম?
অনেক আগে আমি আমার রক্তের বিভাগ পরীক্ষা করেছিলাম এখন ঠিক খেয়াল নেই তবে আজ আবার পরীক্ষা করে কিছুক্ষনের মধ্য জানাতে পারবো বলে আশা করছি। সবাই দোয়া করবেন যেন সাব্বির ভাই আর আমার রক্তের বিভাগ এক হয়।
৬৭| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:০৩
আজাদ আল্-আমীন বলেছেন: লেখক রক্তের গ্রুপ উল্লেখ করে দিন ব্লগার মেনন সাহেব কিডনি দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
৬৮| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১০
লেখোয়াড় বলেছেন: ধন্যবাদ লেখক ও কর্তৃপক্ষকে।
৬৯| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৪
রুখসানা তাজীন বলেছেন: সামহোয়্যার কে অনেক ধন্যবাদ। সাব্বির ভাইয়ের স্কুলে ছিলাম সকাল থেকে। সময় করে সবার কমেন্টের উত্তর দেয়া হচ্ছেনা। যাঁরা সহমর্মিতা জানিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমি আজ রাজশাহী থেকে ঢাকা ফিরছি বিকালের ট্রেনে। হয়ত সবার সাথে যোগাযোগ রাখা সম্ভব হবেনা। তবে আশা করছি সবাই সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি সুযোগ পেলেই আপডেট তাঁকে জানিয়ে দিবো। এই শনিবার রাতে আমি অস্ট্রেলিয়া চলে আসবো। কাজেই আপনারা ব্যক্তিগতভাবে সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করলে কাজটায় দ্রুততা আসবে।
সবাইকে আবারো ধন্যবাদ।
৭০| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৬
জারনো বলেছেন: মেনন আহমেদ বলেছেন: কতো টাকা লাগবে লেখেননি, আমি একটা কিডনি দিতে চাই। আমি কোন টাকা চাইনা। ০১৭১১২৫১৫১০
মেনন ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। আসলে আপনি সকল ধন্যবাদের উর্ধ্বে। আমাদের কিছু করার ইচ্ছা থাকলেও আপনার মতো এত বড় ত্যাগ কোন দিন করতে পারবো বলে মনে হয় না। আল্লাহ আপনার ভালো করবে। আপনার এই মহানূভবতা সৃস্টিকর্তার দরবারে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আপনার মঙ্গল হোক এই কামনায়
৭১| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:২৯
রোকন খান বলেছেন: আপনার এই পোস্ট পড়ে অশ্রু ধরে রাখতে পারলাম না।
৭২| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৩২
১১স্টার বলেছেন: মেনন ভাই কে অসংখ্য ধন্যবাদ।
আর আমি আমার সাধ্যমত করব ইনশাআল্লাহ।
কয়েকদিন ধরে মেনন ভাইয়ের সাথে আমার মোবাইলে, ম্যাছেঞ্জারে কথা হচ্ছে। আমি যতটুকু জানি মেনন ভাইয়ের কিডনিই একমাত্র সম্বল সেই সর্বোশ্ম দিয়ে দিতে চেয়ে মেনন ভাই যে মহত্বের প্রমান করেছে তাতে আমার মাথা নত হয়ে গেল। এই মানবতাটুকু আছে বলেই আমরা অনেক কে না দেখেও আপনের চেয়ে ও আপন।
৭৩| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৯
সজল শর্মা বলেছেন: মেনন ভাই আপনাকে নতমস্তক সালাম জানাই।
৭৪| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৩
টুনা বলেছেন: চোখের পানি ধরে রাখা কষ্টকর ।
সামুকে ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্য ।
মেনন আহমেদ বলেছেন: কতো টাকা লাগবে লেখেননি, আমি একটা কিডনি দিতে চাই। আমি কোন টাকা চাইনা। ০১৭১১২৫১৫১০
আপনাকে সালাম ।
৭৫| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৬
robi82 বলেছেন: "ঘন্টা বেজে গেছে গো চাচী" -এভাবে কত ঘন্টা বেজে থেমে যায়। শুধু আমাদের ঘুম ভাঙ্গে না ঘন্টার আওয়াজে, ভদ্রপল্লীতে যারা ঈশ্বরের সাথে থাকেন।
৭৬| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৯
সুহাসলেলিন বলেছেন: মেনন ভাইয়ের মত মানুষের জন্যই এখনো দুনিয়াটা টিকে আছে !!!
আপনাকে কোঁটি সালাম !!!
৭৭| ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৯
দৃষ্টির সীমানা বলেছেন: 'মেনন আহমেদ' আপনি ধন্যবাদ পাওয়ার যুগ্য মোঠেই নন, তাহলে আপনাকে ছোট করা হবে..আপনি মানবতার আদর্শ .. সন্দেহ নাই।
এখন কত টাকা বাকী জানান। "টিস্যু ম্যাচিং এবং ক্রস ম্যাচিং এর জন্য খরচ লাগে প্রায় ২০/২৫ হাজার টাকা" যদি এই টাকা যুগাড় না হয়, তবে বলেন..কবে এই পরীক্ষা করা হবে বলেন..আমি আমার সাদ্যমত চেষ্টা করব।
[email protected]
৭৮| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:০৬
আরিফইসলাম বলেছেন: মেনন ভাই, আপনাকে স্যালুট। মানুষ মানুষের জন্য কথাটি সবাই বলি কিন্তু আপনি তা কাজেও প্রমাণ করলেন।
নিজেকে বড় আপরাধি মনে হচ্ছে , কারন আপনার মত করে সাহস দেখাতে পারলাম না।
আমি আমার সাধ্যমত করব ইনশাআল্লাহ, তবে সেটা সাহায্য নয়, ভাই হিসেবে ভাইয়ের বিপদে পাশে দাড়াতে চাই।
ধন্যবাদ তাজীন আপু এবং মডুদের।
৭৯| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:০৯
sohagamin বলেছেন: মানুষ এত মহান হয়............. মেনন ভাই আপনা কে কোটি কোটি সালাম
৮০| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:১১
ব্রেথ অব ফেট বলেছেন: ami dakhi ki korte pari... r menon vaia k dhonnobad diye choto korbo na.... manobotar mrittu ekhono hoyni....
৮১| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:১৩
সফটকোন আইসক্রীম বলেছেন: উহহহহহহহহহ আল্লাহ,,,,,,,,,,,,,,,
চোখের পানি ধরে রাখতে পারিনি.................
মন থেকে দোয়া করছি, আল্লাহ সাব্বির স্যারকে সুস্থ করবেন।
মেনন স্যারের মতো মানুষ প্রতি প্রতি ঘরে চাই। ধন্যবাদ স্যার আপনাকেও। হিসাব নং দেয়ার জন্য ধন্যবাদ।
৮২| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২১
আসফি আজাদ বলেছেন: আমরা এখনও পচে যাইনি। হাজারো-শত হতাশার মধ্যেও মেনন ভায়েরা আমাদের সেই কথাই মনে করিয়ে দেন। মেনন ভাই আপনাকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন।
৮৩| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৫
আহমেদ চঞ্চল বলেছেন: নির্বাক হয়ে গেলাম । চোখের পানি ধরে রাখতে পারলাম না ।।।
মেনন ভাই কে সালাম ।।
৮৪| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৭
গোধূলী বেলায়.. বলেছেন: মেনন আহমেদ বলেছেন: কতো টাকা লাগবে লেখেননি, আমি একটা কিডনি দিতে চাই। আমি কোন টাকা চাইনা।
আমি জীবনে এই ধরনের লেখা দেখিনি। অবিশ্বাস্য ,
এই অবিশ্বাস্য,অসামান্য কাজের কারনে বিনম্র শ্রদ্ধা নিবেদন করি।
আমি বেকার , পড়া শেষ হয়নি এখনও।জীবনে প্রথম একটা কাজ করেছি কিছুদিন হয় , টাকাটা এখন পাইনি , পেলেই ইনশাল্লাহ সামান্য সাহায্যটুকু পৌঁছে যাবে, সাব্বির রহমান বাঁচবেন মৃদুলার কাছ থেকে কেউ তাকে নিয়ে যেতে পারবে না।সবাই আছি তার সাথে।
৮৫| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৫
নাম বলা যাবে না বলেছেন: ভাষা হারিয়ে ফেলেছি বিবেক স্তব্দ হয়ে গেছে। কিছু বলার নেই মেনন ভাই আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমি ও এই মাসের বেতন উঠিয়ে এর একটা অংশ পাঠাবো ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই সাব্বির সাহেবের পাশে দাড়াই। অন্তত তার মেয়েটির কথা চিন্তা করে।
৮৬| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৬
উণ্মাদ তন্ময় বলেছেন: মেনন আহমেদ, স্যালুট টু ইউ
৮৭| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৮
নাম বলা যাবে না বলেছেন: মাফ করবেন লেখিকা আপু আমি লেখাটা http://www.peaceinislam.com এ দিয়ে দিলাম।
৮৮| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৫
েমঘদূত_েমঘ বলেছেন: মেনন আহমেদ বলেছেন: কতো টাকা লাগবে লেখেননি, আমি একটা কিডনি দিতে চাই। আমি কোন টাকা চাইনা। ০১৭১১২৫১৫১০
এরকম সৎসাহস ও নিজের জীবনকে দিয়ে এভাবে মানুষের উপকার করার সাহস এই মানব সমাজে এখনও আছে আজ জানলাম ।
মেনন স্যার আপনাকে হাজার সালাম ।
৮৯| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৬
শুদ্ধ মিজান বলেছেন: . . . লেখাটা পড়তে গিয়ে অশ্রুর ফোটাগুলো আটকে রাখতে পারলাম না । মনে পড়ে গেল আমার জীবনের দুঃসহ সেই দিনগুলোর কথা, যখন আমার কিডনী প্রতিস্থাপন করতে হয়েছিল । আমার অসীম সাহসী মা দিয়েছিলেন তার একটি অমূল্য কিডনী ।
আল্লাহর কাছে প্রার্থনা করি, সাব্বির ভাই যেন সুস্থ হয়ে উঠেন? বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিধায় হয়তো খুব বেশি সাহায্য করতে পারব না, তবে চেষ্টা করব সাধ্য মত সাহায্য করার । আল্লাহ ওনার মঙ্গল করুন ।
৯০| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৭
েমঘদূত_েমঘ বলেছেন: মেনন আহমেদ বলেছেন: কতো টাকা লাগবে লেখেননি, আমি একটা কিডনি দিতে চাই। আমি কোন টাকা চাইনা। ০১৭১১২৫১৫১০
এরকম সৎসাহস ও নিজের জীবনকে দিয়ে এভাবে মানুষের উপকার করার সাহস এই মানব সমাজে এখনও আছে আজ জানলাম ।
মেনন স্যার আপনাকে হাজার সালাম ।
৯১| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৩
ভিয়েনাস বলেছেন: মি, মেনন আহমেদ আপনার সাথে সাব্বির স্যারে রক্তের গ্রুপ মিলে আর না মিলে তবু আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা রইল । আপনি সৎ সাহস নিয়ে এগিয়ে এসেছেন ,বিপদে আশার বানী শুনিয়েছেন । আমাদের সমাজে এখনও সহৃদয়বান ব্যাক্তি আছেন আপনি তার জলন্ত উদাহরণ । আপনাকে হাজার সালাম।
সাব্বির স্যারের সুস্থ্যতা কামনা করছি। আমাদের স্মমিলিত প্রচেষ্টা সার্থক হবে ইনশাল্লাহ।
৯২| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১০
ছালিকুর রহমান বলেছেন: দু’বছরের কন্যাসন্তান মৃদুলার কথা একবুক দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে এলো, “মেয়েটা আমার এত সুন্দর। ওর জন্য বড় বাঁচতে ইচ্ছা করে। মিছেমিছি রান্না করে আমাকে বলে, আব্বু গোসতো নান্না করেছি, সুড়ুত করে খেয়ে ফেলো। হায়রে মেয়ে, এতিম হয়ে বড় হতে হবে। মাথার উপর কোন ছায়া থাকলোনা, বাবার আদর এই সুন্দর মেয়েটার কপালে নেই।“ সহকর্মীরা মিথ্যে সান্ত্বনা দিলেন, সর্বশক্তিমানের উপর আস্থা রাখতে বললেন। সাব্বিরের অসহায় হাসিই বলে দিলো তাঁর সব মনোবল শূণ্যের কোঠায় ঠেকতে বসেছে।
ফেসবুকে শেয়ার করেছি । মেননকে সালাম জানাই তার কৃতকর্মের জন্য । এরকম সহযোগি যখন পাওয়া গেছে তাহলে বাকিগুলোও পাওয়া যাবে আমার দৃঢ় বিশ্বান। সাব্বির বাঁচবেই। অনন্তর শুভ কামনা তার জন্য ।
৯৩| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৯
ম.শরীফ বলেছেন: হায়রে দেশ । সরকারি হাসপাতালে এর বিনামূল্যে চিকৎসা হলে হয়তো এত খরচ হত না। কি বলব বুঝতে পারছিনা।
৯৪| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪০
শ।মসীর বলেছেন: আশা করি তিনি ফিরে আসবেন আমাদের মাঝে.........
৯৫| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪১
পোয়েট ট্রি বলেছেন: অসাধারণ উদ্যোগ। উৎস উল্লেখ করে, ফেসবুকে বন্ধুদের কাছে শেয়ার করলাম :
Click This Link
৯৬| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:০০
চাটিকিয়াং রুমান বলেছেন: মেনন ভাইকে লাখো স্যালুট।
সাব্বির ভাইয়ের সু-স্বাস্থ্য কামনা করছি।
৯৭| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:১০
কুটুম পাখি বলেছেন: সাব্বির ভাইয়ের জন্য দোয়া ও সহযোগীতার আশ্বাস রইল।
লেখককে ধন্যবাদ সামু এ বিয়ষে লেখার জন্য।
সামুকে ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্য...
৯৮| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:১১
কুটুম পাখি বলেছেন: সাব্বির ভাইয়ের জন্য দোয়া ও সহযোগীতার আশ্বাস রইল।
লেখককে ধন্যবাদ সামুতে এ বিয়ষে লেখার জন্য।
সামুকে ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্য...
৯৯| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:১৫
হিমচরি বলেছেন: ধন্যবাদ লেখিকা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সম্মিলিত প্রয়াসে সাব্বির ভাই সুস্থ হয়ে উটুক খুব সিগরই.।।।
১০০| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:১৫
হিমচরি বলেছেন: ধন্যবাদ লেখিকা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সম্মিলিত প্রয়াসে সাব্বির ভাই সুস্থ হয়ে উটুক খুব সিগরই.।।।
১০১| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:২২
এ্যরন বলেছেন:
মেনন আহমেদ , আপনার প্রতি শ্রদ্ধায় মাথা নুইয়ে আসছে... আর এও মনে হয় আমার সামর্থ এত ক্ষুদ্র কেন???
১০২| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৬
সজীবসমগ্র বলেছেন: ইনশাল্লাহ সাব্বির ভাই সুস্থ হয়ে যাবেন। , মেনন ভাইকে হাজার সালাম।
ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্য.
১০৩| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩০
আমিনুর রহমান মামুন বলেছেন: রাজশাহীর সবাই যদি এক টাকা করেও দেয় তাহলেও সাব্বির সাহেব আমাদের মাঝে বেঁচে থাকবেন। প্লিজ কেউ উদ্যোগ নিন।
১০৪| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩২
দিপ বলেছেন: ৭১মুক্তিযুদ্ধ , হত্যা ,সবই নাটক আর দোষ সব বাংগালির।
সময় থাকলে এই পোষ্টটা দেখতে ভুলবেননা।
১০৫| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩২
দিপ বলেছেন: ৭১মুক্তিযুদ্ধ , হত্যা ,সবই নাটক আর দোষ সব বাংগালির।
সময় থাকলে এই পোষ্টটা দেখতে ভুলবেননা।
১০৬| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪৫
chin২ বলেছেন: পোস্ট স্টিকি করা হউক
১০৭| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৭
জারনো বলেছেন: কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রথমে প্রয়োজনীয় বিষয় হলো রক্তের গ্রুপ মিলে যাওয়া। সাব্বির ভাইয়ের বি পজেটিভ। কিডনি দাতার গ্রুপও একই হতে হবে।
মেনন ভাইয়ের রক্তের গ্রুপ কী? তার রক্তের গ্রুপ জানা থাকলে প্রকাশ করুন। মেনন ভাই ব্লগে থাকলে দয়া করে আপনার রক্তের গ্রুপ কী বলেন।
১০৮| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩১
সান্তনু অাহেমদ বলেছেন: দিল্লী এপোলো হসপিটালে ট্রান্সপ্ল্যান্টেশন করতে প্রায় ৭,০০,০০০.০০ রুপি লাগবে। আরো খরচ হয়ত আছে। সাব্বির ভাই, আপনি দিল্লী আসতে পারেন।
আমি এখানে আছি। চেষ্টা করব কিছু করার জন্য (অন্যান্য সহযোগিতাসহ)।
মেনন সাহেবের কিডনি কাজে আসবে কিনা জানিনা। তবে তার দান, আমার বিশ্বাস, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তাঁর নেক ইচ্ছার প্রতি ও তার পরিবারের প্রতি রহমত বর্ষণ করুন।
১০৯| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
জারনো বলেছেন: দিপ বলেছেন: ৭১মুক্তিযুদ্ধ , হত্যা ,সবই নাটক আর দোষ সব বাংগালির। সময় থাকলে এই পোষ্টটা দেখতে ভুলবেননা।
একজন মুমূর্ষ রোগীর জন্য সবাই যখন মানবিক তাড়নায় একটা কিছু করতে চাইছে তখন দিপ বাবু কেন তার উক্ত পোস্টের লিংক দিলেন বুঝতে পারলামনা। দিপ বাবু সময়ের ওয়াজটা বেসময়ে হয়ে গেলো না?
১১০| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫০
এম এস জুলহাস বলেছেন:
বাংলাদেশের শিক্ষকদের জীবন একটা জীবন হইল, আর সেই জীবনের জন্য মানুষ . . . ? ভেবে অবাক হই ! শিক্ষক হিসেবে ভবিষ্যৎ বলতে শেষ বয়সে ভিক্ষার কথাটাই ভাবেত পারি।
. . . হাই স্কুলে মাস্টারী করতাম বাবা। . . .
তবে হ্যাঁ, মেনন ভাইদের মতো কিছু মানুষের জন্য আমরা কেউ কেউ প্রাণে প্রাণ ফিরে পাই। এমন কিছু মানুষ আছে বলেই আমরা অনেকেই বাঁচার স্বপ্ন দেখার সাহস পাই।
স্যালুট আপনাকে মেনন ভাই।
১১১| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৭
জহুরুল কাইয়ুম বলেছেন: পোস্টটা স্টীকি করার জোরাল আবেদন জানাচ্ছি।
১১২| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৯
জহুরুল কাইয়ুম বলেছেন: পোস্টটা স্টীকি করার জোরাল আবেদন জানাচ্ছি। মানবতার জয় হোক।
১১৩| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৬
রুখসানা তাজীন বলেছেন: Banglay type korte na paray dukhito. Mobile theke post edit korte parchina. Amar Australiar bank account details dichi. Jodi Australia theke keu shahajjo pathate agrohi hon tobe amar ei Australian account e pathate paren. ami sheta Sabbir vaier kache pouche dibo.
Commonwealth Bank
A/C Name: Rukhsana Tarannum Tajin
BSB: 062831
A/c No: 10327883
১১৪| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৭
ব্রেথ অব ফেট বলেছেন: afsos..... menon vaia k phn korechilam... uni 2 bar test koraisen.... unar blood group naki "B-negative".....!
tobuo uni jei sahos r manobota dakhiyechen ta amra keo partam naki sondeho...! jai hok..! ashun amra shoby mile chesta kori... kisu na kisu to kora jabe.... nothing is impossible...!
১১৫| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৯
শাহাদাত তুষার বলেছেন: মেনন আহমেদ বলেছেন: কতো টাকা লাগবে লেখেননি, আমি একটা কিডনি দিতে চাই। আমি কোন টাকা চাইনা। ০১৭১১২৫১৫১০
মেনন ভাইকে সালাম। আল্লাহ উনাকে কবুল করুন।
১১৬| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১০
জহুরুল কাইয়ুম বলেছেন: দিপ বলেছেন: ৭১মুক্তিযুদ্ধ , হত্যা ,সবই নাটক আর দোষ সব বাংগালির।
সময় থাকলে এই পোষ্টটা দেখতে ভুলবেননা।
দিপ বাবু সময় নিয়ে আপনার পোষ্টটা পড়লাম আর ভাবলাম আপনার নীচু মন কত নীচুই না হতে পারে। আপনি সত্যিই কি মানুষ না বড়মানের অন্য কিছু? নিজেকে কি মনে করেন? যেখানে এই পোষ্টটা পড়ে সব্বাই কিছুনা কিছু করার জন্য ভাবছে আর আপনি?? ছি! ছি! ছি!.....................
লেখক আপনাকে অশেষ ধন্যবাদ! এই রকম একটা পোষ্টের জন্য।
১১৭| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ৮:০০
তাজকিরা বলেছেন: তাজিন আপু, আপনার এই চেষ্টা শিক্ষক সাব্বিরের মনোবল বাড়াবে নি:সন্দেহে।
১১৮| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ৮:১৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
তাজিন আশাকরি সাব্বির নামে এই শিক্ষকের সুচিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। আমরা একসাথে থাকলে সম্ভব।
শুভকামনা।
১১৯| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৩০
পাগলমন২০১১ বলেছেন: মেনন ভাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই।আর সেই সাথে তাজিন আপুকেও।আশা করি সাব্বির ভাই আবার আমাদের মাঝে ফিরে আসবেন।
১২০| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৩৮
পাগলমন২০১১ বলেছেন: মেনন ভাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই।আর সেই সাথে তাজিন আপুকেও।আশা করি সাব্বির ভাই আবার আমাদের মাঝে ফিরে আসবেন।
১২১| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ৯:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তাজীন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মেনন ভাই আপনাকে স্যালুট। আপনার রক্তের গ্রুপ না মিললেও আপনাকে আন্তরিক ধন্যবাদ এই কারণে যে আপনি এক বাক্যে বলেছেন কিডনী দিয়ে দিবেন যা আমি বলতে পারি নাই।
সাব্বির ভাইএর জন্য দোয়া রইল
১২২| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১০:১৫
এ হেলাল খান বলেছেন: আমাদের সবার সন্মিলিত প্রচেষ্টায় সাব্বির ভাইকে বাঁচানো অসম্ভব না। আশাকরি সবাই সবাই এগিয়ে আসবেন। মেনন ভাইকে সালাম, হাজার সালাম।
১২৩| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১০:১৮
ডিসকো বান্দর বলেছেন: ভাইরে/আপুরে, আমি ডিসকো বান্দর। ভাবছিলাম আমি বড় কেউকাটা গোছের একজন। কিন্তু রোকসানা বোন ও মেনন ভাই এর কাছে আমি হেরে গেলাম।
আমি ১০০০ বার জন্ম নিলেও উনাদের মতো হতে পারবোনা। আমার যত শিক্ষা, অহংকার সব কিছু ধুলায় গড়াগড়ি খেলো।
আমি অনেক ছোট হয়ে গেলাম রোকসানা বোন ও মেনন ভাই এর কাছে। মনে হচ্ছে আমি আসলেই একজন কুশিক্ষিত বান্দর।
আবার বলতে হচ্ছে...আমি জীবনেও উনাদের মতো হতে পারবোনা।
১২৪| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১০
জাকারিয়া চৌধুরী বলেছেন: আমি একজন প্রইমারি স্কুল টিচার এর ছেলে। আমি জানি সাব্বির ভাই এর মত প্রাইমারি স্কুল টিচারের এর পক্ষে একটা কিডনি কিনার সামর্থ নাই।
আমি মেনন ভাই কে সামনে পেলে তার পায়ে পড়ে সালাম করতাম। দুঃক্ষের বিষয় উনি সাতক্ষিরা, আমার তার সাথে তার হয়ত দেখা হবে না।
একটু আগে তাকে কল করেছিলাম, তাকে জিজ্ঞাসা করলাম আপনার ব্লাড গ্রুপ মিলেছে কি না, তিনি বললেন তার গ্রুপ বি নেগেটিভ, মেলে নাই।
ব্লাড গ্রুপ না মেলায় মেনন ভাই খুবি দুঃখ পেয়েছেন। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল আছেন, সাব্বির ভাইয়ের সাথে তার ব্লাড গ্রুপ মেলে নাই তাতে তিনি কিডনি দানের সিদ্ধান্ত থেকে রেহায় নেননি। মেনন ভাই বললেন, সাব্বির ভাই এর মত এমন কারও যদি কিডনি দরকার হয়, যার কিডনি কিনার সামর্থ নাই, মেনন ভাই তাকে কিডনি দান করবেন। তিনি প্রস্তুত তার কিডনি বিনা মুল্য দিয়ে দেওয়ার জন্য।
মেনন ভাই, আপনাকে আমি সারাজীবন মনে রাখব...
১২৫| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১১
মিথিলা সায়মা বলেছেন: মেনন ভাইকে লাখো সালাম জানাচ্ছি
১২৬| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১১
সিকদার বলেছেন: মেনন ভাইয়ের জন্য আল্লাহর দরবারে কাতর আবেদন ঃ হে আল্লাহ উনাকে দুনিয়া ও আখেরাতে প্রতিদান দাও। সেই সাথে আমাদের সাব্বির ভাইকে সুস্থ করে দাও। তুমি সর্ব বিষয়ে সর্ব শক্তিমান।
১২৭| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২১
সত্যান্বেষী বলেছেন: সাব্বির তার জীবন ফিরে পাক।
১২৮| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২২
শেষের_কবিতা বলেছেন: ইনশাল্লাহ সাব্বির সুস্থ হবে । রবিবার সামান্য কিছু দিয়ে শরীক হব।
১২৯| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২৪
সেতু আশরাফুল হক বলেছেন:
আমরা সকলে মিলে সাব্বিরকে সুস্থ্য করে তুলতে পারি। মেনন ভায়ের মতো মানুষ আছেন বলেই তো পৃথিবীতে ভালবাসা টিকে আছে।
সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। সামুকে ধন্যবাদ পোষ্টটি ষ্টিকি করার জন্য।
আমেন।
১৩০| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১২:০৬
আঃ রব বলেছেন: পোষ্টটি স্টিকি করা হোক । মানুষ মানুষের জন্য , আবার প্রমানিত হবে ইনশাল্লাহ্।
১৩১| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: মজার ধাঁধাঁ গ্রুপের পক্ষ থেকে কিছু টাকা কালেক্ট করে দেয়ার চেষ্টা করছি - আশা করি সাব্বির সুস্থ হয়ে উঠবেন।
১৩২| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৪১
বুলবুল_আজিম০০৭ বলেছেন: আল্লাহ সাব্বির স্যারকে সুস্থ করে দিন... আমীন। আমাদের সবার প্রচেষ্টা নিশ্চয় বিফলে যাবে না...
১৩৩| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১:৩৭
আমারেদশ পাঠকেমলা বলেছেন: আমার দেশ-এ এই পোস্টটা ছাপানোর উদ্যোগ নেয়া হয়েছে। পোস্টদাতা ব্লগার অনুমতি দিলে শনিবারের কাগজে এই পোস্ট ছাপানো হবে।
১৩৪| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ২:৪০
নিশাচর ভবঘুরে বলেছেন: সবার সম্মিলিত প্রচেস্টায় সফলতা আসবেই।
১৩৫| ২২ শে এপ্রিল, ২০১১ ভোর ৪:২৯
তোমোদাচি বলেছেন: আমরা ওসাকা (জাপান) থেকে কিছু সংগ্রহের চেষ্টা করছি, কিছু দিনের মধ্যে ভাল একটা এমাউন্ট পাঠাতে পারব বলে আশা করছি।
১৩৬| ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:১৫
মাসরুরবিডি বলেছেন: সবার সম্মিলিত প্রচেস্টায় সফলতা আসবেই।
১৩৭| ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:৪৩
হাবীব কাইউম বলেছেন: এসিডসন্ত্রাস, গলাকাটা লাশ, জমিদখল, ক্যান্ত্রাস [ক্যাম্পাস সন্ত্রাস], সেফহোম রিমান্ডের এই যুগেও মানুষ এবং মনুষ্যত্ব আছে। আমার কী যে ভালো লাগছে। আমার চোখে পানি চলে এসেছে।
১৩৮| ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:৫২
নুর মাহমুদ বলেছেন: তার আশু সুস্থতা কামনা করছি। সবাই তার সাহায্যে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যাক্ত করছি।
১৩৯| ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:২৩
চতুষ্কোণ বলেছেন: সামুর ব্লগাররা এর আগেও মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারও দাঁড়াবে ইনশাল্লাহ।
১৪০| ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৪৫
কামরুল বরিশাল বলেছেন: লেখাটি পড়ে খুব ভীষণ আবেগ আপ্লুত হয়েছি। আমিও একজন প্রাইমারীর শিক্ষক। বর্তমানে পটুয়াখালী পিটিআই-তে সি-ইন-এড কোর্সে আছি। আমি চেষ্টা করবো অত্র পিটিআই থেকে কিছু অর্থ উত্তোলন করা যায় কিনা। একটা অনুরোধ এই খবরটি প্রাথমিক শিক্ষা অধিদ্পতরে জানালে আরো অনেক সারা পাওয়া যাবে।
১৪১| ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:২৩
তৃণনিয়োগী বলেছেন: মানুষের সাড়া সত্যি আবেগময় করেছে। কষ্ট অনুভব করছি তীব্র। কিন্তু কিছু করতে পারছি না। শুধু দোয়া রইল। আল্লাহ পাক নিশ্চয় তার জন্য মঙ্গল করবেন। মেনন সাহেবকে লাখো ছালাম। আপনি দীর্ঘজীবী হোন।
১৪২| ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৬
সবুজ নীলিমা বলেছেন: সত্যি আপু আপনার পোষ্টটা জনগুরুত্বপুর্ন বিশেষ করে মানুষ মানুষের জন্যে এ বিষয় টা আমরা সব সময় খেয়াল রাখিনা। বিশ্বাস করেন আমার গ্রুপ ও+ তা না হলে আমি সাব্বির ভাইয়ার জন্যে আমার একটা কিডনি দিয়ে এগিয়ে আসতাম শিক্ষার কল্যাণে জনমানুষের স্রোতে।বিশ্বাস আমরা সবাই এগিয়ে আসলে ইনশাল্লাহ আল্লাহ ভাইয়ার দিকে তাকাবেন।খুব কষ্ট হলো----
১৪৩| ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৮
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: আমাদের দেশটা ছোট আর আমরা গরিব, কিন্তু আমাদের মনটা বিশাল যার প্রমান এখানে।
আল্লাহকে বলি, হে আল্লাহ আমাদের সবাই কে তুমি ভাল ও সুষ্হ রাখ।
সামুর এই বন্ধন আটুট রাখ, যেন একজন আরেকজনের পাশে সুখে - দু:খে থাকতে পারি।
আরো দোয়া করি সামু যেন আমাদের এই অদেখা মিলন কোন দিন টাকার লোভে বিক্রি করে না দেয়।
ধন্যবাদ যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন স্যার কে সহযোগিতা করার জন্য ও লেখিকাকে।
১৪৪| ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫৬
রাস্তার ফকির বলেছেন: সমাজের যারা অনেক অর্থকড়ির মালিক তারা কি তাদের একটু সাহায্য করতে পারে না । আমার টাকা থাকলে আমি সাহায্য করতাম। খুব খারাপ লাগছে উনার জন্য।
১৪৫| ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০৪
আমি ছড়াকার বলেছেন:
সাব্বির তোমার ভয় নাই
জেগে উঠেছে লক্ষ ভাই
প্রিয় ব্লগার ভাই বোনেরা আপনাদের এমন উদ্যেগ আর সহযোগিতার মনোভাব দেখে চোখের পানি ধরে রাখতে পারলামনা। কে বলে বাংলাদেশ নষ্ট হয়ে গেছে। যারা বলে তারা এসে দেখে যাক ভাই এর জন্যে ভাই/বোনেরা কেমন অকাতরে ঝাপিয়ে পড়ে।
১৪৬| ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১৯
মাহিরাহি বলেছেন: আল্লাহ উনাকে সূস্থ্য করে তুলুন
১৪৭| ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২৪
ঘটলা বলেছেন: অনেকদিন পর সামুর একজন সদস্য হওয়ায় খুব গর্ব হচ্ছে। যারা যেভাবে যা নিয়ে এগিয়ে এসেছেন তাতে সবাইকে অনেক অনেক শ্রদ্ধা। যাদের আছে, তারা যেমন করে দিচ্ছেন আর যাদের নাই তারাও যেভাবে সাহস ও সহমর্মিতা প্রদর্শন করছেন তাতে মনে হচ্ছে আমরা এখনো মানবিকতাটা হারাই নাই।
ইনশাল্লাহ সাব্বির স্যার সুস্থ হয়ে উঠবেন।
১৪৮| ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪০
স্বার্থত্তা বলেছেন: মেনন আহমেদ বলেছেন: কতো টাকা লাগবে লেখেননি, আমি একটা কিডনি দিতে চাই। আমি কোন টাকা চাইনা। ০১৭১১২৫১৫১
মেনন ভাইকে স্যালুট!
১৪৯| ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৬
হাসান জহুরুল বলেছেন: পোস্ট স্টিকি করা ইউক।
বিশ লক্ষ বা তার কিছু বেশি টাকার অভাবে একজন শিক্ষক মৃত্যুর কাছে হার মেনে গেলে তা হবে আমাদের সবার পরাজয়।
মানুষকে মানুষের জন্যই এগিয়ে আসতে হবে। কেননা 'মানুষ মানুষের জন্য...'
১৫০| ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:২৩
রুখসানা তাজীন বলেছেন: Shamoyik bestotar karone ami post tar regular follow-up korte parchina. Ejonno dukhito. Sabbir vaier shathe amar ektu ageo kotha hoeche. Uni shobar sharha peye abegapluto. Internet e eshob hote pare unar kono dharona chilona.
Oneke Prime Bank Rajshahi er swift code jante cheyechen. Website e pelam:
PRBLBDDH009
(RAJSHAHI BRANCH)
138/144, SHAHEB BAZAR,
RAJSHAHI
BANGLADESH
১৫১| ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৫
জাকারিয়া চৌধুরী বলেছেন: সবুজ নীলিমা বলেছেন: বিশ্বাস করেন আমার গ্রুপ ও+ তা না হলে আমি সাব্বির ভাইয়ার জন্যে আমার একটা কিডনি দিয়ে এগিয়ে আসতাম শিক্ষার কল্যাণে জনমানুষের স্রোতে।
ভাই আপনাকে সালাম।
১৫২| ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:২৬
নিঃসঙ্গ আবেগ বলেছেন: সত্যি চোখের পানি ধরে রাখতে পারলাম না। তার সুস্থতা কামনা করি।
১৫৩| ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:২৮
বাউন্ডুলে রুবেল বলেছেন: রোবট ভিশন বলেছেন: @মেনন আহমেদ , আপনার প্রতি শ্রদ্ধায় মাথা নুইয়ে আসছে...
১৫৪| ২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৫
রাষ্ট্রপ্রধান বলেছেন:
১৫৫| ২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫০
মিষ্টিগল্প বলেছেন: আমরা বাঙালী, আবেগটা একটি বেশী কাজ করে আমাদের মধ্যে - কথাটা শুনেছি বাট কখনও প্রমাণ পাইনি... মেনন সাহেবের উৎসর্গের কথা শুনে বুঝলাম না বাঙালীরা পরস্পরের জন্য জীবনও দিতে জানে। পরের দুঃখে বাঙালী নিজেকে ভুলে যায় এটা একটা বাস্তবতা।
আমরা আমাদের সাধ্যমত এগিয়ে আসলে সাব্বির স্যারের কিডনী প্রতিস্থাপনের খরচের টাকা খুব বেশী কিছু না।
আমরা সবাই মিলে হাত বাড়িয়ে সাব্বির স্যারের জন্য সহযোগিতা করি।
ধন্যবাদ তাজিন আপুকে। আপনি যদি না জানাতেন তবে হয়ত আমরা জানতেও পারতাম না যে একটি শিক্ষার উৎস আমাদের মাঝ হতে বিদায় নিচ্ছে ধুকে ধুকে।
ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ মডুদেরকে।
১৫৬| ২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪৭
এসআইমুরাদ বলেছেন: পোস্টটি স্টিকি করা হউক। সবার সম্মিলিত প্রচেষ্টা একটা উপায় হবে। মানুষ এবং মানবতার পাশে চিরদিন থাকার প্রত্যাশায় পোস্টটি স্টিকি করার জোরালো আবেদন করছি।
১৫৭| ২২ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৫
আমি মিথ্ বলেছেন: .. chokher pani dhore rakha gelo na ...
১৫৮| ২২ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১১
রুখসানা তাজীন বলেছেন: পোস্টটিকে গুরুত্বের সাথে নেয়ার জন্য সামুকে আন্তরিক ধন্যবাদ আবারো। সবাই এত সাড়া দিয়েছেন, আমার এই লেখা সার্থক। আমি পাঁচটি দিন সাব্বির ভাইয়ের স্কুলে উনার সাথে কাটিয়েছি। আমার আশা, আগামী আগস্টে দেশে এসে সাব্বির ভাইয়ের স্কুলে গিয়ে উনার কর্মময় ব্যস্ততা দেখবো। আমাদের একটু সময়, একটু সদিচ্ছা আর একটু জনসংযোগ সবার এই স্বপ্নকে বাস্তব করতে পারে।
১৫৯| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৪৭
সমীর কুমার ঘোষ বলেছেন: @মেনন আহমেদ ভাই, আপনি আপনার আগ্রহের কথা বলে প্রমান করলেন আপনি সাধারন কেউ নন, আপনি সত্যিই মহান। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুন।
১৬০| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১৪
কবীর হুমায়ূন বলেছেন: ''বসতি আবার উঠবে গড়ে
আকাশ আলোয় উঠবে ভরে,
হোক ইতিহাস জীর্ণ মতবাদ ।
এই পৃথিবী শান্ত হবে।
ঝড় একদিন থেমে যাবে,
দুঃখ-কষ্ট সব হোক নিপাত।''
ধন্যবাদ, রুখসানা তাজীন। একটি সংবেদনশীল পোস্ট সামুতে তুলে আনার জন্য।
আর কামনা করি, সাব্বির সাহেবের উপর আল্লার অশেষ করুণা বর্ষিত হোক।
১৬১| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২৮
রুখসানা তাজীন বলেছেন: অস্ট্রেলিয়া এবং জাপান থেকে সহৃদয় বাংলাদেশীরা সাব্বিরের জন্য নিজ উদ্যোগে অর্থ সংগ্রহের আশ্বাস দিয়েছেন। অস্ট্রেলিয়াস্থ আমার ব্যাংক একাউন্টে আজ অস্ট্রেলিয়ার একজন ভাইয়া ২০০ ডলার জমা দিয়েছেন।
সবাইকে ধন্যবাদ।
১৬২| ২৩ শে এপ্রিল, ২০১১ রাত ১:০৫
দ্বীপ রয় বলেছেন: বড় কষ্টের কাহিনী পড়তে হল আজ।মনের অজান্তে চোখের জল বাঁধ হারালো-ভেসে উঠলো সাব্বিরের ছোট্ট শিশু মেয়েটির মুখ! এই কি তবে মানুষের জীবন? সময় আর প্রকৃতির কাছে আসলে আমরা কতটা অসহায় তা এখান থেকেই অনুমান করা যায়।পরম করুনাময়ের নিকট প্রার্থনা করি-তিনি যেনো সাব্বিরের প্রতি সদয় হন।অকালে ঝরে যাওয়া থেকে সাব্বিরকে তিনি যেনো রক্ষা করেন।সকল ব্লগার বন্ধুদের নিকট আমার আবেদন রইলো আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সাব্বিরকে বাঁচতে সাহায্য করি।১৬কোটি মানুষের দেশে ২০লক্ষ টাকা খুব বেশী কিছু নয়।এ দেশের মাত্র ১শতাংশ মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে ১টি করে টাকা দেন-তাহলে সাব্বির আবার তার প্রিয় ছাত্রদের মাঝে তাঁর বিদ্যালয়ে সুস্থ্য হয়ে ফিরে আসতে পারবেন।ধন্যবাদ লেখককে
১৬৩| ২৩ শে এপ্রিল, ২০১১ রাত ৩:৪০
তানজীল ইসলাম বলেছেন: যারা সৃষ্টির সেবায় নিয়োজিত,
আল্লাহ সকলের উদ্যোগকে সফল করুন, আমিন।
১৬৪| ২৩ শে এপ্রিল, ২০১১ ভোর ৫:৫১
কষ্ট - ১ বলেছেন: আন্তরিক ধন্যবাদ তাজীন আপুকে। সাব্বির ভাইয়ের সুস্থতা কামনা করছি
১৬৫| ২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:২২
তৃণনিয়োগী বলেছেন: এই পোস্টটি ৩৬৫৯ জন পড়েছেন। আমরা কি পারি না ১০০০ টাকা করে দিতে? তাহলে কত টাকা হয়ে যেত! আসুন আমরা সবাই অন্তত ১০০০ বা ৫০০ টাকা করে দিয়ে তাকে সাহায্য করি। সাব্বির ভাইয়ের একাউন্ট নাম্বার সংযুক্ত করুন।
১৬৬| ২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:২৭
তৃণনিয়োগী বলেছেন: দুঃখিত, একাউন্ট নাম্বার দেওয়া আছে। চলুন সবাই এগিয়ে আসি। ছোট থেকেই বড় এমাউন্ট হয়ে যাবে।
১৬৭| ২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:০১
তারছিড়া.. বলেছেন: মনটা খুব খারাপ হয়ে গেল। সাধ্যমত চেষ্টা করে যাব তার জন্য। আপনার অনুমতি না নিয়েই এখানে প্রকাশ করলাম।
১৬৮| ২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৯
শিস্তালি বলেছেন: @মেনন ভাই: ভাইজান আল্লাহ্ আপনার সহায় হোন। বি নেগেটিভ অনেক rare হয়তোবা আপনি আরো ভালোভাবে অন্য কারো জন্য উপকারে আসবেন। রেগুলার রক্ত দিবেন প্লিজ এখন থেকে।
@তানজিনা আপু: আমি অনেকদিন ধরেই ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করে রেখেছিলাম-শুধু আপনার এই পোস্ট শেয়ার করার জন্যই আজ লগিন করবো।চোখের পানি ধরে রাখতে পারিনি আপনার লেখা পরে আমি আমার সাধ্যমত যতটুকু পারি করবো ইনশাল্লাহ্ :-)
১৬৯| ২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৬
শিস্তালি বলেছেন: আরেকটা কথা-ডাচ বাংলা ব্যাংককে কি কোনভাবে জানানো যায়না সাহায্যের জন্য????????
১৭০| ২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৩০
মেসবাহ য়াযাদ বলেছেন: তোমার এ লেখাটা দেখে প্রায় বছর খানেক পরে সামুতে লগ ইন করলাম তাজীন...
১৭১| ২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:০৮
একরামুল হায়দার বলেছেন: বাবা, মা, ভাই এর কিডনী এর জন্য চেষ্টা করুন | অন্যটা নিলে পরে সমস্যা দেখা যেতে পারে |
ঢাকা এর "আকিজ গ্রুপ" Kidney Transplant এর জন্য সাহায্য করে |
Kidney Foundation এর success rate খুব ভালো, খরচও খুব কম |
১৭২| ২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৭
আমারেদশ পাঠকেমলা বলেছেন: আজ দৈনিক আমার দেশ-এ পুরো পোস্টটাই লেখকের অনুমতিক্রমে ছাপানো হয়েছে
১৭৩| ২৩ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৩
উম্মে মারিয়াম বলেছেন: এত মানুষ যারদিকে সাহায্যের হাত বাড়িয়েছে সে মানুষের মাঝ থেকে হারিয়ে যেতে পারেনা।অন্যান্য পত্রিকায়ও প্রকাশের ব্যবস্থা নেওয়া হোক।যেন আরও মানুষের নজরে আসে।
১৭৪| ২৩ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৪
ইসলাম রফিকুল বলেছেন: পোষ্টটা ষ্টিকি করা হউক । মেনন ভায়ের উদারতা দেখে ভালো লাগলো । পোষ্টটা ফেসবুকে শেয়ার করলাম ।
১৭৫| ২৩ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩০
বনী বলেছেন: এত মানুষ যারদিকে সাহায্যের হাত বাড়িয়েছে সে মানুষের মাঝ থেকে হারিয়ে যেতে পারেনা।পোষ্টটা ষ্টিকি করা হউক
১৭৬| ২৩ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০২
সুমাইয়া শেলী বলেছেন: বড়লোকের কুকুরের এক ঠ্যাংয়ের চেয়েও আমাদের মূল্য কম। আমাদের কথা ভাবার মত সময় কারো নেই......................।
১৭৭| ২৩ শে এপ্রিল, ২০১১ রাত ৮:০১
রুখসানা তাজীন বলেছেন: সাব্বির ভাইয়ের সাথে কথা বলে জানলাম উনি কিডনি বিক্রয়ে ইচ্ছুক ব্যক্তিদের সাথে অচিরেই যোগাযোগ করবেন। যেহেতু অর্থ সংস্থানের একটা ব্যবস্থা সবাই মিলে করছেন, উনি পরবর্তী কাজগুলোর বিষয়ে এখন নিশ্চিন্তে সিদ্ধান্ত নিতে পারবেন। আমি আশা করি নিয়মিত তার খবরগুলো জানাতে পারবো।
সবাইকে অশেষ ধন্যবাদ সাহায্য ও সমবেদনার হাত বাড়িয়ে দেয়ার জন্য।
১৭৮| ২৩ শে এপ্রিল, ২০১১ রাত ৮:০৪
কুহক' বলেছেন: সাথে থাকবার অভিপ্রায় রইলো......
১৭৯| ২৩ শে এপ্রিল, ২০১১ রাত ৯:০৮
nekray_manob_kashfee বলেছেন: we should not let him die......
১৮০| ২৩ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৬
মানবিক ৩০ বলেছেন: যারা এখানে মন্তব্য করেছেন তাদের কাছে আমার মথা নত হয়ে গেছে(শ্রদ্ধায়) মানুষের জয় হোক ............আসুন আমার যে যা পারি সাহায্য নয় ভালবাসার হাতটি বাড়াই
১৮১| ২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১:০৯
স্বপ্নচর বলেছেন: সাথে আছি।আশা করি আমরা সবাই সাথে থাকলে ওনাকে আবার সুন্দর জীবনে ফিরিয়ে আনতে পারবো।
১৮২| ২৪ শে এপ্রিল, ২০১১ রাত ২:৩৮
সৈয়দ অয়ন বলেছেন: মেনোন ভাই কে জানাই বিনম্র শ্রদ্ধা। স্বার্থ বিনা এমন কাজের উদ্যোগ আমাদের সাহস যোগায়, উৎসাহিত করে।
পোস্ট স্টিকি হোক। মানবিক কারনে অন্ততও করা হোক। সামান্য কিছু হইতো আমার দ্বারা হবে। এমন সবার সামান্যতেই অসামান্য কিছু হবে ইনশাল্লাহ।
১৮৩| ২৪ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:০৭
ইন্জিনিয়ার জনি বলেছেন: আজই প্রথম পোস্ট টি পড়লাম। সব কয়টি কম্ন্টেস পড়লাম। আমার লেখা লেখির অভ্যাস নাই, তাই আপনাদের মতন সুন্দর করে গুছিয়ে মনের কথা গুলো প্রকাশ করতে পারলাম না। আমি আমার সাধ্যমতন চেষ্টা করবো, আমার কাছের মানুষ দের মাঝেও বার্তাটি পৌছে দিব ইনশাল্লাহ।
আল্লাহ তায়ালা সাব্বির স্যার কে সুস্থ করে দিবেন, এত গুলোন মানুষের চোখের পানি যার জন্য টলমল করছে।
১৮৪| ২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৪১
বিডিওয়েভ বলেছেন: বড়লোকের কুকুরের এক ঠ্যাংয়ের চেয়েও আমাদের মূল্য কম। আমাদের কথা ভাবার মত সময় কারো নেই......................।
১৮৫| ২৪ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:০৮
আদিত্য আরাফাত বলেছেন: নাগরিক ব্যস্ততায় অনেক দিন কারো জন্য কাদা হয় না। ইট-পাথরের এ শহুরে কবে কেদেছিলাম ঠিক মনে নেই। অনেকদিন পর ভিজে উঠলো চোখ...।
.... দুই টাকার চাকরি করে কি-বা আর সাহায্য করতে পারি। তবু বেতনের কিছু টাকা দিয়ে দিবো। সুস্থ্য হয়ে উঠুক মানুষ গড়ার কারিগর...
১৮৬| ২৪ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৩
জাফর বায়েজীদ বলেছেন: এভাবে দেখা হবে ভাবিনি।
সাব্বির আমার অনার্স এর বন্ধু। ওর ছবি দেখেই চমকে উঠেছিলাম। সাত বছর পরে দেখা। বন্ধু, এভাবে কোন আপনজনকে কেউ যেন খুজেঁ না পায়।
ওর সঙ্গে কথা হলো সাত বছর পরে।
আমি আর লিখতে পারছি না।
১৮৭| ২৪ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৩
নুরুল আবছার চৌধুরী দিনু বলেছেন: অনেকগুলো মানুষ যার সুস্থতার জন্য চেষ্টা করছে সে নিশ্চয়ই এত সহজে চলে যেতে পারবে না। আশা করছি থুব শীঘ্র্ই তিনি ভাল হয়ে উঠবেন।
১৮৮| ২৪ শে এপ্রিল, ২০১১ রাত ৯:২১
শেখ রহিম বলেছেন: আছি...........
১৮৯| ২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১০:২৯
প্যানুয়েল প্রিন্স বলেছেন: ভালবাসার শক্তিতে ভাল হয়ে উঠুক মোহাম্মদ সাব্বির রহমান। পাশে আছি
১৯০| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ১:৩৪
অগ্নি সারথি বলেছেন: জয় হোক মানবতার।পাশে আছি সাব্বির ভাই।
১৯১| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ১:৪০
সংগ্রামী মানুষ বলেছেন: আমি মানুষ ও মানবতার জন্য কাজ করি সাধ্যমত, দিন রাত ২৪ ঘন্টার মধ্যে গড়ে ৫/৬ ঘন্টা নিজের ঘুম খাওয়া দাওয়ার জন্য আর বৌ-বাচ্চাকে সময় দেই ।
জীবনের ঝুকি নিয়ে কাজ করি । আমার মানবাধিকার সংগঠনটি চালাবার জন্য বিক্রি করে দিয়েছি পৈত্রিক সুত্রে পাওয়া শেষ সম্বল , আমার ২টি সন্তান আছে ।
তারপরও আমি কথা দিলাম আমার একটি কিডনী আমি বিনামুল্যে দিয়ে দিবো ।
আমার যে আর কিছু সামর্থ নাই । আগামি কাল আমার ব্লাড গ্রুপটা টেষ্ট করাবো ।
আপনারা দোয়া করবেন
১৯২| ২৫ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২৭
শিস্তালি বলেছেন: সংগ্রামী ভাই ধন্যবাদ কিন্তু কিছুটা কষ্ট পেলাম আপনি আপনার গ্রুপ জানেননা! কিডনী দেন বা না দেন রক্ত দেবেন রেগুলার প্লিজ। আপনার ইচ্ছার জন্য সশ্রদ্ধ সালাম।
১৯৩| ২৫ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৩
রাজন৫৩০ বলেছেন: চোখের পানি ধরে রাখতে পারলাম না ............................
১৯৪| ২৫ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৭
সুহৃদ উপল বলেছেন: সাব্বির ভাইয়ের রাজশাহী প্রাইম ব্যাংকের একাউন্ট নম্বর কত? দিয়ে দেন....। ফেসবুকে শেয়ার করলাম.....
১৯৫| ২৫ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০৪
সুহৃদ উপল বলেছেন: এখানে দেখতাছি কান্দাকাটির পাবলিক বেশী, টাকা পাঠানোর বান্দা কম......... বেহুদা না কাইন্দা ২ টা টাকা পাঠান, কাজে দিব। আমি ২ বছরের এক মেয়ের পিতা.....। পিতা হিসেবে সাব্বির ভাইয়ের কষ্ট যে কি...তা কি করে বোঝাই?...............
আমারা আপনাকে মরতে দেব না ভাই....
১৯৬| ২৫ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৭
সংগ্রামী মানুষ বলেছেন: আমার রক্তের গ্রুপ বি পজেটিভ । কিন্তু আমি পারলাম না , আমি আমার
অনেক আদরের ২টি কন্যা সন্তানএর চোখের পানির কাছে হেরে গেলাম ।
আমি ওদের কোন আব্দারই তেমন একটা রাখতে পারিনা । তাদেরকে আমি অনেক কিছু থেকেই বঞ্চিত করেছি ।
আমি সকালে বাসা থেকে বের হয়ে একটি প্যাথলজিতে গিয়ে টেষ্ট করাবার পর নিশ্চিত হয়েছিলাম আমার রক্তের গ্রুপটা । এই ব্যাপারে আমার মা আর স্ত্রীকে বুঝাবার চেষ্টা করলাম যে আমার কিছু ক্ষতি হবে না ................ আরও অনেক কিছুই বুঝালাম , তাদের চোখ সিক্ত ছিল কিন্তু উপেক্ষা করলাম তারপরও কাজ হলোনা , যখন আমার অবুঝ সন্তান দুটিকে দেখলাম ওরা অপলক চোখে তাকিয়ে আছে আমার দিকে আর ওদের চোখ বেঁয়ে পানি পরছে * আমি হেরে গেলাম ! আমি হেরে গেলাম , আসলে আমি একটা কাপুরুষ !!
হে আল্লাহ্ !তুমি মৃদুলা মামনিকে এতিম করে দিওনা । তুমি সাব্বিরকে বাঁচাও আল্লাহ্ ।
১৯৭| ২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৯
শাহীন ভূইঁয়া বলেছেন: :-& :-&
১৯৮| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৩০
আরিফ১৯৭৮০০৭ বলেছেন: সাব্বির ভাই, আপনি ডিজি প্রাইমারি বরাবর সাহায্যের জন্য আবেদন করুন। তখন সেটা দেশের সকল থানা প্রাথমিক শিক্ষা অফিসে পৌছালে দেশের সকল প্রাথমিক শিক্ষক আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবে। মনে রাখবেন (“আমরা প্রাইমারি স্কুলের শিক্ষক। বড়লোকের কুকুরের এক ঠ্যাংয়ের চেয়েও আমাদের মূল্য কম। আমাদের কথা ভাবার মত সময় কারো নেই।”) এই কথা যেমন সত্য,তেমনি শুধুমাত্র দেশের কিছুসংখ্যক অবহেলিত প্রাথমিক শিক্ষক আপনার জন্য সাহায্যের হাত বাড়ালে এই সামান্য ২০ লাখ টাকা যোগাড় করা অসম্ভব কিছু না। প্রতি শিক্ষক মাত্র ১০টাকা করে দিলে বাংলাদেশের ২লাখ শিক্ষকই আপনার প্রয়োজনীয় টাকা যোগাড় করে দিতে পারে। ইনশাআল্লাহ্ ।
মোবাইল ফোনে আপনার সাথে যোগাযোগ করব।
১৯৯| ২৬ শে এপ্রিল, ২০১১ রাত ১২:২৮
জাওয়াদ তাহমিদ বলেছেন: .. আল্লাহ উনার সহায় হোন
২০০| ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১৮
কালা বলেছেন: দেশে এখনও মেনন ভাই কিংবা সংগ্রামী মানুষ ভাইয়ের মত মানুষ আছে বলেই আমরা বেঁচে আছি। সাব্বির ভাইয়ের এই করুণ অবস্থার জন্যে মহান করুণাময়ের আছে দোয়া করি তিনি সুস্থ্য হয়ে উঠুন। ধন্যবাদ এই রুখসানা আপাকে। আপনি একটা মহৎ কাজ করেছেন।
২০১| ২৬ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০২
শিস্তালি বলেছেন: আবারো বলছি, ডাচ বাংলা ব্যাংককে কি কোনভাবে জানানো যায়না সাহায্যের জন্য???????
এখন ওনার টাকাপয়সা কতটা ম্যানেজ হয়েছে কেউ জানলে জানাবেন প্লিজ
২০২| ২৬ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৮
প্রািন্ত বলেছেন: মেনন ভাই এর লেখা পড়ে খুব ভাল লাগল। এরকম মানসিকতার মানুষকে শুধু শ্রদ্ধাই করতে ইচ্ছে করে। এরকম মানুষ আমাদের এই সমাজে আছেন? বিষয়টা ভাবতে বেশ ভাল লাগে। অভিনন্দন মেনন ভাই।
২০৩| ২৬ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৩৬
মুহা মামুনুর রশীদ সনেট বলেছেন: "দশের লাঠি একের বোঝা" কিংবা ভুপেন হাজারিকার সেই বিখ্যাত গান "মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারেনা ও বন্ধু ......আমরা সাব্বির স্যারকে আমাদের মাঝে রেখে দিতে চাই, মহান আল্লাহ আমাদের সহায় হোক............
২০৪| ২৭ শে এপ্রিল, ২০১১ রাত ১:১০
আনমনেএকাকী বলেছেন: সাব্বির ভাইয়ের এখন কি খবর ......????
২০৫| ২৭ শে এপ্রিল, ২০১১ রাত ১:১০
আনমনেএকাকী বলেছেন:
সাব্বির ভাইয়ের এখন কি খবর ......????
২০৬| ২৭ শে এপ্রিল, ২০১১ রাত ১:১০
আনমনেএকাকী বলেছেন: সাব্বির ভাইয়ের এখন কি খবর ......????
২০৭| ২৭ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:৫২
শফিকুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রুখসানা আপু।
আবার প্রমাণ দিলেন, আপনি বন্ধু, মানুষের বন্ধু...
ভালো থাকবেন।
২০৮| ২৭ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:০৮
সাইফমাহদী বলেছেন: তাঁর জীবন সুন্দর হয়ে উঠুক।
২০৯| ২৭ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:২১
রুখসানা তাজীন বলেছেন: দেশ থেকে অস্ট্রেলিয়া ফেরা এসব নিয়ে গত ২/৩ দিন আমি একটু ব্যস্ত ছিলাম। সাব্বির ভাইয়ের সাথে প্রতিদিনই কথা হয়েছে। কাল রাতে জানলাম, প্রতিদিনই উনাকে অসংখ্য মানুষ ফোন করছেন। প্রাইম ব্যাংকের একাউন্টে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৩১০০ টাকা জমা হয়েছে। এছাড়া জাপান থেকে ১৯৫০০ টাকা সাব্বির ভাইয়ের একাউন্টে পাঠানো হয়েছে বলে ফোনে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রি সে টাকা একাউন্টে পৌঁছে যাবে। আমার অস্ট্রেলিয়াস্থ ব্যাংক একাউন্টে এ পর্যন্ত ২৭০ অস্ট্রেলিয়ান ডলার জমা হয়েছে।
সাহায্য গ্রহণের জন্য একটি পে-পাল একাউন্টের আবেদন করা হয়েছে। আশা করছি খুব শীঘ্রি সেটা এক্টিভেট হবে। সাথে সাথে আমি লিংক ব্লগে এবং ফেসবুকে দিয়ে দিবো।
ডাচ-বাংলা ব্যাংকের পক্ষ থেকে সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে কতটুকু সাহায্য পাওয়া যাবে এ ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি। ব্যাংকের পক্ষ থেকে চুড়ান্ত নিশ্চয়তা পাওয়ার পরে সেটা সবাইকে জানিয়ে দিবো আশা রাখছি।
সাব্বির ভাইয়ের স্বাস্থ্যের অবস্থা আগের মতোই আছে। কিডনি বিক্রেতাদের উনি বলে রেখেছেন, অর্থ সংস্থান হলেই প্রতিস্থাপনের ব্যবস্থা শুরু করা হবে।
২১০| ২৭ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫৮
শরিফ নজমুল বলেছেন: আজ সাব্বির ভাইয়ের একাউন্টে ১০,০০০ টাকা জমা দিয়েছি, ঢাকা থেকে।
আশা করি আপনি চেষ্টা চালিয়ে যাবেন.....অভিগ্গতা বলে, লেগে না থাকলে মানুষ যতই স্বান্তনা দিক, টাকা উঠবে খুব কমই।
ব্লগের মাধ্যমে াশা করি আপডেট পাব....
সকলের চেষ্টায় সাব্বির ভাইয়ের চিকিতসা সফল হওক, এই প্রার্থনা।
২১১| ২৭ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০৮
রুখসানা তাজীন বলেছেন: অসংখ্য ধন্যবাদ নজমুল ভাই। আমি পোস্টে আপডেট করে দিচ্ছি।
২১২| ২৭ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৪
শিস্তালি বলেছেন: @tajin apu: প্রাইম ব্যাংকের একাউন্টে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৩১০০ টাকা জমা হয়েছে। আমার মনে হয় আপনি ভুল বলছেন কারণ আমিইতো ৪১০০ টাকা জমা দিয়েছি তার আগেই!!!!
২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৯
রুখসানা তাজীন বলেছেন: শিস্তালি, ধন্যবাদ আপনাকে। কাল বাংলাদেশ সময় রাত দশটায় সাব্বির ভাইয়ের সাথে কথা হলো। উনি ব্যাংক হিসাবের যা জানালেন সেটাই আমি বলেছি। এমন হতে পারে আপনার টাকা গতকাল পর্যন্ত ব্যাংকে আসেনি তাই সাব্বির ভাই জানাতে পারেননি। আমি উনাকে আপনার অনুদানের কথা ফোনে জানাচ্ছি। আর ব্লগেও আপডেট করে দিচ্ছি।
২১৩| ২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৫
মুফতি খার উদ্দিন বলেছেন: ভাল উদ্যোগ,
২১৪| ২৭ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫২
খালেদা আকতার বলেছেন: পুরো লেখাটা কোথায় পাওয়া যাবে?
২৭ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৮
রুখসানা তাজীন বলেছেন: আপু, লেখাটা ঠিক করে দিয়েছি।
২১৫| ২৭ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪২
েমাতাহার বলেছেন: কর্তৃপক্ষের নিকট পোস্টটি স্টিকি করার আবেদন রইলো।
২১৬| ২৭ শে এপ্রিল, ২০১১ রাত ৮:১২
তাহের চৌধুরী সুমন বলেছেন: সাব্বির ভাই সুস্থ হয়ে উঠুক এই কামনা.. .
২১৭| ২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:১৭
প্রবাহ.কম বলেছেন: সাব্বির ভাই সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি।
২১৮| ২৮ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
জামিলা শফী সিদ্দীকি বলেছেন: ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। ওনি সুস্থ্ হয়ে উঠবেন। বিভিন্ন ব্যানিজ্যিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসতে সাব্বির ভায়ের চিকিৎসার খরচ জোগার হওয়া খুবই সহজ ব্যাপার। আশা করি ব্যাংক, ব্যানিজ্যিক প্রতিষ্ঠান, সরকার সর্বপরি দেশ-বিদেশের সকল বন্ধুরা তাঁকে আপন করে নিয়ে এগিয়ে আসবেন খুব দ্রুত।
২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৩৪
রুখসানা তাজীন বলেছেন: আমরাও আশা করছি ব্যাংক বা অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান এগিয়ে আসবে।
২১৯| ২৮ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৪৫
জারনো বলেছেন:
সাব্বির ভাইয়ের বর্তমান শারিরীক অবস্থা কেমন? সুস্থ্য আছেন তো?
২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৩৩
রুখসানা তাজীন বলেছেন: যেহেতু দুটো কিডনিই প্রায় অকেজো, অতি দ্রুত প্রতিস্থাপন না করলে অন্য সব অঙ্গ আক্রান্ত হওয়া শুরু হবে। এখন পর্যন্ত যতটুকু শারীরিক শক্তি আছে সেটা দিয়ে সাব্বির ভাই চলাফেরা করছেন, স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছেন, কিন্তু শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে।
২২০| ২৮ শে এপ্রিল, ২০১১ রাত ৯:০৮
স্যার ... বলেছেন: আমরা কেনো যেন সব সময় এভাবে অন্যের ব্যথায় সমব্যথি হই।
২২১| ২৮ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৪০
সৈয়দ আব্দুর রব বলেছেন: please include detail phone number and other contact yes we will try to help u.
sated from usa
২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:২৫
রুখসানা তাজীন বলেছেন: ধন্যবাদ রব ভাই আপনার আগ্রহের জন্য। সাবির ভাইয়ের ফোন নম্বর +৮৮০১৭১৯৯৩৩০৯৬। ব্যাংক হিসাবের বিস্তারিতঃ
সাব্বির রহমান, সঞ্চয়ী হিসাব নং ১১২২১০৮০০১৪৪১৩, প্রাইম ব্যাংক, রাজশাহী। SWIFT code: PRBLBDDH009
(Sabbir Rahman, Saving A/C No: 11221080014413, Prime Bank, Rajshahi) SWIFT code: PRBLBDDH009
২২২| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ২:২২
প্রিন্স অফ ডার্ক বলেছেন: tajin apu apnake ki bole dhonnobad janabo janina,kintu apnar moto angels ase bolei monushotto akhono mara jayni.apni ai lekha na dile sabbir er golpo hoyto ojanai theke jeto shobar.akhon tao to amra unake bachanor chesta korte parbo at least.ami rajshahi tei thaki,amar saddho khubi kom tobuo chesta korbo ai mohot uddoge ongsho nite
২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৩০
রুখসানা তাজীন বলেছেন: প্রিন্স অফ ডার্ক, অনেক ধন্যবাদ আপনাকে। সামনাসামনি এই মানুষটাকে মৃত্যুর দিকে যেতে দেখে আমার মনে হয়েছে এভাবে মরতে দেয়া যায়না। আমরা এককভাবে কেউ হয়ত পারবোনা, তবে সবাই উনার খবর জানলে, ছড়িয়ে দিলে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা এমন কঠিন কিছু হবেনা। আমি সবার কাছে কৃতজ্ঞ সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দেয়ার জন্য। সত্যি বলতে কি, এখন পর্যন্ত আশানুরূপ সাহায্য পাওয়া যায়নি। তবে আমরা থেমে যাবোনা। সাব্বির ভাইকে সুস্থ করে তুলবোই।
২২৩| ২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:২১
রুখসানা তাজীন বলেছেন: অস্ট্রেলিয়ার ব্যাংক একাউন্টে এখন পর্যন্ত মোট জমা হয়েছে ৫৯০ ডলার। সাব্বির ভাইয়ের সাথে কথা বলে দেশের একাউন্টে জমার পরিমাণ শীঘ্রই জানিয়ে দিবো।
২২৪| ২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:০২
এম রাসেল বলেছেন: পোস্টটি স্টিকি করার জন্য মডারেটরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এ বিষয়টি সবাই জানানোর চেস্টা করছি। আসুন সবাই দেশের একটি অতি মূল্যবান প্রাণ বাঁচাতে এগিয়ে আসি। সাব্বির ভাইয়ের অতি সত্তর সুস্থতা কামনা করছি।
২২৫| ২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০০
রুখসানা তাজীন বলেছেন:
PayPal এর মাধ্যমে অর্থ পাঠাতে অনুগ্রহ করে নীচের লিঙ্কে PayPal বাটনটির সাহায্য নিনঃ
http://donatesabbir.wordpress.com/
২২৬| ২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৬
আসক্ত_আমি বলেছেন: সামু ব্লগের সব ব্লগার কমপক্ষে ১০০ করে টাকা দেই আগে, তারপর যার যার ব্যাক্তিগত ইচ্ছা। আমি একজন ছাত্র হিসেবে বললাম। কে কে দিলাম তা এই ব্লগে এসে জানাবো।
২২৭| ২৯ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৪
রুখসানা তাজীন বলেছেন: একটু আগের সাব্বির ভাইয়ের সাথে কথা বলে মনটা খারাপ হয়ে গেলো। কাল রাত থেকে অনবরত বমি হচ্ছে। শরীর একেবারেই ভেঙ্গে পড়েছে। আগামীকাল BIRDEM এ যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু শরীরের এ অবস্থায় রাজশাহী থেকে ঢাকা যেতে পারবেননা। সাব্বিরের বাবা আর একজন কিডনী দাতা কাল BIRDEM এ যাচ্ছেন সব বিষয়ে ধারণা নিতে।
ডাচ-বাংলা ব্যাংক থেকে আর কোন যোগাযোগ করা হয়নি। সাব্বির কতটুকু সাহায্য পাবেন তা কিছুই বোঝা যাচ্ছেনা। BIRDEM এর কিডনী ল্যাবে কাল উনারা গিয়ে সরাসরি কথা বলে দেখবেন কতটুকু সাহায্য পাওয়া যায়।
সাব্বির ভাইয়ের একাউন্টে এ পর্যন্ত ৮৯,০০০ টাকা জমা হয়েছে। আমার অস্ট্রেলিয়ান একাউন্টে জমার পরিমাণ মোট ৭৪০ ডলার। এক সপ্তাহে দেড় লাখের মত যোগাড় হলো। আমাদের আরো অনেক দূর যেতে হবে। বড় কোন অনুদান না পেলে সবকিছু অনিশ্চয়তার দিকে চলে যাবে।
২২৮| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৫
হাসিনুল ইসলাম বলেছেন: উনার বর্তমান অবস্থা জেনে খারাপ লাগছে। ১ মে-র পরের দিন সোমবারে আশা করি সামান্য কিছু সংগ্রহ চার পাঁচ হাজার টাকা উনার একাউন্টে পৌঁছাতে পারব। আল্লাহ সহায় হোন।
২২৯| ৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১:২২
ইকবাল হোসেন মজনু বলেছেন: আল্লাহ তুমি সাব্বির ভাইয়ের দু’বছরের কন্যাসন্তান মৃদুলার কথা চিন্তা করে তাকে শেফা দান করো। আমিন।।
২৩০| ৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০৩
নব্য কথা বলেছেন: সাব্বির স্যারের জন্য কিছু করতে পারলে নিজেকে গরবিত ভাববো।
২৩১| ৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০৩
মাহিরাহি বলেছেন: আল্লাহ তুমি সাব্বির ভাইয়ের দু’বছরের কন্যাসন্তান মৃদুলার কথা চিন্তা করে তাকে শেফা দান করো। আমিন।।
২৩২| ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৬
শহিদুল ইসলাম বলেছেন: আল্লাহ তুমি সাব্বির ভাইয়ের দু’বছরের কন্যাসন্তান মৃদুলার কথা চিন্তা করে তাকে শেফা দান করো। আমিন।।
২৩৩| ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৬
রবিউলকরিম বলেছেন: আমরা আপনার সাথে আছি।
২৩৪| ৩০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:০৪
নাঈম১২৩৪ বলেছেন: খুব খারাপ লাগছে। বিশ্বজগতের প্রতিপালক মাহান প্রভু আল্লাহতায়ালা সাব্বির ভাইয়ের দুনিয়া ও আখিরাত সুন্দর করুন এ দোয়া করি।
২৩৫| ৩০ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৪
সনেট০৬ বলেছেন: “মেয়েটা আমার এত সুন্দর। ওর জন্য বড় বাঁচতে ইচ্ছা করে। মিছেমিছি রান্না করে আমাকে বলে, আব্বু গোসতো নান্না করেছি, সুড়ুত করে খেয়ে ফেলো। হায়রে মেয়ে, এতিম হয়ে বড় হতে হবে। মাথার উপর কোন ছায়া থাকলোনা, বাবার আদর এই সুন্দর মেয়েটার কপালে নেই''
বিধাতার কাছে প্রারতঃনা করি " আপনার ইচ্ছা পুরণ হোক এবং আপনার মেয়ের রান্না সুডুত খেয়ে ফেলতে পারেন''
এই প্রতঃম আমার জীবনে মানুষ রুপি বিধাতাকে দেখলাম "মেনন ভাই"
২৩৬| ৩০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সাব্বির আল্লাহ তোমাকে দীঘায়ু দিক। তুমি নিশ্চই সুস্থ্য হয়ে আমাদের মাঝে থাকবে মেনন ভাই এর মত দেবতার জন্যে।
২৩৭| ০১ লা মে, ২০১১ সকাল ১০:২২
কষ্ট - ১ বলেছেন: সাব্বির ভাইএর বিষয়টি প্রাইমারী শিক্ষা অধিদপ্তর এবং ডাস বাংলা ব্যাংককে জানালে তারা হয়তো এগিয়ে আসবে।
০১ লা মে, ২০১১ সকাল ১০:৪৩
রুখসানা তাজীন বলেছেন: ডাচ-বাংলা ব্যাংক থেকে কতটুকু সাহায্য পাওয়া যাবে তা কাল বারডেমে গেলে জানা যাবে। সাব্বির ভাইয়ের বাবা কাল ডাচ-বাংলা ব্যাংকের সহায়তায় প্রতিষ্ঠিত বারডেমের কিডনী ল্যাবে যাবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সাব্বির ভাই আগে জানিয়েছিলেন। আমি আবারো যোগাযোগের চেষ্টা করছি।
২৩৮| ০১ লা মে, ২০১১ সকাল ১০:৫৭
রুখসানা তাজীন বলেছেন: সাব্বির ভাইয়ের সর্বশেষ অবস্থা তাঁর জবানিতেই শুনুনঃ
"আপা, খুব বেশি বমি হচ্ছে। কিছুই মুখে নিতে পারছিনা। মুখ চোখ একদম ফুলে গেছে। ডায়ালাইসিস করার কথা এতদিন ভাবিনি খরচের কথা চিন্তা করে। মাসে ৪০/৫০ হাজার খরচ আর যতদিন বেঁচে আছি এটা করে যেতে হবে। এজন্য বিকল্প ব্যবস্থা প্রতিস্থাপনের দিকে গিয়েছিলাম। কিন্তু শরীর এত খারাপ হয়েছে যে এখন মনে হচ্ছে ডায়ালাইসিস শুরু করে দেই। কিডনী ম্যাচিং কতদিনে হয় আর কতদিনে চিকিতসা শুরু হয়, কিছুতেই আশা পাচ্ছিনা। বড় অংকের টাকা পেলে হয়ত কিডনী ম্যাচ হয়ে যাবার পর খুব দ্রুত প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিতে পারতাম"।
প্রার্থনা করছি, এই সপ্তাহে যেন ম্যাচিং এর সুসংবাদ পাওয়া যায়। আর ডাচ-বাংলা যেন বড় আকারের একটা সহায়তা দেয়। আপাতত আশা করে যাওয়া ছাড়া কিছু করার নেই।
বি.দ্র. PayPal এর মাধ্যমে এ পর্যন্ত ১৯০ ডলার পাওয়া গেছে। সবমিলিয়ে এখানে সংগ্রহের পরিমাণ ৯৩০ ডলার।
২৩৯| ০১ লা মে, ২০১১ সকাল ১০:৫৯
ফাহাদরক্স বলেছেন: ১৬ কোটি মানুষের দেশে ২০ লক্ষ টাকা জোগার হবেনা এ কথা বাঙ্গালীর মানবতার ইতিহাসের সাথে মিলেনা। তাই আসুন সকলে মিলে খুদ্র ক্ষুদ্র প্রয়াস নিয়ে এগিয়ে যাই।
মহান আল্লাহ আমাদের সহায় হোন।
২৪০| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:০৬
অক্রুর মাঝি বলেছেন: খুবই নগন্য সাড়া পাওয়া যাচ্ছে । কি করা যায়? আমরা একেকজন একেকটা গ্রুপ ফর্ম করি । যেমন আমি আমার অফিস আর কলেজ-ভার্সিটির বন্ধুদের কাছ থেকে টাকা তুল্লাম, এভাবে আরকি । Otherwise it's a lost cause, 100% lost cause. পোস্ট স্টিকি করে আর কিছুই করা যাবেনা ।
Sympathetic কথার চেয়ে বেশি important হচ্ছে physically move করা।
০৪ ঠা মে, ২০১১ সকাল ৯:৫০
রুখসানা তাজীন বলেছেন: প্রথম যখন সাব্বির ভাইকে নিয়ে লিখি, ভেবেছিলাম খবরটা সবাইকে জানিয়ে দেয়াই আসল কাজ। দিনে দিনে সাব্বিরের সুস্থতা কামনা আর চেষ্টা চালিয়ে যাওয়া আমার নিজের সমার্থক হয়ে গেছে। প্লিজ, যতটুকু পারা যায় করুন। সাব্বিরের সামনে একটা আশার দীপ জ্বালিয়ে কোনভাবেই তাঁকে হতাশায় হারিয়ে যেতে দেয়া যায়না।
২৪১| ০২ রা মে, ২০১১ বিকাল ৫:৩৪
অক্রুর মাঝি বলেছেন: খুবই কষ্ট পেলাম । কোন significant impact ছাড়াই পোস্টটা প্রথম পাতা থেকে সরে যাচ্ছে ।
তাজিন আপু, কিছুই কি আর করা যায় না । ডঃ মশিউর রহমান অনেক বড় মানুষ, ইনশাআল্লাহ তার অর্থ খুব দ্রুতই যোগাড় হয়ে যাবে, কিন্তু সাব্বির ভাইয়ের কি হবে?
২৪২| ০২ রা মে, ২০১১ বিকাল ৫:৩৫
অক্রুর মাঝি বলেছেন: খুবই কষ্ট পেলাম । কোন significant impact ছাড়াই পোস্টটা প্রথম পাতা থেকে সরে যাচ্ছে ।
তাজিন আপু, কিছুই কি আর করা যায় না ? ডঃ মশিউর রহমান অনেক বড় মানুষ, ইনশাআল্লাহ তার অর্থ খুব দ্রুতই যোগাড় হয়ে যাবে, কিন্তু সাব্বির ভাইয়ের কি হবে?
২৪৩| ০৩ রা মে, ২০১১ রাত ১২:১৮
ডিজিটাল মাহমুদ বলেছেন: তাজিন আপু, কতদুর কি হল ? আমি আমার মত করে চেষ্টা করছি ।
খুব খারাপ লাগছে আমার ।
২৪৪| ০৩ রা মে, ২০১১ ভোর ৪:৫৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: সাব্বির ভাই কি ব্যাংকে গিয়ে টাকা পিক আপ করতে পারবেন?? যদি পারেন তাহলে জানান প্লিজ - কারণ আমি আমার টাকাটা স্পট ক্যাশে পাঠাতে চাই। যেটা আমার জন্য সুবিধা এবং টাকাটা সাথেসাথে পেয়ে যাবেন ।একাউন্টের মাধ্যমে টাকা পাঠালে কিছুটা লেইট হয়ে যাবে টাকাটা পেতে।
২৪৫| ০৩ রা মে, ২০১১ বিকাল ৫:৫১
হাসিনুল ইসলাম বলেছেন: তাজিন আপা অথবা অন্য যে কেউ সাব্বির ভাইয়ের সুস্থতার ব্যাপারে একটিভ আছেন, তাদের জন্য বলছি যে, রাজশাহীতে "ইমদাদ-সিতারা ফাউন্ডেশন" নামে একটি প্রায় দাতব্য প্রতিষ্ঠান আছে যারা মূলত কমখরচে কিডনি হেমোডায়ালিসিস করায়। ইনাদের হয়ত ট্রান্সপ্লান্টেশনের জন্যও অনুদানের ব্যবস্থা থাকতে পারে। এদের সংগে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের অর্গানাইজেশন "অরকা" জড়িত।
রাজশাহীর ঠিকানা:
Imdad-Sitara Khan Kidney Center, Rajshahi
49, Kazihata, Rajpara, Rajshahi
Tel no: 0721-812654
Email : [email protected]
মূল ওয়েবসাইট:
http://www.iskkc.org/
আমি খোঁজ নিতে পারলে কাল জানাব।
০৪ ঠা মে, ২০১১ সকাল ৯:২৭
রুখসানা তাজীন বলেছেন: আমি যোগাযোগ করবো, আপনি কিছু জানলে জানাবেন প্লিজ। অনেক ধন্যবাদ।
২৪৬| ০৩ রা মে, ২০১১ রাত ৯:০৮
চেনা মুখ বলেছেন: Brac bank account plz
I want send some Money...
০৪ ঠা মে, ২০১১ সকাল ৯:২৫
রুখসানা তাজীন বলেছেন: I am afraid Sabbir bhai has account only in Prime Bank. Can you manage to send to this account?
২৪৭| ০৪ ঠা মে, ২০১১ সকাল ৯:২৪
রুখসানা তাজীন বলেছেন: দেশ এবং অস্ট্রেলিয়ার ফান্ড মিলিয়ে এখন পর্যন্ত পৌনে চার লাখ টাকা পাওয়া গেছে। আরো ষোল লাখের উপরে দরকার। সবাই অনুগ্রহ করে খবরটা ছড়িয়ে দেবার পাশাপাশি নিজ উদ্যোগে অর্থ সংগ্রহে অংশ নিন।
২৪৮| ০৪ ঠা মে, ২০১১ সকাল ১০:৪৪
শিস্তালি বলেছেন: খারাপ লাগছে খুব বেশী খারাপ লাগছে
২৪৯| ০৪ ঠা মে, ২০১১ দুপুর ১:৪৪
হাসিনুল ইসলাম বলেছেন: সরি, আমি এখনই রাজশাহীর ইমদাদ-সিতারা খান কিডনি ফাউন্ডেশনে ফোন করেছিলাম, উনারা কেবল ডায়ালিসিস এর ব্যাপারে সাহায্য করেন। সাব্বির ভাইয়ের মত ক্ষেত্রে সাহায্য করার স্কোপ নাই বলছেন।
তবে এ ধরনের কাজে রাজশাহী ক্যাডেট কলেজ এসোশিয়েশন "অরকা" এর ইউএস সংগঠন ORCA-US এর সম্পৃক্ততা থাকায় কারো পক্ষে সম্ভব হলে দয়া করে নিচের ঠিকানায় নক করুন। অনুদান কিছু পাওয়া যেতেও পারে:
Mailing address:
ORCA-USA
3351 Tracy Drive
Santa Clara, CA 95051
U.S.A.
Telephone:
(408) 241-3544
২৫০| ০৭ ই মে, ২০১১ দুপুর ১২:৪৬
হাসিনুল ইসলাম বলেছেন: ম্যাচিং এর রেজাল্ট কি পজিটিভ? আর কোন অগ্রগতি?
২৫১| ০৮ ই মে, ২০১১ সকাল ৮:৪৩
অক্রুর মাঝি বলেছেন: দুজনের ভেতর একজনের সাথে ৫০% ম্যাচিং হয়েছে । এটা পজিটিভ । সামনের মাসের ৪ তারিখ বারডেমে ক্রস-ম্যাচিং এর ডেট দিয়েছে । সেটাই ফাইনাল টেস্ট (কথা বলে যা বুঝেছি) ।
আরেকটা ব্যাপার, ইমদাদ-সিতারা খান কিডনি ফাউন্ডেশনের রিপুটেশান তো খুবই লো দেখতে পাচ্ছি । A sufferer complained they are nothing but a room with a sign-board, and grabbing foreign donation showing those!
২৫২| ১৮ ই মে, ২০১১ সকাল ১০:২৯
অক্রুর মাঝি বলেছেন: আমার বন্ধুদের কাছ থেকে খুব ভাল সাড়া পাচ্ছি । ভার্সিটি এবং কলেজের দুইদিকের বন্ধুরাই হাত বাড়িয়ে দিচ্ছেন । এক ডাক্তার বন্ধু সস্তায় এমনকি নিখরচায় ডায়ালিসিস করে দেবার ব্যবস্থা করার চেষ্টা করবে বলেছে । এখানে যারা সহানুভূতি জানিয়ে গেছেন তাদেরকে আমি আবারও অনুরোধ করছি নিজেদের বলয় থেকে যতটুকু সম্ভব অর্থ সংগ্রহ করতে থাকুন । ডাক্তার যারা আছেন দেখুন চিকিৎসা খরচ কমিয়ে আনায় কোন সহায়তা করতে পারেন কিনা । আল্লাহ চাইলে এই লড়াই আমরা জিতবই জিতব ।
২২ শে মে, ২০১১ রাত ৮:২৫
রুখসানা তাজীন বলেছেন: অক্রুর মাঝি, আপনার ব্যক্তিগত উদ্যোগে এবং আপনার বন্ধুদের বদান্যতায় সাব্বির ভাইয়ের কাছে আরো কিছু টাকা এসেছে। আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো আপনার জন্য। সাব্বির ভাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ রেখে তাঁর মনোবল অটুট রাখতে আপনি সহায়তা করছেন।
২৫৩| ২২ শে মে, ২০১১ রাত ৮:৪২
রুখসানা তাজীন বলেছেন: বেশ কিছুদিন ব্লগে আপডেট দিতে না পারায় দুঃখ প্রকাশ করছি। এ পর্যন্ত আমরা সাত লাখ তিরিশ হাজারের মত সাহায্য পেয়েছি। সবার সহযোগিতার ফলেই এ অর্থটুকু আমরা পেয়েছি। তবে কয়েকজনের কথা উল্লেখ না করলেই নয়। ব্লগার 'মাসুম আহমদ ১৪' এবং উনার একজন বন্ধু, এছাড়া ব্লগার 'অক্রুর মাঝি'-র একজন সহপাঠী (প্রবাসী) এককভাবে বেশ বড় অঙ্কের সাহায্য করেছেন। আন্তরিক ধন্যবাদ রইলো আপনাদের জন্য।
সাব্বির ভাই ঢাকা মেডিক্যাল কলেজে যোগাযোগ করেছিলেন। উনারা কিছুটা ছাড় দিয়ে ডায়ালাইসিস করে দেবার আশ্বাস দিয়েছেন। তিনদিন ধরে খুব অসুস্থ হয়ে যাওয়ায় সাব্বির ভাই ডায়ালাইসিসের জন্য ঢাকা যাবার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি উদ্বিগ্ন ঢাকায় থাকার ব্যবস্থা নিয়ে। নিয়মিতভাবে ঢাকায় থেকে ডায়ালাইসিস করানো সম্ভব নয় বলে রাজশাহীতেই করাতে হবে ভবিষ্যতে। সেক্ষেত্রে ঢাকা মেডিক্যালের সুবিধা নেয়া সম্ভবপর হবেনা।
জুনের ৪ তারিখ ক্রস ম্যাচিং এর জন্য আবার বারডেম এ যেতে হবে। তখন বোঝা যাবে বর্তমান ডোনার থেকে কিডনি নেয়া যাবে কিনা। নাহলে আবার একই প্রক্রিয়া, আরেকজন দাতার খোঁজ এবং পরীক্ষা করা।
যে অর্থ সংগৃহীত হচ্ছে তা থেকে আবার একটা অংক চলে যাচ্ছে টেস্ট, ওষুধ এসবে। আমরা আসলেই কতটুকু করতে পারবো সাব্বিরের জন্য? হতাশাবোধ থেকে আমার এসেছে কুন্ঠাবোধ। শুরুর সেই আশা নিয়ে আমি আর সাব্বির ভাইয়ের সাথে কথা বলতে পারিনা। জানিনা, আসলেই আমরা কতদূর যেতে পারবো।
২৫৪| ০৮ ই জুলাই, ২০১১ দুপুর ১২:২৮
রুখসানা তাজীন বলেছেন:
আপডেট দিতে দেরি হওয়ায় দুঃখপ্রকাশ করছি। সাব্বির ভাইকে যে ডোনারের কিডনি দেয়ার কথা ছিলো, তাঁর সাথে তেমন ম্যাচ না হওয়াতে সাব্বির ভাইয়ের মা কিডনি দিচ্ছেন। গত কয়েক সপ্তাহ দু’জনের নানারকম পরীক্ষা নিরীক্ষা করা হয়। ভালো খবর হচ্ছে, এখন পর্যন্ত সব পজিটিভ পাওয়া গেছে। শুধু একটা ব্যাপারে ডাক্তাররা কিঞ্চিত শংকিত। সাব্বির ভাইয়ের হার্ট বড় হয়ে গেছে, পরীক্ষায় এটা ধরা পড়েছে। এ সমস্যাটার ভালো সমাধান পাওয়া গেলে এ মাসের ১৮ তারিখ কিডনি প্রতিস্থাপনের একটা সম্ভাব্যতা আছে।
সবার সহযোগিতায় যে ফান্ড সংগৃহীত হয়েছে তাতে প্রতিস্থাপন পর্যন্ত অর্থের সংকুলান হবে আশা করা যায়। পরবর্তী চিকিতসা এবং ওষুধের জন্য এখন আরো কিছু সংগ্রহ করা প্রয়োজন, তাতে সাব্বির ভাই কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন। এ পর্যন্ত সবাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন তার জন্য অশেষ কৃতজ্ঞতা।
২৫৫| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:১৪
শিস্তালি বলেছেন: এখন কি অবস্থা??????
২৫৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০১
দুরন্ত পথিক০৫ বলেছেন: এখন কি অবস্থা??? আর কিছু জানেন? অনেক দিন পর পোস্টটার কথা মনে পড়লো।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:০৮
মদন বলেছেন: সেদিন গিয়েছিলাম সাব্বিরের বাসায়। এই এতো অল্প বয়সে এমন কষ্ট সত্যিই অকল্পনীয়
আল্লাহ তার সহায় হোন।