![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রামপুরা বনশ্রীর একটি বাসার সামনে সা করে একটা সিলভার কালারের এলিয়ন এসে থামলো । ছয় ফুট উচ্চতার লেফটেন্যান্ট শাহরিয়ার কালো সানগ্লাস,জুতা,জিন্স, জ্যাকেট পরে নেমে এলো । দ্রুতগতিতে টিপে চলেছে হাতে থাকা মোবাইল ।
কিছুক্ষণ পরে একটা মেয়ে ছুটে এল ।
-এতক্ষণ লাগলো তোমার?
-সরি একটু দেরি হয়ে গেল ।
-এরকম করে তাকিয়ে আছ কেন?
-মিষ্টার লেফটেন্যান্ট তাকিয়ে তো থাকবোই । তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে ।
-থাক থাক আর ইয়ে দিতে হবে না ।গাড়িতে ওঠ দেরি হয়ে যাচ্ছে ।
ফাইজাকে নিয়ে শাহরিয়ার জগন্নাথ ভার্সিটিতে যাচ্ছে । ভর্তি করতে ।আজ ওদের প্রথম দেখা । দেখাটা অবশ্য ঐ ভর্তির
অজুহাতেই । ফাইজাতো দেখা করতেই চাচ্ছিলনা । তারপর যখন শাহরিয়ার বলল যে ওর পরিচিত লোক আছে ,সুবিধা হবে তখন রাজি হল ফাইজা ।ফাইজা ফিন্যান্সে ৮৩ তম হয়েছে । ভর্তি হয়ে আবার যথারীতি গাড়িতে উঠল
-চল,কোন রেস্টুরেন্টে । খুব ক্ষুধা পেয়েছে ।
-আজ থাক না । আন্টি দেরি হলে রাগ করবে ।
-না না ।তোমার সাথে আজ আমার ফার্স্ট মিট ।
-ঠিক আচে চল তাহলে ।
যেতে যেতে অনেক বকবক করতে লাগল ফাইজা ।শাহরিয়ার হঠাৎ তাকে থামিয়ে দিয়ে বলল আচ্ছা দেশ নিয়ে তুমি কিভাব?
-কি আর ভাবব? এইতো ।
শাহরিয়ার দেশ নিয়ে তার ভাবনা বলতে লাগল ।
হঠাৎ করে ফাইজা মুহুর্মুহু গুলির আওয়াজ শুনতে পেল । শাহরিয়ার যেন কিছুই শুনতে পাচ্ছে না ।সে তার দেশ নিয়ে ভাবনা বলে যাচ্ছে ।
হঠাৎ করে তাদের গাড়িটি রোড আইল্যান্ডে ধ্বাক্কা খেল । কিছুক্ষণ পরে ফাইজা উঠে বসল । তার মনে পড়ল যে আজ ২৫ শে ফেব্রুয়ারি । আজ থেকে ৫ বছর আগে শাহরিয়ার শহীদ হয়েছে পিলখানায় । ফাইজা প্রত্যেক বছর এই তারিখে কেন যেন এই স্বপ্ন দেখে ।
©somewhere in net ltd.