![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলায় যারা ভূতের গল্প শুনে আসছে, রাতে গাছের পাতা পড়ার শব্দ শুনলেই তাদের অনেকের মনে একধরনের ভৌতিক আতংক কাজ করে । যে জিনিস আমাদের সত্তায়, আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে সেটা হচ্ছে কিছু ভূয়া কাহিনী ।
আমাদের দাদী-নানীরা এই ধরনের গল্প গুলো বেশি করতেন। আমাদের বাবা-মায়েদের প্রজন্মও এটার সংস্পর্শে ছিল। দিন দিন এসব কুসংষ্কার এর পরিমান কমে যাচ্ছে।
যদি ও বর্তমান প্রজন্মের মাঝে এটার প্রভাব কম, তবে এটার কিছুটা প্রভাব ছোট বাচ্চাদের মাঝে ও দেখা যায় । প্রায় সময়ই স্কুলের বাচ্চারা আমাকে ভূত নিয়ে প্রশ্ন করে।আমি এসব বিশ্বাস করি কিনা,কখনো দেখেছি কিনা ইত্যাদি ইত্যাদি।
ছোট সময় থেকেই কোমলমতি বাচ্চাদের মনে এসব ঢুকিয়ে দেওয়ার কারনে তারা বিজ্ঞান নিয়ে কথা বলার চেয়ে ভূত,প্রেত-আত্ত্বা এসব নিয়ে কথা বলতে পছন্দ করে।
যেসময় তাদের চিন্তার বিষয় ভূত রহস্য ঐ সময়ে তাদের মাথায় যদি বিজ্ঞান ডুকিয়ে দেওয়া যেত তাহলে বিজ্ঞান রহস্য তাদের মাথায় ঘুরত, ছোট সময় থেকেই তাদের মাথায় আবিষ্কারের নেশা জেগে উঠত ।আইনষ্টাইন-নিউটনের মত বিজ্ঞানী আমাদের দেশেও অনেক হত।
©somewhere in net ltd.