![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি সবই জানতে, ছেড়ে যাবে আমায়
ভালোবেসে করলে প্রেমের অভিনয় ( ২)
জেনে রেখো বন্ধু, চোখের আড়াল হলেও
মন থেকে মুছে ফেলা যায় না। (২)
ভুলে যেতে চাইলেও ভুলে যেতে পারি না,
স্মৃতি তোমার, আমার সারা হৃদয়ময়।
তুমি সবই জানতে, ছেড়ে যাবে আমায়
ভালোবেসে করলে প্রেমের অভিনয় (২)
ভুলে যেতে চাইলেও ভুলে যেতে পারি না
সারাটা সময় যেনো আছো তুমি আমার পাশে। ২
খুব কি আছো ভালো, আমায় ভুলে
মনে পড়ে যায় তোমায়, স্মৃতি জাগড়নে । (২)
শাহবাগ, আজিজের অন্তরে, ছবির হাটের আড্ডাতে
হুটতোলা রিকশার অজানাতে, রমনার বটমুলে
খুব কি আছো ভালো, আমায় ভুলে। (২)
ভুলে যেতে চাইলেও ভুলে যেতে পারি না
স্মৃতি তোমার আমার সারা হৃদয়ময়
তুমি সবই জানতে, ছেড়ে যাবে আমায়
ভালোবেসে করলে প্রেমের অভিনয় (২)
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:১১
মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ, সুরটা কি দিয়েছেন
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০
১১স্টার বলেছেন: ভালো হইছে