নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

ধর্ম নিরেপক্ষ রাস্ট্র চাই

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৯

ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা না।

ধর্মনিরপেক্ষতা মানে ধর্মবিদ্বেষ না।

ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা না।

ধর্মনিরপেক্ষতা মানে উগ্রতা না।

ধর্মনিরপেক্ষতা হলো সকল ধর্মকে সম্মান করা।

ধর্মনিরপেক্ষতা হলো যার যার ধর্ম তার তার ধর্ম

পালনে নিশ্চয়তা প্রদান করা।

ধর্মনিরপেক্ষতা হলো ধর্মব্যবসা বন্ধ করা।

ধর্মনিরপেক্ষতা হলো নিজের সুবিধামত ধর্মকে ব্যাবহার

করার রাস্তা বন্ধ করা।

ধর্মনিরপেক্ষতা হলো সকল ধর্মের লোকেদের

একসাথে সহাবস্থান নিশ্চিত করা।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

বোধহীন স্বপ্ন বলেছেন: ধর্ম নিরেপক্ষ রাস্ট্র চাই

২| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৮

গরম কফি বলেছেন: ইশ মামু বাড়ির আবদার ! আইতাছে শিবির রগ! কাইট্টা দিবানে । তখন বুজবানে রগ নিরপেক্ষতা কারে কয় !

৩| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যা, এটা তখন গ্রহনযোগ্য হত যখন সকল অধিবাসীর আনুপাতিক হার ৫-১০ শতাংশ ভেদে সম্পূরক হত।

এখন ৯০% এর বিশ্বাসকে আপনি উল্টে দিতে চাইলে হয় আপনি উনপঞ্চাশ বায়ু রোগী, নয়তো এজেন্ডা বাস্তবায়নে নিয়োগপ্রাপ্ত!!!!!!!!


৪| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫

গরম কফি বলেছেন: বিদ্রোহী ভৃগু@
১.ভাইজান পৃথিবীর কোন দেশে স্বার্থক পূর্নাঙ্গ কোন কোন ইসলামি আইন কি আছে ?
২.এই ৯০ পারসেন্টের কতভাগ পাচ ওয়াক্ত নামাজ পড়ে ?
আরও প্রশ্ন আছে আপাদতো সেগুলা জিগাইয়া আপনার হেঢ হট করাইতে চাইনা ..এগুলার অনেস্ট এনসার দেন দেখি ।

৫| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫

ফাহীম দেওয়ান বলেছেন: @ বিদ্রোহী ভৃগু বলেছেন: ইসলাম মানেন অথচ লেখকের পোষ্টের প্রত্যেকটা পয়েন্টের সাথে যদি একমত হতে না পারেন তবে কোন ইসলাম মানেন। এগুলো মানতে কোন কন্ডিশন আরোপের মতো ধৃষ্টান্ত আপনাকে কে দিয়েছে। ইসলাম আর আর তার কান্ডারী নবীজী সাঃ নিজেই এগুলোকে প্রতিষ্ঠা করতে বলেছেন। ইসলাম শান্তির ধর্ম আর উপরের প্রত্যেক্টা বিষয়কে প্রতিষ্টিত করাকে ইসলাম সমর্থন করে। নিজে ইসলামের নির্দেশনা যথাযথ পালনের মাধ্যমেই প্রমান করা যে ইসলাম শান্তির ধর্ম। তবেই অন্যরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। সব জায়গায় যদি কিন্তু শর্ত দেয়াতো প্যাচ বাজ ধোকাবাজ শয়তানের কাজ। ৯০% লোকের ধর্ম ইসলাম। সেই জন্যেইতো তারা ইসলামের রীতিনীতি, আল্লাহ ও তার রাসুলের বিধান মেনে চলবে। এখানে উল্টানোর কি আছে।
বরং সঙ্খ্যা গরিষ্ঠ যারা তাদেরকে আমানত হিসেবে দেখানো হয়েছে। তাদের সাথে বৈষম্যমুলক কোন আচরন করা যাবেনা।
তারা ১% যদি হয় তবেও তা প্রযোজ্য। ইসলাম মানলে এটা অবশ্যই মানতে হবে। নইলে ধরে নিতেই হবে আপনার উদ্দ্যেশ্য খারাপ।

৬| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০২

গরম কফি বলেছেন:
বিদ্রোহী ভৃগু@
৩.আমি ইসলামী আইন চাই এখন বলেন কারে ভোট দিলে ইসলামী ধান্দার বদলে ইসলামি আইন আসবে ?

৭| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

ফাহীম দেওয়ান বলেছেন: দুঃক্ষিত কিছু ভুল ঠিক করে কমেন্ট টা আবার দিলাম। লেখক দয়া করে আমার প্রথম কমেন্টটি মুছে দিবেন।
---------------------------------------------
@ বিদ্রোহী ভৃগু - ইসলাম মানেন অথচ লেখকের পোষ্টের প্রত্যেকটা পয়েন্টের সাথে যদি একমত হতে না পারেন তবে কেমনে ইসলাম মানেন। এগুলো মানতে কোন কন্ডিশন আরোপের মতো ধৃষ্ঠতা আপনাকে কে দিয়েছে। ইসলাম আর তার কান্ডারী নবীজী সাঃ নিজেই এগুলোকে প্রতিষ্ঠা করতে বলেছেন। ইসলাম শান্তির ধর্ম আর উপরের প্রত্যেক্টা বিষয়কে প্রতিষ্টিত করাকে ইসলাম সমর্থন করে। নিজে ইসলামের নির্দেশনা যথাযথ পালনের মাধ্যমেই প্রমান করুন যে ইসলাম শান্তির ধর্ম। তবেই অন্যরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। সব জায়গায় যদি কিন্তু শর্ত দেয়াতো প্যাচ বাজ ধোকাবাজ শয়তানের কাজ। ৯০% লোকের ধর্ম ইসলাম। সেই জন্যেইতো তারা ইসলামের রীতিনীতি, আল্লাহ ও তার রাসুলের বিধান মেনে চলবে। এখানে তাদের বিশ্বাস্কে উল্টানোর কি আছে। বরং সঙ্খ্যা গরিষ্ঠ যারা তাদেরকে আমানত হিসেবে দেখানো হয়েছে। তাদের সাথে বৈষম্যমুলক কোন আচরন করা যাবেনা। তারা ১% যদি হয় তবেও তা প্রযোজ্য। ইসলাম মানলে এটা অবশ্যই মানতে হবে। নইলে ধরে নিতেই হবে আপনার উদ্দ্যেশ্য খারাপ অথবা আপনার বিশ্বাসে ভেজাল আছে।

৮| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইসলাম মানে অন্য কোন ধর্ম থাকবে না তা না।
ইসলাম মানে অণ্য ধর্মবিদ্বেষ না।
ইসলাম মানে অন্যমতকে উপেক্ষা করা না।
ইসলাম মানে উগ্রতা না।
ইসলাম হলো সকল ধর্মকে সম্মান করা।
ইসলাম হলো যার যার ধর্ম তার তার ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন.
ইসলাম মানে অন্যের যার যার ধর্ম পালনে নিশ্চয়তা প্রদান করা।
ইসলাম হলো ধর্মব্যবসা বন্ধ করা।
ইসলাম হলো নিজের সুবিধামত ধর্মকে ব্যাবহার করার রাস্তা বন্ধ করা।
ইসলাম হলো সকল ধর্মের লোকেদের একসাথে সহাবস্থান নিশ্চিত করা।

তো এতসব থাকতে আমি কেন ধর্ম নিরপেক্ষতার জন্য নতুন করে আন্দোলন করব। বরং এর মধ্যে অপ বা ভুল যে চর্চা আমরা করছি তাকে অপনোদন করলেইতো ল্যাঠা চুকে গেল।

তা না করে এন্টি ইসলামিক গ্রুপের প্রেসক্রিপশন মতো আমাকে কেন ৯০ ভাগে মতের প্রসংগে ৯০ ভাগের আমল নিয়ে প্রশ্ন তুলতে হবে????

তাদের বিশ্বাস ১০০ ভাগ ঠিক নয়, তার মানে তো এই নয় তার বিশ্বাসই ঠীক নয়!তবে তাকে উল্টে দেবার বাসনা কেন?
এটাতো বিশ্ব ব্যাপি ইসলাম বিদ্বেষি চক্রের সুরে সুর মেলানো যেন!!!!!!!!নয়???

৯| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২২

গরম কফি বলেছেন: বিদ্রোহী ভৃগু@ আগের দুইটা নাহয় পিছলাইলেন অন্ততো তিন নাম্বার প্রশ্নটার সদুত্তর দিলে বাধিতো হই ।

১০| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২১

মেংগো পিপোল বলেছেন: @গরম কফি

আমার ও কিছু কথা জানার ইচ্ছা ছিলো আপনারক কাছে,

আপনি প্রশ্ন করেছেন,

আপনার প্রশ্নঃ ১.ভাইজান পৃথিবীর কোন দেশে স্বার্থক পূর্নাঙ্গ কোন কোন ইসলামি আইন কি আছে ?

এবার আমার প্রশ্নঃ পৃথিবীতে স্বার্থক ও পূর্নাঙ্গ কোন ধর্মনিরপেক্ষ দেশে কি আছে ? নাকি এটা একটা বায়বিয় চিন্তা।

২.এই ৯০ পারসেন্টের কতভাগ পাচ ওয়াক্ত নামাজ পড়ে ?

৯০পারসেন্টের সব কয়জনই ভোটার আডিতে ধর্মের জায়গায়ঃ ইসলাম লেখে। কলেমায় বিশ্বাস করে বলে। নামাজ প্রায় সবাই পড়ে কম বেশি। তবে এমন একটা দিন দেখাতে পারবেন যেদিন মসজিদ খালি পরে থাকে?

এবার আপনার কাছে প্রশ্নঃ ধর্ম নিরপেক্ষ হতে হলে ওকি সব ধর্মের লোক কে নিয়মিত তাদের ধর্মের কাজ টাইম টু টাইম করতে হবে? যেমনঃ হিন্দু কে পুজা করতে হেব ঠিক টাইমে। খৃষ্টান কে চার্চে যেতে হবে সময় মতন। আর মুসলমানকে নামাজ পড়তে হবে পাচ ওয়াক্ত?

৩.আমি ইসলামী আইন চাই এখন বলেন কারে ভোট দিলে ইসলামী ধান্দার বদলে ইসলামি আইন আসবে ?

আপনি আমাকে বলবেন কি কাকে ভোট দিলে সত্যি কারের ধর্ম নিরপেক্ষ আইন কায়েম হবে? যেখানে জনগনের ধর্মের সিম্পেথী পাওয়ার যন্য হিজাব হজ্জ বা তজবির ব্যাবহার করা হবে না?

@ লেখকঃ

ধর্মনিরপেক্ষতা হলো ধর্মব্যবসা বন্ধ করা।
ধর্মনিরপেক্ষতা হলো নিজের সুবিধামত ধর্মকে ব্যাবহার
করার রাস্তা বন্ধ করা।


এই দুইটা লাইনে ++++++

১১| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

হেডমাষ্টার সাহেব বলেছেন: ইসলাম মানে ধর্মহীনতা না।
ইসলাম মানে ধর্মবিদ্বেষ না।
ইসলাম মানে নাস্তিকতা না।
ইসলাম মানে উগ্রতা না।
ইসলাম হলো সকল ধর্মকে সম্মান করা।
ইসলাম হলো যার যার ধর্ম তার তার ধর্ম
পালনে নিশ্চয়তা প্রদান করা।
ইসলাম হলো ধর্মব্যবসা বন্ধ করা।
ইসলাম হলো নিজের সুবিধামত ধর্মকে ব্যাবহার
করার রাস্তা বন্ধ করা।
ইসলাম হলো সকল ধর্মের লোকেদের
একসাথে সহাবস্থান নিশ্চিত করা।
একটু এভাবে দেখেননা, বিশ্বাস না হলে ইসলামের ইতিহাস থেকে প্রমান নিন।
ধন্যবাদ।

১২| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০৩

ইমরান হোসেন। বলেছেন: হেডমাষ্টার সাহেবআপনার কথার সাথে আমি একমত।
দ্বিতীয় আমি কেন ধর্মনিরেপক্ষ রাষ্ট চাইব.? যদি ইসলাম ধর্মে এই সকল কথা থেকে থাকে।
আর একটা কথা আমি লেখকের কাছ থেকে জানতে চাই? আপনি কি ইসলাম ধর্মটাকে
অন্যান্য সকল ধর্মের মতই মনে করেন।
তাহলে আপনার উদ্দেশ্যে বলতে চাই ......ইসলাম একটি পুর্নাঙ্গ জীবন বিধান।আর আমরা যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসি তাদের জন্য আলাদা ভাবে ধর্মনিরেপক্ষ রাষ্ট্র চাওয়ার কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয়না।

১৩| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৮

মাইন রানা বলেছেন: ধর্মনিরপেক্ষতা হলো সকল ধর্মকে সম্মান করা।
ধর্মনিরপেক্ষতা হলো যার যার ধর্ম তার তার ধর্ম
পালনে নিশ্চয়তা প্রদান করা।
ধর্মনিরপেক্ষতা হলো ধর্মব্যবসা বন্ধ করা।
ধর্মনিরপেক্ষতা হলো নিজের সুবিধামত ধর্মকে ব্যাবহার
করার রাস্তা বন্ধ করা।
ধর্মনিরপেক্ষতা হলো সকল ধর্মের লোকেদের
একসাথে সহাবস্থান নিশ্চিত করা।

এই যদি ধর্মনিরপেক্ষতা হয় তাহলে ইসলাম হল সর্বোত্তম। কারণে একমাত্র ইসলাম ধর্মেই তা পুরোপুরি অনুসরন করা হয়।

১৪| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩

গরম কফি বলেছেন:

ধর্ম নিরপেক্ষতা মানে কোন ধর্মের বিপক্ষে নয় বরং কোন ধর্মের প্রতি অবিচার থেকে নিজেকে বিরত রেখে নিজেকে নিজ ধর্মে ধার্মিক করে তোলা । এমন কি নিজ ধর্মের কাউকে নাস্তিক মুরতাদ বলাটাও ধার্মিকতা নয় ।

যে দেশের মানুষের ৫ % ও শুদ্ধ কোরআন পড়তে পারেনা ০.১% এর ও কম লোক কোরআনের অর্থ বুঝে তাদের কাছে ইসলামী আইন ... . কতি পয় লোকের ধান্দা বাজির সুযোগ মাত্র ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.