নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

অশিষ্ট দীর্ঘায়িত অপেক্ষা

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

সেদিন একসাথেই গাড়ি থেকে নেমে হাটতে শুরু করলাম,

কখনো তুমি আগে

কখনো আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাই।

পথ হয়তো একই কিন্ত

কি ভয়নক সুন্দরের মতো পরস্পর গন্তব্য আলাদা।

রাতের আধার, শীতের পোশাকে

পিছু পিছু হেটে তোমার উম্মুক্ত পা

আর চশমা ঢাকা গোল চেহারা ছাড়া কিছুই দেখিনি,

তবুও কতো চেনা মনে করে

যুগল হেটে গেছি কতো মানুষের ভিড়ে

কতো খানি পথ।

এক তরুন তোমার কাধে ধাক্কা দিয়ে চলে গেলো

অনেকক্ষন হেটে যাওয়া সঙ্গী হিসেবে

মনে করতে পারো আমি দিয়েছি

তাই একটু জোরে হেটে তোমার সামনে সামনে

এগিয়ে জানিয়ে দিলাম আমি নই।

অতিরিক্ত হাটায় তোমার ঘামে ভেজা

নাকে আলো পড়ে চিকচিক করছিলো

তখনই আমার একটা ফোন আসে

কথা বলতে বলতে আনমনে একটু এগিয়ে যাই

হঠাত মনে হতে পিছনে তাকিয়ে দেখি তুমি নেই

মনে প্রচন্ড হতাশা গ্রাস করে

চারিদিকে অসহিষ্ণু বিরহী প্রহর

কি অদ্ভুত মানুষের ভিড়ে একটু পিছনে তোমাকে দেখে

কি খুশিটাই না হয়েছি

অনতিদূরে তোমাকে না দেখার ভান করে

সামনে সামনে হাটছি

তোমার চলন্ত ছায়াটা আমাকে জানিয়ে দিচ্ছে

কোথায় তোমার উপস্থিতি।

মুখে লেগে আছি সুখের অলেখ্য হাসি

কতো কথা হয়ে গেলো না বলে কথা।

নিজেকে প্রশ্ন করি হিমু কি কোন নারীর পিছু পিছু হেটেছে?

কি বোকা যে আমি

অপরিচিতকে নিয়ে সেকি মাতামাতি

অবশেষে পথের শেষে ওভারব্রিজ পার হতে

তোমাকে হারিয়ে ফেলি,

একমুঠো বিচ্ছেদের আতিথেয়তা।

সারারাত মনের মাঝে বিষাদের বিচরন,

প্রতিদিন অফিস ফেরত চোখ

এখানেই আসলেই আনমনে গভীর চেতনে

তোমাকেই খুজে,

সীমিত স্মৃতি নিয়ে

সে কি অশিষ্ট দীর্ঘায়িত অপেক্ষা

এক অপরিচিতার জন্য।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লিখা
ভাল লাগল

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লিখা
ভাল লাগল

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩

মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.