![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।
আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস।প্রত্যেক নারী দিবসে মাথায় একটা জিনিষ আসতে বাধ্য তা হল নারীরা কি সমাজে সঠিক ভাবে মূল্যায়িত হচ্ছে? তখনই আমরা হিসাব কষা শুরু করি কি পরিমান নারী প্রতিদিন নির্যাতনের স্বীকার হচ্ছে। আসলেই কি শুধু নারী নির্যাতনের মাধ্যমেই নারীরা অবমূল্যায়িত হয়? এর উত্তর হচ্ছে না।
যখন দেখি নারীরা পোশাক বাদ দিয়ে গাড়ির, ফার্নিচারের সামনে শো- পিস এর মতো মডেল হিসেবে দাড়িয়ে আছে তখন মনে হয় নারীরা অবমূল্যায়িত হচ্ছে।
যখন দেখি ফেয়ার এন্ড লাভলির অ্যাডে দেখায় ফর্সা হওয়ার জন্য কেউ চাকরি পাচ্ছে আমার কাছে মনে হয় মেয়েরা তখন অবমূল্যায়িত হচ্ছে।
যখন দেখি বাসে মেয়েদের জন্য আলাদা সিট দিয়ে তাকে বোঝানো হয় তুমি দুর্বল তাই তোমার জন্য বিশেষ ব্যাবস্থা আমার তখন মনে হয় মেয়েরা অবমূল্যায়িত হচ্ছে।
যখন দেখি তথাকথিত শিক্ষিতরা এখনও পাত্রী দেখার নাম করে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় আমার মনে হয় তখন মেয়েরা অবমূল্যায়িত হয়।
যখন চাকরীর বাজারে তথাকথিত স্মার্ট মেয়েরা শুধু নিজের রূপের কারনে মেধাবী কাউকে পিছনে ফেলায় আমার তখন মনে হয় মেয়েরা অবমূল্যায়িত হচ্ছে।
যখন নামধারী শিক্ষকরা তাদের সমশিক্ষাবণ্টন নীতি ভুলে সুন্দরী ছাত্রীকে বিশেষ খাতির করে আমার মনে হয় তখন মেয়েরা অবমূল্যায়িত হচ্ছে।
নারী নির্যাতনের জন্য কঠোর আইন আছে যা সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু এইযে বিভিন্ন ভাবে মেয়েরা অবমূল্যায়িত হচ্ছে তা রোধে কোন আইন নাই যা দুঃখজনক।
আসলে মানুষকে যখন তার মেধা বা গুন বাদ দিয়ে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দিয়ে বিচার করা হয় তখন আসলে তাকে অপমান করা হয়। যা এখন আমাদের সমাজে সচারচর দেখা যাচ্ছে। মেয়েরা যে কোনমতেই পন্য নয়, তা নিজেদের আচার, আচরন আর পোশাকের মাধ্যমে মেয়েদেরই প্রমান করতে হবে।
©somewhere in net ltd.