![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে রেল মন্ত্রীর বিয়ে । আজ মন্ত্রী যারপর নাই খুশী । দীর্ঘদিন পরে হলেও মন্ত্রীর জীবনের পরিপূর্ণতা এসেছে আজ । খুশীর দিনে মন্ত্রীর কাছে আমাদেরও কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে । চাই রেলের উন্নয়ন । মন্ত্রী মহোদয় তার নববধূকে নিয়ে রেল ভ্রমনের মাধ্যমে আমাদের সুখ:দু:খ শেয়ার করুন এই চাওয়া । এটা আমরা দেশবাসী আশা করি । বিয়ের উপহার হিসাবে আমরা চাই বাংলাদেশের রেলের উন্নয়ন । আমাদের এই চাওয়া বাস্তবায়ন করুণ রেল মন্ত্রী আজকের আনন্দের উপহার হিসাবে ।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
খেলাঘর বলেছেন:
হবে হবে সব হবে।