নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

দাবি তাদের একটাই======== যুদ্ধাপরাধীর মুক্তি

২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

বিএনপি জামাত আলোচনার বদলে সংঘাতের পথ মাড়াচ্ছে। এর কারন একটাই তারা দেশকে এমনতর অস্থিতিশীল করতে চায় যাতে বিনা বাধায় যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া যায়। এখন তাদের একমাত্র লক্ষ্য যুদ্ধাপরাধীদের মুক্ত করা আর কিছু না। এই জন্য যদি পুরো দেশকে পঙ্গুও করে দিতে হয় তারা তা করতে প্রস্তুত আছে।



আসুন আমরা ফিরে যাই জিয়ার আমলে, সেইসময় যুদ্ধাপরাধীদের চলমান বিচারপ্রক্রিয়াকে স্তব্ধ করে দিয়েছিলেন জিয়া, মসনদে বসেই তিনি 'দালাল আদেশ' বাতিল করেন, রাজাকারদের বিচারে গঠিত ট্রাইবুনালগুলো বন্ধ করে দেন, বিচারাধীন ৩৪,০০০ যুদ্ধাপরাধীদের নিঃশর্ত মুক্তি দেন। তার আগে কি কি ঘটেছিলো আপনাদের মনে আছে? তৎকালীন সময়ে যুদ্ধাপরাধীদের মুক্ত এবং বাংলাদেশে পুনরায় স্বাধীনতাবিরোধীদের অনুপ্রবেশ ঘটানোর জন্য বাংলাদেশের স্থিতিশীলতা সম্পূর্ণরুপে নস্ট করা হইছিলো। দেশকে অশান্ত রাখার সুবিধা হলো তখন মানুষ নিজেকে নিয়ে ব্যাস্ত থাকে আর তাদের মনযোগ সম্পূর্ণ নিজেদের দিকে নিবদ্ধ থাকে আর এই সুযোগে বিপথগামীরা সহজেই নিজেদের উদ্দ্যেশ্য হাসিল করে ফেলে। ১৯৭৫ সালের বঙ্গবন্ধুর হত্যাকান্ড থেকে শুরু করে জিয়ার ক্ষমতা নেওয়ার পুরোটা সময়ই ছিলো দেশ চরম মাত্রার অশান্ত। স্বাধীনতার পর থেকেই একটা গোষ্ঠী সবসময়ই তৎপর ছিলো দেশে আবার স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠিত করার জন্য। জিয়ার আমলে যখন এই দেশে ৭৫২ দণ্ডিত যুদ্ধাপরাধী সহ ৩৪০০০ জন যুদ্ধাপরাধী মুক্তি পেলো এবং বাংলাদেশে স্বাধীনতা বিরোধী সংঘটন জামাত(গোলাম আযমের দেশে অনুপ্রবেশ সহ) রাজনীতি করার অনুমতি পেলো তখন ওই গোষ্ঠীর প্রাথমিক যাত্রা শুরু হয়েছিলো। ওই গোষ্ঠী সাফল্যের শিখরে পৌঁছাইছিলো যখন ২০০১ থেকে ২০০৬ মৌসুমে বাংলাদেশের কুখ্যাত রাজাকার নিজামী এবং মুজাহিদ বাংলাদেশের পতাকাবাহী গাড়ি পেলো। আপনি হয়তো চোখের জল ফেলেন নাই কিন্তু বিশ্বাস করেন জাতীয় পতাকার এমনতর অপমানে বহু মানুষ চোখের জল ফেলাইছে এবং বহু মানুষ এর হৃদয়ে রক্তক্ষরন হইছে।



আপনি বিশ্বাস করেন আর নাই করেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্তে ওই গোষ্ঠীর চুড়ান্ত ধ্বংস ঘটতে ছিলো। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ যুদ্ধাপরাধীর বিচার এই বাংলাদেশের মাটিতে আবার শুরু হইছে শেখ হাসিনার হাত ধরেই। এবং বাংলাদেশের মাটি থেকে এই স্বাধীনতা বিরোধীদের বের হওয়ার পথ তৈরি হচ্ছিলো তার হাত ধরেই।



ঠিক তক্ষুনি বাংলাদেশে আবার সেই দৃশ্যপটের অবতারনা হয়েছে। শুধু জিয়ার বদলে এখন বেগম জিয়া। বেগম জিয়া সংলাপের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন তারা সংঘাতের পথ তৈরি করলেন। সে হরতালের নামে দেশে নৈরাজ্য কায়েম করার জন্য জামাত শিবিরকে সুযোগ করে দিলেন। মনে রাইখেন তাদের লক্ষ্য এখন একটাই আর তা হলো যে কোন উপায়ে যুদ্ধাপরাধীদের মুক্ত করা এবং দেশে আবার যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করা।

যদি এমন হয় জিয়াউর রহমানের সময়ের মত মানুষ শুধু কস্ট বুকে চেপে সয়ে যাবে না এইবার। এইবার যুদ্ধাপরাধীদের মুক্ত করার কোন চেস্টা করা হলে লাখো তরুন আত্বঘাতী হবে।



বেগম জিয়া খুব সাবধানে, আচলের তলে রাজাকার পালার ফল এবার আর আগের মতো সুখকর নাও হতে পারে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

কারাবন্দী বলেছেন: এ কোনহান থা আইলো। আম্বা করলিই কি সব হয়া যাবিনী

২| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

কারাবন্দী বলেছেন: দ্যাটা যে ভারত বাইন ছাড়ছু তার কি কুন হিসাব রয়েছে। তুমি তো এডাই আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

আলাদীন বলেছেন: এলোপ‌্যাথি দেখিয়েছেন? বেড়ীবাঁধ এলাকায় এক ফকির পানি পড়া দেয় বলে শুনেছি। হয়তো কাজে দিতে পারে। তারাতাড়ি সুস্থ্য হয়ে উঠুন না হলে আপনার যুদ্ধপরাধীর ভুত পশ্চাদদেশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

প্রবাসী১২ বলেছেন: আমাদের স্বাধীনতার প্রতি হুমকি একমাত্র ভারত। ভারত হিন্দু রাষ্ট্র। আমরা ৪৭এ মুসলিম হিসেবে স্বাধীন হই। মুসলিম না হলে আমাদের স্বাধীনতার প্রশ্নই আসতোনা।৭১এ আমাদের স্বাধীনতা পূর্নতা পায়। ভারতের প্রতি আমাদের মনোভাব নমনীয় হলেও আমাদের প্রতি তাদের মনোভান সবসময় আমরা সিমান্ত হত্যা আর ফেনসিডিল আগ্রাসনের মাধ্যেম বুঝতে পারছি।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২১

মতামত চাই বলেছেন: বেগম জিয়া খুব সাবধানে, আচলের তলে রাজাকার পালার ফল এবার আর আগের মতো সুখকর নাও হতে পারে।



আপনার এই উপদেশ বেগম জিয়ার কান পর্যন্ত পৌছাবে কি :(

৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

তাজমুল আক্তার বলেছেন: ছাগু কমেন্টের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.