নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

ভিতর আর বাহিরের দ্বন্ধ

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫২

ভিতর আর বাহিরের দ্বন্ধ

নিরবে বয়ে বেড়াই,

ঘৃনা আর ভালোবাসা।

খুব ইচ্ছে হয় এই দ্বন্ধের শেষ দেখতে,

আমার এই দ্বান্ধিক সময়টা ভালো লাগে না

মেঘলা আকাশের মতো বড় গুমোট ও অসস্থিকর বেদনাদায়ক।

কিন্ত মানুষ মনে প্রানে এটাই চায়

দ্বন্ধ না হলে নাকি জীবন নিরস একগুয়ে হয়ে পড়ে

কি অবুঝ জীবন রে।

অপেক্ষার সময়টা খুব দু:সহ

বড় ক্লান্তিকর আর রাগ-ঘৃনার উদ্রেক করে।

আমি কি তোমায় ঘৃনা করি নাকি ইর্ষা করি

ভাবতেই শরীরটা গুলিয়ে উঠে

ভীষন তিতকুটে লাগে জিবের অগ্রভাগ।

এইতো এখনো

অগোছালো বিছানায় তোমার গৃহত্যাগী শরীরের গন্ধ শুঁকি

সমস্ত রাত্রিদিন অপেক্ষা থাকি, সাথে ঘৃনা আর ভালোবাসার দংশন।

তোমার চোখমুখে পুরনো চেনা স্বপ্নের আধুনিকায়ন ঘটেছে

কি লজ্জার আমি তাতে অভ্যস্থ হয়ে উঠতে পারিনি।

সময়ের এই পরিবর্তনে মানসিক জটিলতায়

আমি বিদ্ধ, হতাশ।

মাঝে মাঝে মনে হয়

বৃত্তাকার প্রণয়ে শরীরটা পাল্টে ফেলি।

নতুন শরীর উম্মুক্ত করি।

ভিতরটা মোচরাতে মোচরাতে

গোছালো স্বপ্ন আর স্বপ্ন থাকে না

অবলীলায় যন্ত্রনাদায়ক ব্যথা হয়ে উঠে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.