![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একসময় ব্লগ দিয়ে দুনিয়া বদলানোর স্বপ্ন দেখতাম। এখন সাংবাদিকতায় সেই স্বপ্ন দেখি। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/ItsTajul
পোস্টের শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করছি রাস্তাঘাটে প্রচুর রক্ত এবং গোবর থাকা সত্ত্বেও আপনারা সঠিক নিয়মে কুরবানী দিয়ে মাংস বিতরণ শেষ করে এতোক্ষণে বেড়ানোর অথবা অবসর করার একটু সময় পেয়েছেন। আপনাদের জন্য দাদাগিরি প্রোগ্রাম থেকে গুগলি দিচ্ছি। আমার পক্ষে যেগুলো লেখা সম্ভব হয়েছে সেগুলোই দেব।
গুগলি হলো এমন কিছু প্রশ্ন যার উত্তর বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নের ভিতরেই থাকে। আপনারা চাইলে একে ধাধাও বলতে পারেন। তবে এটা সম্পূর্ণরূপে ধাধার মতো নয়। ক্রিকেট খেলায় সাধারণ বলের পাশাপাশি মাঝেমধ্যে যেমন গুগলি থাকে এই গুগলিও ঠিক তেমনই। প্রশ্নগুলো যদি খুব সহজ হয় তাহলে দেখবেন আপনার মাথায় কিছুতেই সমাধান আসছেনা। আর কঠিন হলে দেখবেন উত্তরটা প্রশ্নের ভিতরেই আছে। মোট কথা, গুগলি প্রশ্নগুলো এমন হবে যে আপনার মাথা খাটাতে হবে উত্তর বের করতে চাইলে ...
গুগলি সম্বন্ধে বোধহয় একটা লেকচার-ই হয়ে গেল। এবার গুগলি দেওয়া শুরু করছি। আগেই বলেছি, আমি যতোগুলো গুগলি লিখতে পেরেছি ততোগুলোই এই পোস্টে দেব। সংখ্যাটা নেহায়েত বড় কিংবা ছোট নয়। মোটামুটি যা পেরেছি দিয়েছি। ভবিষ্যতে আরো পেলে এই পোস্টেই আপডেট করে দিয়ে দেব ...
গুগলি:::
১। ৮+৮=১, কখন হয়?
২। আপনি সুরঞ্জিতকে তার বয়স জিজ্ঞেস করলে সে বললো তার বয়স ১৩। তারপরে আপনি তাকে তার বাবার বয়স জিজ্ঞেস করলেও সে বললো ১৩। আমরা জানি যে সুরঞ্জিত মিথ্যা কথা বলেনা। তাহলে এটা কিভাবে সম্ভব হলো?
৩। আপনাকে একটা নতুন বাটি, একটা নতুন চামচ এবং ফোটানো দুধ দেওয়া হলো। আপনি চুমুক দিয়ে খেতে পারবেন না, আর চামচ দিয়ে খেতে পারলেন না। কেন?
৪। আপনি দোকানে গিয়ে এক প্যাকেট বিস্কিট কিনলেন। বিস্কিটের উপরে যে জিনিসটা ফ্রী লেখা ছিল সেটা দোকানে থাকা সত্ত্বেও দোকানদার আপনাকে দিল না। আপনিও কিছু না বলেই চলে এলেন ... কেন?
৫। ৫২ তলা building ৩৫ তলার flat এর balcony থেকে কি করে শূণ্যে পৌছবেন?
৬। অন্য প্রাণীদের তুলনায় জিরাফের গলা কেন লম্বা হয়?
৭। এক অভিজ্ঞ জেলে জলে মাছ না থাকা সত্ত্বেও জাল দিল। কেন?
৮। একটা লোক স্বাভাবিক ভাবেই নিজের গাড়ি চালাচ্ছেন। তিনি phone এ কথাও বলছেন না, belt লাগিয়ে limited speed এ ঠিক রাস্তায় গাড়ি চালাচ্ছেন। তারপরেও police তাকে ধরলো এবং fine করলো। কেন?
৯। Mr. আর Mrs. বোস সিনেমা দেখতে যাবেন বলে ঠিক করেছেন। Mrs বোস বললেন একসঙ্গে গল্প করতে করতে সিনেমা দেখবো, দুটো ধারের টিকেট নিয়ে এসো। Mr. বোস দুটো ধারের টিকিটই নিয়ে এলেন। কিন্তু তারপরেও Mrs. বোস রেগে গেলেন। কেন?
১০। আপনি পকেটে শুধু পঞ্চাশ টাকার নোট নিয়ে বাজারে বেড়োলেন, আপনি বাইরে ধার না করে কুড়ি টাকা খরচ করে এলেন। তাও বাড়ি ফেরার সময় দেখলেন যে আপনার কাছে পঞ্চাশ টাকাই আছে। কিভাবে?
১১। একটি মাত্র অক্ষর যোগ করে কীভাবে "এক জন"-কে ১২জন করবেন?
১২। কোন পাখি উড়তে পারেনা?
১৩। মাথার উপরে "ছাদ" থাকে; ছাদের মাথায় কি থাকে?
১৪। আপনি আপনার পরিচিত একজনের কাছে তার মোবাইলের নাম্বার চাইলেন। সে আপনাকে তার মোবাইলের নাম্বার দিল। কিন্তু তার নাম্বারে কল দিলে আপনি শুনতে পেলেন, "The number you dialed doesn't exist"। কীভাবে সম্ভব?
১৫। আমি তোমার চোখের সামনে সবসময় উঠি-আর বসি, কিন্তু তুমি আমাকে দেখতে পাওনা। আমি কে
১৬। বাড়িতে পছন্দের হিরোর ছবি রাখা আমাদের অভ্যাস। কার/কিসের/কোন ছবি আমাদের সবার বাড়িতে আছে?
১৭। একটি কাপড়ের দোকান অথচ সেখান থেকে কেউ কাপড় কেনেনা আবার কাপড় বিক্রিও হয়না। কিন্তু সেই দোকানের মালিকের প্রতিদিন লাভ হয়। কীভাবে?
১৮। আপনার কছে একটি পাত্র আছে যার মধ্যে একত্রে MAXIMUM দুটি মাছ ভাজতে পারেন। একটি মাছের একপাশ ভাজতে ৫মিনিট লাগে। আপনার কাছে তিনটি মাছ আছে। সবচেয়ে কম সময়ে তিনটি মাছ কতক্ষণে ভাজতে পারবেন এবং কিভাবে?
১৯। ক্রিকেট ম্যাচে LBW OUT কখন হয়?
২০। একটি কেক-কে তিনবার কেটে আটটা সমান টুকরো কিভাবে করবেন?
এইবার যেগুলো দেবো সেগুলো আরেকটি প্রোগ্রাম থেকে নেওয়া। নিছক আনন্দের জন্যেই তৈরী করা হয়েছিল...
২১। তোমার হাতে একটা পাউরুটি দেওয়া হলো, তুমি মাখনটা কোনদিকে লাগাবে ?
২২। পত্নী আর পেত্নীর মধ্যে মিল কোথায় ?
২৩। একটা পানা পুকুরে দুটো হাতি পড়ে গেছে। তুমি কীভাবে তুলবে ?
২৪। কি এমন যা লাল এবং টং টং করে? - টমেটো (..."টং টং" কনফিউজ করার জন্যে...)
কি এমন যা লাল এবং টং টং করে? - ঘন্টা (..."লাল" কনফিউজ করার জন্যে...)
কি এমন যা লাল এবং টং টং করে? - বই (..."লাল এবং টং টং" দুটোই কনফিউজ করা জন্যে...)
এবার প্রশ্নটা করছি:::
কি এমন যা লাল এবং টং টং করে?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
(নিজে থেকে সমাধান করার চেষ্টা করুন। জবাব আমি নিচেই দিয়ে দিচ্ছি...)
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
১। ৮+৮=১, কখন হয়?
উ: ১৬আনায় এক টাকা হলে।
২। আপনি সুরঞ্জিতকে তার বয়স জিজ্ঞেস করলে সে বললো তার বয়স ১৩। তারপরে আপনি তাকে তার বাবার বয়স জিজ্ঞেস করলেও সে বললো ১৩। আমরা জানি যে সুরঞ্জিত মিথ্যা কথা বলেনা। তাহলে এটা কিভাবে সম্ভব হলো?
উ: তার বাবা বাবা হয়েছেন সুরঞ্জিতের জন্মের পর। তাই বাবা'র বয়সও তেরো বছর।
৩। আপনাকে একটা নতুন বাটি, একটা নতুন চামচ এবং ফোটানো দুধ দেওয়া হলো। আপনি চুমুক দিয়ে খেতে পারবেন না, আর চামচ দিয়ে খেতে পারলেন না। কেন?
উ: আপনাকে কাটা চামচ দেওয়া হয়েছিল।
৪। আপনি দোকানে গিয়ে এক প্যাকেট বিস্কিট কিনলেন। বিস্কিটের উপরে যে জিনিসটা ফ্রী লেখা ছিল সেটা দোকানে থাকা সত্ত্বেও দোকানদার আপনাকে দিল না। আপনিও কিছু না বলেই চলে এলেন ... কেন?
উ: সেটা ছিল ডায়াবেটিস বিস্কিট এবং উপরে লেখা ছিল "Suger FREE"
৫। ৫২ তলা building ৩৫ তলার flat এর balcony থেকে কি করে শূণ্যে পৌছবেন?
উ: লিফটে গিয়ে 0 প্রেস করবেন। লিফটের 0 বাটন দ্বারা গ্রাউন্ড ফ্লোরকে বোঝাবে ...
৬। অন্য প্রাণীদের তুলনায় জিরাফের গলা কেন লম্বা হয়?
উ: কারণ, জিরাফের মাথা এবং ঘাড়ের দূরত্ব বেশি।
৭। এক অভিজ্ঞ জেলে জলে মাছ না থাকা সত্ত্বেও জাল দিল। কেন?
উ: সে জল জ্বাল দিচ্ছিল ...
৮। একটা লোক স্বাভাবিক ভাবেই নিজের গাড়ি চালাচ্ছেন। তিনি phone এ কথাও বলছেন না, belt লাগিয়ে limited speed এ ঠিক রাস্তায় গাড়ি চালাচ্ছেন। তারপরেও police তাকে ধরলো এবং fine করলো। কেন?
উ: সিটবেল্ট পড়েনি। পেন্টের বেল্ট পড়েছিল ...
৯। Mr. আর Mrs. বোস সিনেমা দেখতে যাবেন বলে ঠিক করেছেন। Mrs বোস বললেন একসঙ্গে গল্প করতে করতে সিনেমা দেখবো, দুটো ধারের টিকেট নিয়ে এসো। Mr. বোস দুটো ধারের টিকিটই নিয়ে এলেন। কিন্তু তারপরেও Mrs. বোস রেগে গেলেন। কেন?
উ: সামনে-পিছনে
১০। আপনি পকেটে শুধু পঞ্চাশ টাকার নোট নিয়ে বাজারে বেড়োলেন, আপনি বাইরে ধার না করে কুড়ি টাকা খরচ করে এলেন। তাও বাড়ি ফেরার সময় দেখলেন যে আপনার কাছে পঞ্চাশ টাকাই আছে। কিভাবে?
উ: মোবাইল ক্রেডিট
১১। একটি মাত্র অক্ষর যোগ করে কীভাবে "এক জন"-কে ১২জন করবেন?
উ: এক "ড"জন
১২। কোন পাখি উড়তে পারেনা?
উ: বাচ্চা পাখি
১৩। মাথার উপরে "ছাদ" থাকে; ছাদের মাথায় কি থাকে?
উ: মাত্রা থাকে
১৪। আপনি আপনার পরিচিত একজনের কাছে তার মোবাইলের নাম্বার চাইলেন। সে আপনাকে তার মোবাইলের নাম্বার দিল। কিন্তু তার নাম্বারে কল দিলে আপনি শুনতে পেলেন, "The number you dialed doesn't exist"। কীভাবে সম্ভব?
উ: মোবাইলের মডেল নাম্বার
১৫। আমি তোমার চোখের সামনে সবসময় উঠি-আর বসি, কিন্তু তুমি আমাকে দেখতে পাওনা। আমি কে
উ: চোখের পাতা
১৬। বাড়িতে পছন্দের হিরোর ছবি রাখা আমাদের অভ্যাস। কার/কিসের/কোন ছবি আমাদের সবার বাড়িতে আছে?
উ: নোটের উপরের ছবি
১৭। একটি কাপড়ের দোকান অথচ সেখান থেকে কেউ কাপড় কেনেনা আবার কাপড় বিক্রিও হয়না। কিন্তু সেই দোকানের মালিকের প্রতিদিন লাভ হয়। কীভাবে?
উ: কাপড়ের তৈরী দোকান
১৮। আপনার কছে একটি পাত্র আছে যার মধ্যে একত্রে MAXIMUM দুটি মাছ ভাজতে পারেন। একটি মাছের একপাশ ভাজতে ৫মিনিট লাগে। আপনার কাছে তিনটি মাছ আছে। সবচেয়ে কম সময়ে তিনটি মাছ কতক্ষণে ভাজতে পারবেন এবং কিভাবে?
উ: ১৫মিনিটে।
১৯। ক্রিকেট ম্যাচে LBW OUT কখন হয়?
উ: যখন আম্পায়ার আউট দেয়
২০। একটি কেক-কে তিনবার কেটে আটটা সমান টুকরো কিভাবে করবেন?
উ: মাঝখান থেকে কেটে X করে কাটবো।
২১। তোমার হাতে একটা পাউরুটি দেওয়া হলো, তুমি মাখনটা কোনদিকে লাগাবে ?
উ: পাউরুটি দেওয়া হয়েছে। মাখনতো দেওয়া হয়নি
২২। পত্নী আর পেত্নীর মধ্যে মিল কোথায় ?
উ: কেউই ঘাড়ে উঠলে আর নামতে চায়না
২৩। একটা পানা পুকুরে দুটো হাতি পড়ে গেছে। তুমি কীভাবে তুলবে ?
উ: প্রথমে একটাকে তুলবো, পরে আরেকটাকে
২৪। কি এমন যা লাল এবং টং টং করে? - টমেটো (..."টং টং" কনফিউজ করার জন্যে...)
কি এমন যা লাল এবং টং টং করে? - ঘন্টা (..."লাল" কনফিউজ করার জন্যে...)
কি এমন যা লাল এবং টং টং করে? - বই (..."লাল এবং টং টং" দুটোই কনফিউজ করা জন্যে...)
এবার প্রশ্নটা করছি:::
কি এমন যা লাল এবং টং টং করে?
উ: ফায়ার ব্রিগেডের গাড়ির লাল বাত্তি। (এইবার কোন কনফিউজ করিনি )
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
সবাই ভাল থাকবেন। ভালভাবে ঈদ পালন করুন ...
-হ্যাপি ব্লগিং
১৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: পোস্টেই লিখে দিয়েছি:::
এইবার যেগুলো দেবো সেগুলো আরেকটি প্রোগ্রাম থেকে নেওয়া। নিছক আনন্দের জন্যেই তৈরী করা হয়েছিল...
২| ১৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩৩
জুতার ভেতর মোজা বলেছেন: ভালো উদ্যোগ, প্লাস
কিন্তু মজার গুলো বাদ পড়েছে
১৭ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: বেশ কিছু বাদ পড়ে গেছে ...
৩| ১৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৫১
মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ভালো লেগেছে। প্লাস।
১৭ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ ...
৪| ১৭ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫২
বিদ্রোহী-৪৬২ বলেছেন: পড়ার আগেই প্রিয়তে ...............
পড়ার পরে প্লাস
তবে আরও আপডেট চাই।
১৭ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: অবশ্যই আরো আপডেট দেব। দাদাগিরি টিভিতে দিলেই পোস্ট আপডেট করার চেষ্টা করবো ...
৫| ১৭ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩৩
অাশরাফুল বলেছেন: ভালো লাগলো
৬| ১৭ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩৪
অাশরাফুল বলেছেন: ভালো লাগলো
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ ....
৭| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৩৬
দিদুমিয়া বলেছেন: দাদা গিরি কপি করা হইছে....সৃজনশীলতার অভাব আছে...মাইনাস দিলাম
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ২:১০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মাইনাস সাদরে গ্রহণ করা হইলো। পুষ্টে দুইটা একটা মাইনাস না থাকলে কেমুন কেমুন যেন লাগে ...
তয় সৃজনশীলতার অভাব নাই। ২০টার মইদ্যে ১৮টার উত্তর নিজে থিকাই বাইর করছি উত্তর কওনের আগে ...
৮| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:১৬
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন: +++++++++
এত গুলো দেবার জন্য ধন্যবাদ।
আরো চাই।
২০ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আরো পাবেন ...
৯| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:১৯
বিডি আইডল বলেছেন: ইন্ডিয়ান চ্যানেল গুলা না দেখলে হয় না?
২০ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: সাধারণ জ্ঞানমূলক অনুষ্ঠান। দেখলে জ্ঞান বাড়বো ..
১০| ২০ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৮
আমি ছাড়া সবাই খারাপ বলেছেন: ইন্ডিয়ান চ্যানেল না দেখে চটি আইডলের চটি সাইটে যাবেন ...বুজসেন
২০ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৩১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এটাক কইরেন না ভাই। এইগুলি ভালানা ...
১১| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৪৭
আমি ছাড়া সবাই খারাপ বলেছেন: এটাক ভালা জিনিস..ছোটবেলায় কত চুর পুলিশ খেলছি
২০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধুওরো মিয়া! ছুডকালের ঐসব খেলা কি অহন খেলনের বয়স আছে নিহি আপ্নাগোর? চুর পুলিশ খেলনের বয়স হইলো অহন আমার। আমার বয়স থাকা সত্ত্বেও খেলিনা, আপ্নারা কেন খেল্বেন...
১২| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৭
চণ্ডাল চৌধুরী বলেছেন: সোজা প্রিয়তে।
++++
২১ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ ...
১৩| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৯
আমি ছাড়া সবাই খারাপ বলেছেন: দূর মিয়া...তুমার চেয়ে আমি খুব বেশি বড় না...সর্বোচ্চ ৪ বছরের বড়...
আর মনের বয়স আমার এখনও অনেক কম...তাই আজাইরা এটাক করতে মজা পাই..ওলেলরেলরের কি মজা...( বিচি আইডল
)
২১ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আবার!!!
পার্চুনাল এটাক বালানা ...
১৪| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২১
বৈকুন্ঠ বলেছেন: মুন্না ভাতিজা এমবিবিএস কবে করবা?
আমি কিন্তু তিনটা প্রশ্নের উত্তর নিজে নিজেই দিতে পারসি। চোখের পাতা, কাপড়ের দোকান আর মি. মিসেস বোসেরটা
বোকা কিসিমের মানুষ আমি, ৩ টাই বহুত আমার লাইগা
২২ শে নভেম্বর, ২০১০ রাত ২:৪৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এমবিবিএস করুম না। আমার টার্গেট অন্য ...
১৫| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪৩
পথিক মানিক বলেছেন: বাহ দারুন তো......ব্যাপক মজা পাইলাম।
০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মজা পায়া থাকলেই আমার টাইপিং সার্থক ...
১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:১৮
আহমাদ জাদীদ বলেছেন: valo laglo...........আমার ব্লগে আমণত্রণ রইল।
১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ। আমন্ত্রন গ্রহণ করা হইলো ...
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১১
এপিটাফ.. বলেছেন: পড়ার আগেই প্রিয়তে ...............
৩০ শে জুন, ২০১১ সকাল ১০:৫৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ
১৮| ০৭ ই মে, ২০১১ রাত ৯:৪০
ঠোট কাটা বলেছেন: আমার মনে হয় ২০ নাম্বার প্রশ্নের উত্তর ভুল আছে । প্রথমে কেক টা দুই ভাগে কেটে তারপর এক্টার উপর আরেকটা বসাথে হবে । তারপর আবার দুইভাগে কাটতে হবে । এভাবে ৩ বারে ৮ টুকরা করা যাবে ।
৩০ শে জুন, ২০১১ সকাল ১১:০৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হুমম.... আপনার কথায়ও যুক্তি আছে!!
কিন্তু এই সমাধানটায় কেকটাকে একবার কেটে নাড়িয়ে আবারো কাটতে হচ্ছে। যদি আপনি সমাধানটার মতো করে কাটেন তাহলেও কেকটা আট ভাগেই ভাগ হবে। আপনার উত্তরটা ঠিক আছে। তবে পোস্টের উত্তরটাও ভূল নেই...
১৯| ১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
স্বপ্নসমুদ্র বলেছেন: পোস্ট প্রিয়তে। কিন্তু আপডেট করবেন সবসময়। প্লিজ করবেন। প্রশ্নগুলো আমার খুব ভালো লাগে কিন্তু অনেক কারনেই দেখতে পারিনা। তাই আপনার আপডেটের উপর ডিপেন্ড করছি।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩০
কোয়ার্ক বলেছেন: শেষেরটা কোনো গুগলি রাউন্ডের প্রশ্ন ছিল না Dance Bangla Dance e chilo.