নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

অপমান ও কবিতা

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯

নির্মল সকালে তোমার অপমান শুনে গা ঘিন ঘিন করে উঠে

এক ধলা ঘৃনা বারান্দায় গিয়ে থুথু দিয়ে ছুড়ে মারলাম চলন্ত রাস্তায়

সমস্ত চারপাশটা ঘৃনা, রাগে, উত্তপ্ত ক্ষোভে কাতর হয়ে পড়ে

ঠোট কামড়ে বুকের ভিতরটার অস্থিরতা, ক্লেদ, উপচেপড়া ক্ষনজন্মা অতীত,

কষ্টের স্তুপ বিদীর্ন চিৎকার, চেপে ধরি।

মনে হয় জীবনের শিড়দাড়া বেয়ে উঠা শব্দগুচ্ছ নিমগ্ন শত্রু ।

কত সহজে ম্রিয়মান ম্লান করে দিলে তোমার ঘৃনা

আমার কবিতার শরীর, নি:সৃত স্বরধ্বনি।

মনে হয় এক আধলা ইট নিয়ে নিজের মুখটাকে থেতলে দেই,

চির দিনের জন্য মুখের সৌন্দর্য্য হারিয়ে যাবে

তোমার ঘৃনাটাও সত্য হয়ে উঠবে।

বিশ্বাস করো আমার জীবন ও কবিতা একাকার

কবিতাতে আমার জীবনের ঘ্রান, অনুভুতি,

জীবনের চৌকাঠ পেরিয়ে কবিতার দীর্ঘ পথচলা।

জীবন আহড়নে কবিতা,

জীবন দেহের ধুলোবালি- নোনাঘাম হয়ে উঠে কবিতা,

জীবনের রোদ্দুরে আলুথালু গায়ে বেড়ে উঠে কবিতা,

তোমার ঘৃনার সামর্থ্য নেই জীবনের এই উষ্ণতা পানে বাধা দেবার।

আমার দু:খ, চোখের জল, অসম্মান, তাচ্ছিল্য,

মাতাল বোধ, ঘৃনার নির্যাসে কবিতা লেখা হবে।



৭ আগস্ট, ২০১৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০০

গগণজয় বলেছেন: মনে হয় এক আধলা ইট নিয়ে নিজের মুখটাকে থেতলে দেই,
চির দিনের জন্য মুখের সৌন্দর্য্য হারিয়ে যাবে
তোমার ঘৃনাটাও সত্য হয়ে উঠবে।

ভাল লাগল আপনার লেখা।

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২২

মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.