![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় এক সময় প্রতিটি বাড়ির মানুষ ব্যবহার করতেন বেতের তৈরি পাটি । রং-বেরং নকশি করা পাটি ছিলো কৌলিন্যের অংশ । ধনী- গরিব, মধ্যবিত্ত শ্রেণীর সকলেই ব্যবহার করতেন পাটি । মুক্তাগাছার রামচন্দ্রপুর মেলায় দেখা মেললো বিভিন্ন নকশিতে করা পাটি । বিক্রিতারা জানান, বর্তমানে এখন পাটির ব্যবহার কমে আসছে । প্রকারভেদে প্রতিটি পাটি বিক্রি হচ্ছে ৩শ’ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত । মুক্তাগাছায় কমে যাচ্ছে বেতের নকশি পাটির ব্যবহার
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার অবগতির জন্য জানাতে চাই, কপি পেস্ট পোস্ট বা অন্য সাইট দেখার পোস্ট কোন ভাবেই সুষ্ঠ ব্লগিং এর উদহারণ হতে পারে না এবং তা ব্লগ নীতি মালার মধ্যেও পড়ে না।
কেউ যদি ক্রমাগত ব্লগনীতিমালা লঙ্ঘন করেন, তাহলে তার ব্যাপারে ব্লগ নীতি মালা অনুসারে ব্যবস্থা গ্রহন করার সুযোগ থাকে।
ধন্যবাদ। শুভ ব্লগিং!