নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা কে জানতেই আমি বেশি আগ্রহী

আবু তালেব শেখ

রুজি রুটির সন্ধ্যানে ব্যস্ত থাকি অলটাইম। একটু সময় পেলে ডু মারি সামুতে

আবু তালেব শেখ › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারি বিদ্যা বড় বিদ্যা যদি ভাংগিয়ে খাওয়া যায়

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯

রোগব্যাধি। মানব দেহের একটা অশুভ অংশ। সৃষ্টিকর্তা যেমন রোগ দিয়েছে তেমনি রোগ উপশমের পদ্ধতি মানুষের মস্তিষ্কে দান করেছে।
সাধারনত চিকিৎসকরাই এবিষয়ে পারদর্শি। রোগমুক্তির মালিক আল্লাহ
কিন্তু উসিলা চিকিৎসকগন।
প্রাচীন কাল থেকেই চিকিৎসক দের মর্যাদা অসামান্য।
আমাদের যুগে এই চিকিৎসক দের মর্যাদা কেমন তা আর না বললেও চলবে।
এই ডাক্তার সাহেবরাই আমাদের শারিরিক যত রোগ সেগুলো সারানোর দায়িত্ব নিয়েই পেশা শুরু করে।
আমি সকল ডাক্তার দের সম্মান জানাই এই গুরুত্ব পুর্ণ মানব শেবায় আত্মনিয়োগ করার জন্য।
তবে গুটিকয়েক ডাক্তার গনের জন্য
সবাই কে কসাই সহ নানারকম নামে ডাকে লোকজন।
তবে এই পেশা এখন এতো নিচে নামিয়েছে সেটা আমার আগে ধারনার বাইরে ছিল। এমন একজন ডাঃ সাহেবের খপ্পরেে পড়েছিলাম সাম্প্রতিক।
ঘটনা পড়লে বুঝবেন কত নাটক করে এই অভিনেতারা।
আমার বাচ্চা মেয়েটার বয়স সাত কি আট মাস। বড় কোন রোগব্যাধি তেমন একটা হয়নি আল্লাহর দয়ায়।
হঠাৎ ঠান্ডা লেগে জ্বর কাশি হয়েছিল। প্রাথমিক চিকিৎসা হিসাবে নাপা, কাশের সিরাপ দেওয়া হয়েছিল। নিজস্ব আইডিয়াই।
নাহ কমার কোন লক্ষণ নেই। বাধ্য হয়ে এবার অভিগ্গ ডাক্তারের সরনাপন্ন হতে হবে। যাই হোক আমি আর আমার ওয়াইফ ব্যতিব্যস্ত হয়ে মেয়েকে নিয়ে রওনা দিলাম হাসপাতালে।
খুলনা শিশু হাসপাতাল। অন্তত খুলনা বিভাগের প্রত্যকটা জেলা থেকে এই হাসপাতালে আসে অনেকে। ট্রিটমেন্ট ও খুব ভালো শুনেছি যদিও আমরা প্রথম এসেছি। বাচ্চাটার এতো কাশি হচ্ছে দম ছাড়তে ও পারছে না।সকাল ৯ টার মধ্যেই আমরা হাসপাতাল হাজির। দশটার দিকে টিকেট দেওয়া শুরু করেছে।দুই শ্রেনির টিকিট। ৫০ টাকা ১০০ টাকার। ভাবলাম ১০০ টাকার ডাক্তার ভালো হবে। এটাও ঠিক। লম্বা লাইন দিয়ে কষ্টমষ্টে টিকেট কেটে এনে অপেক্ষা করতে লাগলাম।
কখন ডাক্তার সাহেবের সহকারির ডাক আসে। ঘন্টা খানেক পরে বললো তাড়াতাড়ি আসেন অনেক রোগি।
দমকের সুরে।
দরজা খুলে ডুকতেই আরেকটা ধমক তাড়াতাড়ি আসেন। বললো ডাক্তার সাহেব। কি হয়েছে? বললাম। বয়স? স্ত্রীর দিকে তাকালাম। সেই উঃ দিল জ্বি আটমাস। আচ্ছা বুঝতে পেরেছি বললো উনি। বলে রাখা ভালো উনি আমার মেয়েটার দিকে একবারো তাকায়নি। জিগ্যেস করছে বলছি আর প্রেসক্রিপশন ওষুধ লিখছে।
উনি বললেন যান নিয়মিত ওষুধ খাওয়ান সেরে যাবে।
আমি কেমন অবাক হয়ে গেলাম। বাচ্চাটাকে অন্তত বুকে পেটে হাত দিয়ে দেখবেনা?
বললাম স্যার ওকে একটু পরিক্ষা করে দেখেন কাশিতে দম যায় যায় অবস্হা।
ডাক্তার আমি না আপনি? কড়া সুরে। জ্বী আপনি।
তাহলে অত বেশি বুঝেন কেন?
ডাক্তার সাহেব রুক্ষ মুর্তি ধারন করি লেন।
যান খাওয়ান গে।
যাইহোক ফার্মেসি থেকে ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম। খাওয়ানো হল নিয়ম মত। কিন্তু রাতে আরো অবস্হা খারাপ হল। বাড়ির সকলে কান্নাকাটি শুরু করেছে। আমিও।
প্রথম সন্তান বলে কথা।
সকাল বেলা আবার রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে। যথানিয়মে আবার সেই ডাঃ সাহেবের শরন্নাপন্য হলাম।
আবার এসেছেন কেন?
বললাম স্যার অবস্হা খারাপ।
কোন কথা না বলে তাড়াতাড়ি একটা এক্সরে পরিক্ষা দিলো।
কফ টেস্ট, তারপর গ্যাস দিয়ে কফ উঠানো।
হাসপাতালের ল্যাব থেকে এক্সরে করে আনলাম। আবার সেই লাইনে দাড়ালাম। ঘন্টাখানেক অপেক্ষার পর ডাক আসলো।
ডাক্তার সাহেব তাড়াতড়ি রিপোর্ট দেখার জন্য উদগ্রীব। বাইরে অনেক রোগি তাই ওনার ব্যস্ততা যদিও দোষের নয়।
রিপোর্টটা দেখার পর ডাক্তার সাহেব
মুখ মলিন করে বললো ভাই
অবস্হা তো খুব একটা ভালো না।
সিরিয়াস। নিউমোনিয়া।
এখুনি ভর্তিরকরেন। ডাবল নিউমোনিয়া।
ডাক্তারে হাবভাব দেখে আমরা
স্বামি স্ত্রীর পিলে চমকে গেছে।
প্রথম সন্তানের ভবিষ্যত অবস্হা নিয়ে
চিন্তা আরো বেড়ে গেল।

উনিবললেন
শোনেন আপনার বাচ্চার কিন্তু অবস্হা
খারাপ। ইনজেকশন করতে হবে দশ বারোটা। প্রত্যক দিন একটা। আর অক্সিজেন, কফ উঠানো গ্যাস।
ওষুধ নিয়মিত না করলে ঝুকি।

আমরা এখন কি করবো ভেবে পাচ্চি না।
খুলনাথেকে আমাদের বাড়ি প্রায় বিশ কিলো। ভর্তি করলে একটু সমস্যায় পড়তে হবে। তবে রোগ হলে আর কি করা।
সত্যি কথা বলতে কি আমার মনে বলছে নিউমোনিয়া হয় নি। মানে হাল্কা অভিজ্ঞতা । তারপরো বললাম ভর্তি করেন স্যার।
স্যার আমাকে ইশারা দিলেন কা্ছে আসেন।আসলাম। শোনেন আপনাদের পরামর্শ দিই। এখানের থেকেও ভালো চিকিৎসা হয় আমার ক্লিনিকে। আমার ব্যক্তিগত ক্লিনিক। কোন অসুবিধা বলতে হবে না গ্যারান্টি দিচ্ছি। বাচ্চার হাল সিরিয়াস তাই বলছিলাম আর কি।
এই নিন কার্ড ঠিকানা লেখা আছে।
চটজলদি যান। আমি ফোন করে দিচ্ছি।
স্যারের উদ্দেশ্য এবার আমার কাছে পরিস্কার। ধান্দা বাজ।
সাতপাচ নাভেবে চেম্বার থেকে বেরোলাম।
গিন্নিকে বললাম বাড়ি চল।
কেন? আরে চলনা এখানে ডাঃ সাহেব ধান্দাবাজি শুরু করেছে। কৌতূহলী দৃষ্টিতে হাসপাতালের ডাঃ দের লিস্ট দেখেঅবাক।। জুনিয়র কনসালটেন্ট।। আর প্রেসক্রিপশন সিনিয়র।
বাসায় এসে বিকালে উপজেলাই বাচ্চাটা নিয়ে গেলাম। একজন রিটার্ড সিনিয়র শিশুডাঃ বসেন। বেশ সুনামো আছে।
যথারিতি বাচ্চাটাকে দেখে শুনে মিচকি হাসলেন। বললেন কিছুই হয়নি। বিশ্বাস করতে পারলাম না।
স্যার এই রিপোর্টটা একটু দেখুন। স্যার হাসছে। পিড়াপিড়ি করতে দেখে বললেন দরকার নেই।
ওগুলো ফেলে দাও।
ডাঃ স্যার মাত্র ১২০ বিশ টাকার ওষুধ দিয়ে বিদায় করলেন। আর খোদার দয়ায় তাতেই আমার সোনামনি সুস্হ হয়ে গেছিলো।

পাঠকগন কি বুঝলেন তাহলে শিশুহসপিটালের ডাঃ সাহেবের মানসিকতা নিচু আর স্বার্থসংশ্লিষ্ট কিনা?
হয়েছে কাশি বানিয়ে দিছে নিউমোনিয়া। রিপোর্টটাও মনে হয় ফটোসপের মত কারসাজি। নিজস্ব ক্লিনিকে নিয়ে অর্থ হাতানোর কি প্রয়াস।
এগুলো নর্দমার কিট থেকেও জঘন্য। যাদের হাতে জীবন তারাই যদি জিবন নিয়ে খেলা করে দুইটা টাকার জন্য তাহলে ডাঃ নামের পশুদের জল্লাদ অ্যাখ্যা দেওয়া দোষের কিছু নয়।

বিঃদ্রঃ
হাতেগোনা কিছু ডাঃ সাহেবরা এহেন কুকর্মে লিপ্ত।
আদর্শবান চিকিৎসক গন ভুল বুঝিবেন না

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এ দেখি বিশাল ঝামেলা! সাধে কি মানুষ আর ভারত যায়! ভাগ্যিস উপজেলার ডাক্তার পেয়েছিলেন।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩২

আবু তালেব শেখ বলেছেন: আমাদের দেশেও ভাল চিকিৎসা সম্ভব।
তবে কতিপয় ডাক্তারদের জন্য সেই পরিবেশ নষ্ট হয়েছে।
বেশির ভাগ ডাক্তার রোগির দিকে নয় টাকার দিকে নজর। আর এদের উপর আস্হা মানুষ অনেক আগেই হারিয়ে ফেলেছে। তাই এখন বিদেশ নির্ভর হয়েছে রোগিরা

২| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

তারেক ফাহিম বলেছেন: ডাক্তার না কশাই??

ফার্মাসিউটিক্যাল থেকে, মানুষের পকেট হাতিয়ে এত এত টাকা নিচ্ছে।

সবচেয়ে বড় কথা হলো তাদের ভাবগুলো সবসময় ডাক্তাররূপি হয় না।

১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

আবু তালেব শেখ বলেছেন: ওনাদের মহান পেশায় কালিমা পড়েছে ওনাদের অধিক অর্থ লোভে। এই চরিত্রের কিছু ডাক্তার কে কসাই বলাই শ্রেয়,,,,
ধন্যবাদ মুল্যবান মন্তব্যের জন্য ফাহিম ভাই

৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

নতুন বলেছেন: ভালো মন্দ মিলিয়েই সবাই.... ভালো ডাক্তারও আছে।

আপনার মেয়ে কেমন আছে?

আমার মেয়ের বয়স আড়াই বছর... আমি কিছুটা আপনার বিষয়টা বুঝতে পারছি।

পরামশ`<<< যখন দেখবেন যে বাচ্চা সাভাবিকের চেয়ে একটু বেশি চুপচাপ তখনই মনিটর করা শুরু করবেন। যদি দেখেন সমস্যা তবে ডাক্তারের পরামশ` নিন।

ভালো একজন শিশু ডাক্তার খুজে বের করুন।

আমাদের শহর ফরিদপুরে খুবই ভালো একজন শিশু বিশেষঙ্গ আছেন... তার প্রসংসা না করলেই না। উনি আসলেই বাচ্চাদের প্রতি খুবই কেয়ার করেন।

১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

আবু তালেব শেখ বলেছেন: সহমত, ভাল মন্দ মিলিয়ে সবকিছুই হয়। তবে সাম্প্রতিক সময়ে মন্দর পাল্লা ভারি,,
আমার সোনামনি আল্লাহর দয়ায় ভাল আছে। ওর বয়স ও আপনার সোনামনির মতই। তিন মাসের জুনিয়র।
যদি কখনো লাগে আপনার ডাক্তারের ঠিকানা নিয়ে আসবো কারন আমি আপনার পাশের জেলার।

ধন্যবাদ আপনাকে মুল্যবান মন্তব্যের জন্য

৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

খাঁজা বাবা বলেছেন: বিশ্বাস রাখা কঠিন

১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

আবু তালেব শেখ বলেছেন: একদম ঠিক বলেছেন। বর্তমানে মৃত লোক আইসিওতে রেখেও বড় অংকের বিল কষছে এনারা। যেটা আমিও প্রত্যক্ষ করেছি শয়ং

৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

আখেনাটেন বলেছেন: ভালো ডাক্তার এখনও আছে।

তবে বেশির ভাগেরই নীতি-নৈতিকতার চরম অবনমন ঘটেছে। এই ঘটনা তারই এক চিমটে নমুনামাত্র।

১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

আবু তালেব শেখ বলেছেন: আপনার বক্তব্য পুরোপুরি একাত্মতা প্রকাশ করছি। নীতি নৈতিকতা এখনো কিছু ডাক্তারের আছে না হলে ভেংগে পড়তো চিকিৎসা ব্যবস্হা।
পোস্ট পড়ে মন্তব্যের জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.