নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

কি করা উচিৎ এখন প্রতিবাদ, প্রতিরোধ নাকি মৃত্যুর অপেক্ষা?

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

যখন রাজিব হায়দার ওদের হাতে মারা গেলো তখন আমার চোখে পানি আসে নাই, আমার চোয়ালবদ্ধ হয়েছিল।



যখন লিফটে ওদের প্রতিরোধ করার জন্য জাফর মুন্সিকে হত্যা করেছিলো তখন আমার মন খারাপ হয়নি, আমার চোয়ালবদ্ধ হয়েছিলো।



যখন গাইবান্ধাতে ওদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য নিরীহ রিক্সাওয়ালাকে মেরেছিল তখন কষ্ট হয়নি, আমার চোয়ালবদ্ধ হয়েছিলো।



আজ যখন শুনি ১৭ বছরের ত্বকীকে ওরা মেরে শীতলক্ষ্যায় ভাসিয়ে দিয়েছে , তখন আমার দুঃখ হয় না , আমার চোয়ালবদ্ধ হয়।



৩৮ বছর আমার পূর্বপুরুষরা ওদের সাথে আপোষ করেছে, তাই আজ ওরা আমাদের এভাবে হত্যা করছে। আপনি কি এখন আপোষ করে আপনার নিজের আর উত্তরসূরিদের অরক্ষিত রাখবেন নাকি ওদের এই বাংলার মাটি থেকে মূলোৎপাটন করবেন।



আমি চোয়ালবদ্ধ হয়ে ভাবছি কি করা উচিৎ এখন প্রতিবাদ, প্রতিরোধ নাকি মৃত্যুর অপেক্ষা?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮

টাইম পাস বলেছেন: কি করা উচিৎ এখন প্রতিবাদ, প্রতিরোধ নাকি মৃত্যুর অপেক্ষা?

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২

তাজমুল আক্তার বলেছেন: যারা অহিংস আন্দোলন সহ্য করতে পারে না, যারা রাতের আধারে মানুষ হত্যা করে তাদের প্রতিরোধ করাই স্রেয়তর পথ।

২| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

নায়করাজ বলেছেন: প্রতিরোধ নয়তো মৃত্যু - সুতরাং প্রতিরোধই শ্রেয়। প্রতিরোধ ছাড়া কোন সংগ্রামে জেতা যায় না।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০

তাজমুল আক্তার বলেছেন: একমত

৩| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১

আতিকুল০৭৮৪ বলেছেন: kono luv nai..BAL er cal keo buzte partecena..ki cal celece ora

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

তাজমুল আক্তার বলেছেন: চাল বুঝা যাচ্ছে, রাজনৈতিক দল রাজনীতি করতেই চাবে কিন্তু অধিকার আদায় করতে হবে জনগনের। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কিন্তু আমরা রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদদ ছাড়াই জয় লাভ করেছিলাম। এখন আবার দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। জিততে আমাদের হবেই। কোন রাজনৈতিক দল সমর্থন করুক অথবা নাই করুক।

৪| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

মুহাম্মদ ফয়সল বলেছেন: এমন একটা দেশে জন্মালাম.......! কিছু আর বলতে বা লিখতে ইচ্ছে করছে না!

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১১

তাজমুল আক্তার বলেছেন: ভাই হতাশ হয়েন না। আমাদের আরও অনেক লড়াই করতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন তা এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে নতুবা পরবর্তী প্রজন্ম আমাদের কাপুরুষ ভাববে।

৫| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

সত্যযুগের মানুষ বলেছেন: যাক, ভাগ্যিস বিশ্বজিৎ মারা যাওয়াতে আপনার কিছু হয়নি..

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

তাজমুল আক্তার বলেছেন: এমন কেউ নাই যার বিশ্বজিতের মৃত্যু দেখে দুঃখ হয় নাই। এমন না যে তার হত্যাকারীরা গ্রেফতার হয় নাই কিংবা সেইটার সাথে বিচার চাচ্ছে না। ৩৮ বছর আওয়ামী/ বিএনপি দলাদলি করার কারনেই আজ তারা এত শক্তিশালী। আপনি কি চান তারা আরও শক্তিশালী হোক।

৬| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

পুংটা বলেছেন: নিজেকে দেশের পক্ষে বা বিপক্ষে দাড় করানোর এটা একটা চান্স।

বিচার বিবেচনা করে একটা পক্ষ নিন। ঝুলে থাকবেন না। B-))

৭| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

রঁমাকান্তকামারঁ বলেছেন: সত্যযুগের মানুষ বলেছেন: যাক, ভাগ্যিস বিশ্বজিৎ মারা যাওয়াতে আপনার কিছু হয়নি..

৮| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩

হ্যারিয়ার টু বলেছেন: শক্ত প্রতিরোধ চাই!
প্রয়োজনে আগাম হামলা!

৯| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

মুক্ত আকাশ বলেছেন: সরকার করেটা কি?সাগর রুনি থেকে নিয়ে এই পর্যন্ত একের পর এক ঘটনা ঘটছে, অথচ সরকার রাজনীতি করা ছাড়া কোন ব্যবস্থাই নিতে পারছেনা যাতে মানুষ সস্তিতে থাকতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.