![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় যত যাচ্ছে আমার অস্থিরতা ততই বাড়ছে,
কথা না বলতে বলতে ক্রমশ
ভিতরটা শান্ত হতে বিষ্ফোরকউম্মুখ হয়ে উঠছে,
এক সময় মনে হয় সবকিছুই বলেই ফেলি
ভিতরের অদৃশ্য খাচাটা ভেঙ্গে ফেলি
ভেঙ্গে ফেলি বললেই কি ভাঙ্গা যায়?
সময় আসুক সব বলে দেব।
সেই সময়ের অপেক্ষা করতে করতে
ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে
নতুন ক্যালেন্ডার আসে।
এলোমেলো চক্রবৃদ্ধি বিষণ্ন অস্থিরতাও
আঘাতহীন ক্ষত বাড়াতে বাড়াতে
অস্বাভাবিক কে স্বাভাবিক করে তুলছে
স্বাভাবিক হতে হতে একদিন
বিষ্ফোরকউম্মুখ আহ্বান, নাবলা কথার ওলট-পালট মাতামাতি
নিরস হয়ে যাবে,
সেদিন স্থবিরতার সমান্তরাল আমার একটি সত্ত্বার
নি:সঙ্গ মৃত্যুও হবে
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮
মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৯
মুচি বলেছেন: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে
নতুন ক্যালেন্ডার আসে
সত্যিই অসাধারণ।
++