নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

গান লিখলাম, লিখে যাবো...যার ইচ্ছে সুর দিয়ে নিন ........২

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

তুমি আমার ঘুম চোখের প্রথম দৃষ্টি

তুমি আমার মন আকাশের ঝড়ো বৃষ্টি

তুমি আমার ঘুম জাগা নিরব রাতি

তুমি আমার জীবন চলার শেষ স্মৃতি

তুমি আমার একলা ঘরের ঘুমের বৃথা আয়োজন

ফিরে এসো প্রিয়তম

অভিমানে আর কতক্ষন

চারিপাশে তুমি, মনে আর আনমনে সারাক্ষন (২)



তুমি আমার শেষ বিকেলের মেয়ে

তুমি আমার মধ্য রাতের জোস্না স্নানের পাগলামি

তুমি আমার বিষাদের মেঘলা দুপুর

তুমি আমার প্রথম সকালের ঝলমলে রোদ।

তুমি আমার এলোমেলো স্বপ্ন শেষে বুকের কাপন

ফিরে এসো প্রিয়তম

অভিমানে আর কতক্ষন

চারিপাশে তুমি, মনে আর আনমনে সারাক্ষন (২)



তুমি আমার রিকশায় পাশাপাশি, আড্ডাতে হাসাহাসি

তুমি আমার চায়ের কাপে মুখোমুখি,

বাসের শেষ সিটের খুনসুটি,

তুমি আমার একলা আকাশের রাতের তারা,

তুমি আমার অফিস শেষে একলা পদচলা

তুমি আমার হঠাত উদাসী মন

ফিরে এসো প্রিয়তম

অভিমানে আর কতক্ষন

চারিপাশে তুমি, মনে আর আনমনে সারাক্ষন (২)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:০৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:১০

মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ, সুরটা কি দিয়েছেন

২| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৯

গগণজয় বলেছেন: ভালো লাগলো । সুর করার চেস্টা করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.