নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করছি। পাশাপাশি অনলাইন জার্নালিস্ট হিসেবে কাজ করছি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে। ব্লগে ফেরার ইচ্ছা বহুদিনের। একদিন হয়তো হুট করে আবারও রেগুলার হয়ে যাবো।

তাজুল ইসলাম মুন্না

একসময় ব্লগ দিয়ে দুনিয়া বদলানোর স্বপ্ন দেখতাম। এখন সাংবাদিকতায় সেই স্বপ্ন দেখি। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/ItsTajul

তাজুল ইসলাম মুন্না › বিস্তারিত পোস্টঃ

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর হাদীস-২

২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:০৯

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর হাদীস-১ এর পর থেকে



২১) সকল কাজের শ্রেষ্ঠ কাজ আল্লাহর ওয়াস্তে ভালবাসা আর আল্লাহর ওয়াস্তেই শত্রুতা করা।

২২) রসূলুল্লাহ (সঃ) নিষেধ করেছেন কবরে চুনকাম করতে, কবরের উপর ঘর তুলতে এবং তার উপর বসতে।

২৩) মজলুমের বদ দোয়া থেকে বেঁচে থাক, কেননা মজলুমের বদ দোয়া ও আল্লাহর মাঝে কোন আড়াল নেই।

২৪) প্রত্যেক আদম সন্তানই অপরাধী আর তন্মধ্যে উত্তম তারাই যারা তওবা করে।

২৫) আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি উপকারী, জ্ঞান, কবুল হওয়ার মত আমল ও হালাল রিজিক।

২৬) সংরক্ষিত উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী।

২৭) তিনটি দোয়া কবুল হয় তাতে সন্দেহ নেই। পিতার দোয়া, মুসাফিরের দোয়া ও মজলুমের দোয়া।

২৮) মানুষের মধ্য থেকে সবচেয়ে জঘন্য চোর সে যে তার নামাজের অংশ চুরি করে, নামাজের রুকু সেজদাপূর্ণ করে না।

২৯) বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ নেকী তার মাথার উপর ঝরতে থাকে।

৩০) সব থেকে উত্তম কাজ হল নামাজ তার সময় মত পড়া।

৩১) যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায় সে তা পড়বে যখনই স্মরণ হবে।

৩২) আল্লাহর নিকট অধিক প্রিয় কাজ ঠিক সময়ে নামাজ পড়া, পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা।

৩৩) যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ তাকে পিছিয়ে দিতে পারে না।

৩৪) কিয়ামতে আল্লাহর নিকট মযাদার দিক দিয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সে, যে নিজের এলেম দ্বারা উপকৃত হবে পারে নি।

৩৫) কৃপণতা ও দুর্ব্যবহার-এ দু’টি স্বভাব কোন মুমিনের মধ্যে একত্রিত হতে পাওে না।

৩৬) যখন তোমার সত্কাজ তোমাকে আনন্দ দিবে এবং অসত কাজ তোমাকে পীড়া দিবে, তখন তুমিই প্রকৃত মোমেন।

৩৭) যে ব্যাক্তি কোরআনের হারামকে হালাল মনে করেছে সে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেনি।

৩৮) তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়।

৩৯) আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআনের বাহক হবে এবং রাত্রি জাগরনকারী।

৪০) এই কিতাব (কোরআন) দ্বারা আল্লাহ তালা এক জাতিকে উন্নত এবং অপর জাতীকে অবনত করেন।

মন্তব্য ৫২ টি রেটিং +১১/-২

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:০৯

সাইফুর বলেছেন: +

২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৭

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১১

ডোরাকাটা বলেছেন: কি বেপার মুন্না? তুমার হইলটা কি? অনেক চেঞ্জ দেকতেচি?

২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩১

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমারও তো সেইটাই প্রশ্ন। আমার কি হইলো?

৩| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৩

ডোরাকাটা বলেছেন: আগের মত জুক্স টুক্স দাও মাঝেমাঝে।

২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩১

তাজুল ইসলাম মুন্না বলেছেন: দেখি। চেষ্টা করব।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৩

মদন বলেছেন: +

২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩২

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ

৫| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪০

শাহীন - চট্টগ্রাম বলেছেন: ধন্যবাদ ... ভবিষ্যতে এমন আরো পোষ্ট পাবার আশা রাখি।

২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪৬

তাজুল ইসলাম মুন্না বলেছেন: দেওয়ার চেষ্টা করছি।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৫১

শমশের আলম শোভন বলেছেন: ছোট ভাই তুমার কাছে এক্টা প্রশ্ন ছিল। আমগো বস আরাফাত ভাইর ডাক নাম কি? তুমি ত মুন্না সেইটা জানি

২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: তারেই জিগান

৭| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৫৩

নতুন বলেছেন: ২৩) মজলুমের বদ দোয়া থেকে বেঁচে থাক, কেননা মজলুমের বদ দোয়া ও আল্লাহর মাঝে কোন আড়াল নেই।

২৭) তিনটি দোয়া কবুল হয় তাতে সন্দেহ নেই। পিতার দোয়া, মুসাফিরের দোয়া ও মজলুমের দোয়া।


ইরাকে যখন আমেরিকা আক্রমন করে তখন ... এই ৩ দোয়া ই নয়..সারা বিস্বের মুসলিম সমাজ দোয়া করেছিলো.... সেই জুদ্ধে হাজার হাজার মানুষ, শিশু মারা গেছে... এটা কিভাবে এই হাদিশ এর আলোকে ব্যখা করবেন???

৮| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৫৫

ডোরাকাটা বলেছেন: মুন্নায় পুলাপান, কেমতে বেখ্যা করবে বলেন? বলগেড় বড় বড় বসেরাই আইড়া তর্ক করে।

২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৩

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ঠিক কইছেন। আমি পোলাপান মানুষ। সহজ-সরল(অংকের সরল না) পোলা।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০০

সাইফুর বলেছেন: @নতুন...

খোচাখুচি বাদ দেন

১০| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০১

সাইফুর বলেছেন: বড় বড় বসেরে জিগান...

১১| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০৩

শমশের আলম শোভন বলেছেন: ওকে আমি উত্তরটা দিতাছি৷ নবীজির আমলে সারা দুনিয়ার লুকসংখ্যা ছিল ৫০ লাখ৷ গড়ে প্রতি মিনিটে আল্লাহর কাছে ২/৩ টা দুয়া আসত, আল্লাহ সেগিলি ফিরিশতা দিয়া কবুল করায়া দিতেন৷ এখন জনসংখ্যা ৬০০ কুটি, আর লুকের ঝামেলাও বেশী, কামে আকামে লুকে দুয়া বদ্দোয়া দিতাছে, কিন্তুক আল্লাহ তার স্টাফ সংখ্যাও বাড়ায় নাই, আর ফিরিশতারাও কাজে কর্মের গতি বাড়ায় নাই৷ এক হিসাবে দেখা গেছে ১৯৬৫ সালের মে মাসে করা এক্টা বদ্দোয়া মাত্র দুই সপ্তা আগে পূরন হইছে৷ সুতরাং আপ্নেরা ইরাকের লাইগা যে দুয়া করছেন ঐটা ২০৩০-৪০ নাগাদ পুরন হইতারে৷ আরো পরেও হইতারে

১২| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৭

মদন বলেছেন: Click This Link

২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: মদন ভাই, আরও ১-টা হাদীস বাকি আছে।

২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: সরি, ১০টা আছে।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪০

রুধীণ বলেছেন: +




















২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ




















১৪| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৪

নরাধম বলেছেন: শমশের আলম শোভন বলেছেন: ওকে আমি উত্তরটা দিতাছি৷ নবীজির আমলে সারা দুনিয়ার লুকসংখ্যা ছিল ৫০ লাখ৷ গড়ে প্রতি মিনিটে আল্লাহর কাছে ২/৩ টা দুয়া আসত, আল্লাহ সেগিলি ফিরিশতা দিয়া কবুল করায়া দিতেন৷ এখন জনসংখ্যা ৬০০ কুটি, আর লুকের ঝামেলাও বেশী, কামে আকামে লুকে দুয়া বদ্দোয়া দিতাছে, কিন্তুক আল্লাহ তার স্টাফ সংখ্যাও বাড়ায় নাই, আর ফিরিশতারাও কাজে কর্মের গতি বাড়ায় নাই৷ এক হিসাবে দেখা গেছে ১৯৬৫ সালের মে মাসে করা এক্টা বদ্দোয়া মাত্র দুই সপ্তা আগে পূরন হইছে৷ সুতরাং আপ্নেরা ইরাকের লাইগা যে দুয়া করছেন ঐটা ২০৩০-৪০ নাগাদ পুরন হইতারে৷ আরো পরেও হইতারে




হাহাহাহা...........শমশের বস্‌, আপনি তো ফাটাইছেন। হাসতে হাসতে গড়াগড়ি।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৬

মদন বলেছেন: অসুবিধা নাই।

আমি অনেকদিন ধইরা ভাবতেছিলাম চল্লিশটা হাদিস ব্লগে দিমু। দেয়া হয় নাই। তাই কপি-পেষ্ট কইরা রাখলাম। সুযোগ মতো নিজেই বইসা বইসা পড়ুম। :)

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৯

ক্যাচাল বলেছেন: বুখারী হাদিস:

Volume 8, Book 82, Number 794:
Narrated Anas:
Some people from the tribe of 'Ukl came to the Prophet and embraced Islam. The climate of Medina did not suit them, so the Prophet ordered them to go to the (herd of milch) camels of charity and to drink, their milk and urine (as a medicine) . They did so, and after they had recovered from their ailment (became healthy) they turned renegades (reverted from Islam) and killed the shepherd of the camels and took the camels away. The Prophet sent (some people) in their pursuit and so they were (caught and) brought, and the Prophets ordered that their hands and legs should be cut off and that their eyes should be branded with heated pieces of iron, and that their cut hands and legs should not be cauterized, till they die.

Volume 8, Book 82, Number 795:
Narrated Anas:
The Prophet cut off the hands and feet of the men belonging to the tribe of 'Uraina and did not cauterise (their bleeding limbs) till they died.

মাফ করবেন ইংলিসে দিলাম বলে।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫০

সাইফুর বলেছেন: হাদীস গুলা দিসে..মুন্নায়...যার ভাল লাগে পড়েন..
নাইলে অন্তত খোচাখুচি কইরেন না......

কেন খালি খোচাখুচি করেন.........?

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫৪

ক্যাচাল বলেছেন: আল-কোরআন এর কোন জায়গায় কি হাদিস কথাটার উল্লেখ আছে?

২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৩

তাজুল ইসলাম মুন্না বলেছেন: বুঝলাম না। ১ বছর আগে একটা ছেলের কাছথেকে একটা বই আনছিলাম। বইটায় অনেকগুলা হাদীস ছিল। এর ভিতর থেইকা ৫০টা হাদীস কম্পিউটারে টাইপ কইরা রাইখা দিছিলাম। সেইগুলি দিতাছি। আমি স্কুল ছাত্র। ইংলিশ এমনিতেই কম বুঝি। আপনার আগের লেখার কিছু বুঝি নাই। প্রশ্নটাও বুঝলাম না। একটু খোলাসা কইরা বলেন।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১১

ক্যাচাল বলেছেন: আমি বলেছি যে আল কোরআনের কোন আয়াতে কি ''হাদিস'' কথাটার উল্লেখ আছে? এই যেমন ধরো, আমরা জানি যে কোরানে যিশু শব্দ টা কতোবার বলা হয়েছে। প্রত্যেকটা শব্দের ই তো হিসাব আছে, তাই না?

২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২২

তাজুল ইসলাম মুন্না বলেছেন: হ্যা।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২১

সুখী মানুষ বলেছেন: হাদিসের উৎস কই?

২১| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৭

নতুন বলেছেন: @ সাইফুর ভাই

আমি তো প্রশ্ন জিঙ্গাসা করছি... খুচাখুচি তো বলেনা একে.....


হাদিসে আছে ...যে দোয়া কবুল হয় আর বদ দোয়া লাগে.... আমি দেখালাম যে এই সময়ে কেন বদ দোয়া লাগলো না আর কেন দোয়া কবুল হলোনা...

আপনার হাদিস এর আলোকে তা বুঝাইয়া দেন....

না হলে মেনে নেন .... যে হাদিসে থাকলেই তা বাস্তব সম্মত নয়... !!!

২২| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১২

সাইফুর বলেছেন: ভাইরে..আমি আপনারে সরাসরি বলিনাই...........

আপনে কষ্ট পাইলে আমি দুঃক্ষিত

এজাতীয় পোষ্ট দেখলেই খোচাখুচি শুরু হয়....এজন্য বলছিলাম....



আমি কোন জ্ঞানী মানুষ না..আমি এগুলা বিস্তারিত বলতে পারবো না....



হাদিসে থাকলেই তা বাস্তব সম্মত নাকি সম্মত না এটা নিয়া চিন্তা না করে যেটা আপনের ভালো লাগে পালন করেন নাইলে কইরেন না...

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৮

নতুন বলেছেন: ভাই আমি কস্ট পাইনাই...

ভাল লাগেনা যখন দেখি... ধমে`র বিভিন্ন ভুল ব্যাখা...

যদি কোন ধমে`র দৃশ্টিকোন থেকে না দেখেন... তাহলে বুঝবেন যে আসলেই কোন ধমে`ই স্রস্টা সম্পকে কোন প্রমান নাই...সবাই আমাদের কে আগে বিশ্বাস আনতে বলেছে....

ধম` একটা বিশ্বাস মাত্র.... কিন্তু আপনি আর আমি যে মানুষ তা ১০০% প্রমানিতো সত্য...

দেখুন ""২১) সকল কাজের শ্রেষ্ঠ কাজ আল্লাহর ওয়াস্তে ভালবাসা আর আল্লাহর ওয়াস্তেই শত্রুতা করা।""

এতে বলাহচ্ছে শত্রুতা করার কথা.... ( যা এখন দেখছি আমাদের দেশও বোমা হামলা হচ্ছে ..যে ইসলামের নামে মানুষ হত্যাও করছে...)

আপনি বিশ্বাসের উপর ভর করে ১০০% সত্যি একজন মানুষকে ধ্বস করছেন... এটা কি ঠিক....

আর এটা যারা করছে তারা ধমে`র ভুল ব্যখাকে গ্রহন করেছে... এবং আল্লাহর ওয়াস্তেই শত্রুতা করছে... !!!!

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৮

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনি বাস্তবসম্মত বলতে কি বুঝাচ্ছেন? @নতুন

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৩

সাইফুর বলেছেন: আপনি আপনার মন্তব্য দিলেন @নতুন

আপনার চিন্তা আপনার কাছে
আর আমার চিন্তা আমার কাছে

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৪

নতুন বলেছেন: @ তাজুল ইসলাম মুন্না

আপনি বাস্তবসম্মত বলতে কি বুঝাচ্ছেন??

উ:- একটা হাদিস আছে মাছি যদি খবারে পড়ে তাহলে তাকে সম্পূন` ডুবিয়ে দেওয়া নিয়ে,,, বলা হয়েছে যে মাছির পাখাতে রোগ এবং রোগের প্রতিশোধক থাকে..........

১৪০০ বছর আগে মাছি নিয়া গবেষনা করার কোন সুজোগ তখন ছিলোনা... কিন্তু এখন তো আছে... এখন যানতে পারবেন খোজ করলে যে মাছির ডানায় কি প্রকার রোগ প্রতিষোধক থকতে পারে....

এই যাতিয় অনেক কিছুই আছে যা বাস্তব সম্মতো নয়....

২৬ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৮

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি এত কিছু বুঝি না। খালি জানি। হাদীস ভাল। হাদীসে যা আছে তা মেনে চলা উচিত। আমি এখানে এগুলো দিচ্ছি কারণ আমি চাই আপনারা তা মেনে চলবেন। এখন মেনে চলা আর না চলা আপনার ব্যাপার।

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৮

কাস্তের মত চাদঁ বলেছেন: সুন্দর পোষ্ট । ভাল লাগল

২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২২

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ

২৮| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৫

আই.কিউ. বলেছেন: :০

২৬ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯

তাজুল ইসলাম মুন্না বলেছেন: এইটার মানে খুজতে একটু সময় লাগছিল। এইটা দ্বারা কি বুঝাইলেন?
:o

২৯| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩

নাঈম বলেছেন: দরকারী পোষ্ট। কিন্তু শুধু হাদীস পোষ্ট করলেই হবেনা, হাদীসে যা বলা আছে তা নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করতে হবে, নাহলে শুধু শুধু পোষ্ট দিয়ে লাভ নেই।

আর মুন্নাভাই একটা ভাল উদ্দ্যেশ্যেই পোষ্ট টা দিয়েছে, কিন্তু অনেকেই অকারণে তাকে খোঁচাখুঁচি করছেন। ইসলামকে সন্মান করতে না পারেন, অন্তত এর বিরুদ্ধে কটাক্ষমূলক উক্তি থেকে সকলের বিরত থাকা উচিৎ। কারণ এসমস্ত কটাক্ষমূলক বক্তব্য অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।

২৬ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫২

তাজুল ইসলাম মুন্না বলেছেন: একমত

৩০| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫

নাঈম বলেছেন: +

২৬ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৯

নীল গোলাপ বলেছেন: +

২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪৭

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ

৩২| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৫৪

নতুন বলেছেন: প্রশ্ন করাও যে খারাপ তা আগে জানতাম না....

;-)

২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৪

তাজুল ইসলাম মুন্না বলেছেন: বুঝলাম না। বিস্তারিত বলেন।

৩৩| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৪

চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনি কি সেই ই মুন্না?

২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩২

তাজুল ইসলাম মুন্না বলেছেন: কোন মুন্না?

৩৪| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪১

নিহন বলেছেন: এ,.,.ইতো+

২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৮

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ

৩৫| ০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ১:৫২

পুষ্প বলেছেন: প্রিয় পোস্টে রেখে দিলাম।

০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.