নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন অভিমান

২০ শে জুন, ২০১৩ রাত ১:০৩

ভুলে থাকতে চাইলেই ভুলে থাকা যায়?

কি প্রাণন্তকার চেষ্টা স্মৃতিচিহ্ন মুছে ফেলার

কিন্তু তুমি ছায়া হয়ে মিশে গেছো আমার মাঝে।

আমার পুরো আকাশ তুমি, আমার পুর্ণ দৃষ্টিতে তুমি।



বিশ্বাস করো

তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে হয়,

খোলা আকাশের তুমুল বৃষ্টিতে,

খোপায় কদমফুল, বৃষ্টিজলে ভেজা দীঘল চুল

বৃষ্টিস্নাত কপোলে একে দিবো নির্মোহ মৃদু আদর

আমার নষ্টহৃদয় খুঁড়ে কিছু চোখের জলকষ্টও ধুয়ে নিবে তুমুল অঝোর বৃষ্টি।



বিশ্বাস করো

তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে হয়,

শান্ত বিকেলের গোধুলীতে পাশাপাশি বসে ঢেউভাঙ্গা সমুদ্রের তীরে,

নির্লোভ চোখে মুগ্ধ দৃষ্টিতে, যুগল হৃদয়ের স্নিগ্ধতায়।

উদাসীবাতাস ছুয়ে যায় তোমার অবাধ্য চুল।



বিশ্বাস করো

তুমি যাকে বাড়াবাড়ি অবুঝ বলছো।

এ আমার বাড়াবাড়ি নয়

এ আমার প্রগাঢ় প্রেম, তোমাকে কাছে পাওয়ার অবুঝ আকুতি

দীর্ঘ পথের মাঝে তোমাকে হারানোর ভয়।



বিশ্বাস করো

তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে হয়,

কচি ধানের ডগায় স্বচ্ছ শিশির সকালের

ঘুম চোখে প্রথম দৃষ্টিতে

নির্জন নিশীথের স্মৃতি নিয়ে ঘুমন্ত তোমার মুখ

এলো চুলের আড়ালে অর্ধেক কপাল

উষ্ণ চুমুর প্রতীক্ষায় ঠোঁটের কাঁপন।



বিশ্বাস করো

তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে হয়,

গভীর রাতে যুগলবন্দি জোছনাস্নানে

প্রাণবন্ত কথপোকথনে, চন্দ্রালোকে সুখের আলিঙ্গনে।



বিশ্বাস করো

সময়ের টানাপোড়নে মনে মনে বহুদূর চলে গেছি

কিন্তু শান্তি পাচ্ছি না, চারিদিক নিথর স্তব্ধ, স্থবির অন্ধকার।

অসীম শুন্যতা, চির বিরহ, যন্ত্রনায় কাতর দ্বিমুখী দ্বন্ধ।

আমি ভুলে যেতে চাই

সকল নিরব অভিমান, চাওয়া না পাওয়া, ঘৃনা, কথার পিঠে কথা।

ভুলে থাকার কৌশলটিও আমি ভুলে যেতে চাই

সব ভুলে যেতে চাই।

আমি আর চাই না মেপেমেপে কথপোকথনেরঅভিনয়।

বিশ্বাস করো এই পরিকল্পিত রুক্ষতার মুখোশের আড়ালেই

তোমায় পাওয়ার সুঠাম অপেক্ষা । তোমার অবিনাশী স্মৃতি।

হৃদয়ের আধারতলে তোমাকে হারানোর বিলাপ।



বিশ্বাস করো

তোমাকে খুব ভালোবাসতে চাই

দিনশেষে চা হাতে তোমার মুখোমুখি।

চোখের গভীরে চোখ রাখা মিষ্টি খুনসুটিতে।

শিরোনামহীন অনাবিল ভালবাসায়,

মাঝ নিশি লগ্নে মিশে যেতে চাই তোমার শরীরে।



বিশ্বাস করো

আমি ঘুমুতে পারি না

আমার নিষ্ঠুর দুটো শ্রান্ত আঁখির নিঘুর্ম রাতের সাথে মিতালী

জীবনচক্রে স্থান পেয়েছে

অপরাধবোধের দু:স্বপ্ন, স্থির-নির্বাক, অবসাদ, মৃত্যু আর প্রিয়ার অপেক্ষা।

বিশ্বাস করো

তোমাকে খুব ভালোবাসতে চাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:২৬

সুফিয়া বলেছেন: অনেক ভালো লাগল। +++++++

Click This Link

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৬

মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.