নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাকিউর আরজু

তাকিউর আরজু › বিস্তারিত পোস্টঃ

৩৭বছর পরে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

আজ থেকে ঠিক ৩৭ বছর পরে,
থাকবে না কেউ ছায়া হয়ে,
কে জানে ছায়া দিতে হবে কতজনকে ।

ঠিক ৩৭ বছর পরে,
দুরে র্সূয ডুবু ডুবু আকাশে সেদিনও হয়তো পাখি উড়বে
স্মৃতির পাতা ভেজা থাকবে চোখের নোনা জলে।
প্রিয়জনদের হাতের প্রিয় রান্না সাজানো থাকবে স্মৃতির ফুডব্যাংকে ।

ঠিক ৩৭ বছর পরে,
অনেকেই হয়তো থাকরে না যারা ছিল সবচাইতে কাছের,
তাদের হাসিমাখা মুখ বারবার মনে পড়বে,অন্ত:করণ হবে।
তারা ডাকবে আমাকে ।

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার মা আর বাবা থাকবে না হয়তো সেদিন,
অনেক দেখতে ইচ্ছ করবে, আফসোস হবে ,দৃষ্টিসীমা ঝাপসা হয়ে আসবে।

ঠিক ৩৭ বছর পরে বা আরো কিছুদিন পরে হয়তো এভাবেই আমিও স্মৃতি হয়ে যাব কারো মানসপটে,
সেদিন বিদায়ানুষ্ঠানে দেখা হবে তোমার সাথে ।
নিষ্পলক চোখ,অসাড় দেহ নিয়ে ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



শাক সবজি বেশী খাবেন, চিনি কম খাবেন, ব্যায়াম করবেন; ৩৭ বছর পর, আমি আপনার অবস্হা জেনে নেবো।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

তাকিউর আরজু বলেছেন: হা হা হা । রিপ্লাই দিব, না হাসব । বুঝতেছিনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.