নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

আধার রাত ও তুমি

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:১১

আধার রাতের নির্জনতা ছাপিয়ে

আমার চিন্তার রাজ্যে তোমার বেশ আলোড়ন।

বলতে পারো ঘুমহীন দৃষ্টি জুড়ে পুরোটা তুমি।

তুমি আমার জানালার ফাকে দেখা

খন্ডিত আকাশের চলমান মেঘ।

একলা অন্ধকার বারান্দায় বসে থাকা দৃষ্টিতে

দূর থেকে তোমার চলে যাওয়া দেখি।

বারান্দার ঘা ঘেষে তিন তলা পর্যন্ত

বেড়ে উঠা নির্বাক গাছের সাথে

চোখে চোখে কথা বলি,

মাঝে মাঝে শান্ত রাতের মৃদু বাতাসে

কেপে উঠে তার আবছায়ার শরীর।

তুমিহীন এ জীবনে

রোজ মধ্য রাতের আকাশ দেখি

চলন্ত সাদা কালো মেঘ দেখি, কখনো নিগুঢ় অন্ধকার,

কখনো পূর্ন চাদ, দূর দিগন্তে শহরের উজ্জল আলো দেখি।

নিরব ঘুমন্ত শহর, গলির ধারে নি:সঙ্গ ল্যাম পোস্ট, কিছু স্থবির মূহুর্ত,

আকাশের সীমানায় একাকীত্ব,

অতিদুরে নিশাচর নক্ষত্র,

এগুলোই আমার রোজ রাতের চারপাশ।

আমি তোমাকে খুজি ঘুমন্ত শহরের আকাশে,

বয়ে যাওয়া নির্মল বাতাসে তোমার গায়ের গন্ধ খুজি,

আমার দৃষ্টিশূন্য চোখে, দীর্ঘ রাতের রঙ ছুয়ে তোমার ছবি আকি,

আমার না বলা কথা,

আমার রাত জাগা, ঘুমহীন চোখ,

মগজ জুড়ে অসমাপ্ত অগোছালো অনুভুতি,

নির্জন রাতে নিসঙ্গ বারান্দায় একলা বসে থাকা,

মধ্য রাতের শীতল বিষন্ন প্রহর,

এই সবটুকু তোমাকে কাছে না পাওয়ার জন্য।

তবুও কেটে যায় অপেক্ষা নিয়ে অপ্রত্যাশিত বিনিদ্র জাগা রাত।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লেগেছে !

২| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৫

গগণজয় বলেছেন: ভালো লাগলো।
আমি ও লিখচি।

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৬

মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.